ETV Bharat / state

ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল লিটার প্রতি 90.01 টাকা - আজ কলকাতায় পেট্রল ডিজ়েলের দাম

ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । কলকাতা ছাড়াও পেট্রলের দাম লিটার প্রতি 90 পেরিয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ বেশ কয়েকটি মেট্রো শহরে ৷

petrol price crossed 90 in kolkata
petrol price crossed 90 in kolkata
author img

By

Published : Feb 14, 2021, 8:50 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । কলকাতায় পেট্রলের দাম ছাড়াল 90-এর কোটা । আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি 90.01 টাকা । আগের তুলনায় 28 পয়সা বেশি । এইসঙ্গে ডিজ়েলেও দাম হয়েছে লিটার প্রতি 82.65 টাকা ৷ 32 পয়সা বেশি । উল্লেখ্য, টানা গত 6 দিন ধরে জ্বালানির দাম বেড়ে চলেছে ।

আরও পড়ুন : বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজ়েল

দেশের প্রায় সর্বত্রই বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম, বিশেষ করে মেট্রো শহরগুলিতে । কলকাতা ছাড়াও পেট্রলের দাম লিটার প্রতি 90 পেরিয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ বেশ কয়েকটি মেট্রো শহরে । আজ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম 90.96 টাকা, ডিজ়েল 84.16 টাকা ।

অন্যদিকে আজ দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার 88.73 টাকা, গতকালের তুলনায় 29 পয়সা বেশি । লিটার প্রতি ডিজ়েলের দাম 79.06 টাকা, গতকালের তুলনায় 32 পয়সা বেশি । লক্ষ্যণীয়, মেট্রোশহরগুলির মধ্যে দিল্লিতে জ্বালানির দাম সর্বনিম্ন ।

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । কলকাতায় পেট্রলের দাম ছাড়াল 90-এর কোটা । আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি 90.01 টাকা । আগের তুলনায় 28 পয়সা বেশি । এইসঙ্গে ডিজ়েলেও দাম হয়েছে লিটার প্রতি 82.65 টাকা ৷ 32 পয়সা বেশি । উল্লেখ্য, টানা গত 6 দিন ধরে জ্বালানির দাম বেড়ে চলেছে ।

আরও পড়ুন : বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজ়েল

দেশের প্রায় সর্বত্রই বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম, বিশেষ করে মেট্রো শহরগুলিতে । কলকাতা ছাড়াও পেট্রলের দাম লিটার প্রতি 90 পেরিয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ বেশ কয়েকটি মেট্রো শহরে । আজ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম 90.96 টাকা, ডিজ়েল 84.16 টাকা ।

অন্যদিকে আজ দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার 88.73 টাকা, গতকালের তুলনায় 29 পয়সা বেশি । লিটার প্রতি ডিজ়েলের দাম 79.06 টাকা, গতকালের তুলনায় 32 পয়সা বেশি । লক্ষ্যণীয়, মেট্রোশহরগুলির মধ্যে দিল্লিতে জ্বালানির দাম সর্বনিম্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.