ETV Bharat / state

আটার প্যাকেটে কয়েক কোটির হেরোইন, গ্রেপ্তার ব্যক্তি - হেরোইন-সহ গ্রেপ্তার ব্যক্তি

সিল করা আটার প্যাকেট । কিন্তু তাতে আটা নেই । আসলে তাতে পাচার হচ্ছিল হেরোইন । ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Heroine trafficking
আটার প্যাকেট
author img

By

Published : Feb 16, 2020, 6:00 PM IST

Updated : Feb 16, 2020, 11:13 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আটার প্যাকেটে পাচার করা হচ্ছে মাদক । খবর পেয়ে মানিকতলা এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । ধৃতের নাম জসিমউদ্দিন মণ্ডল । তার কাছ থেকে 2.545 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে । যার বাজারদর 4 থেকে সাড়ে 7 কোটি টাকা ।

পলাশিপাড়ার বাসিন্দা বছর একচল্লিশের জসিমউদ্দিন মণ্ডল । একটি প্রাইভেট গাড়িতে করে আটার প্যাকেটে হেরোইন নিয়ে আসছিল সে । পুলিশ জানতে পেরে তাকে পাকড়াও করে । ইতিমধ্যে জসিমউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা । কাকে ওই মাদক দিতে যাচ্ছিল, তা জানার চেষ্টা চলছে ।

এই পুরো ঘটনায় একটি বিষয় গোয়েন্দাদের ভাবাচ্ছে । আসলে, নদিয়ার একটা বড় অংশ একসময় নারকোটিক কন্ট্রোল বিউরোর রেড জ়োনে উঠে এসেছিল । করিমপুর সাব ডিভিশনের মতো এলাকায় দেদার চলছিল আফিম চাষ । হেরোইন তৈরির ল্যাবেরও সন্ধান পেয়েছিল নারকোটিক বিউরো । তবে, সেই ল্যাবে খুব ভালো গুণমানের হেরোইন তৈরি করা যেত না । কিন্তু জসিমউদ্দিনের কাছে যে হেরোইন পাওয়া গেছে তা অত্যন্ত ভালো গুণমানের । আর সেখানেই খটকা খাচ্ছেন গোয়েন্দারা । কারণ গোয়েন্দাদের মতে, এরকম ভালো গুণমানের মাদক তৈরি হয় আফগানিস্তান এবং মায়নামারে । তবে কি এই মাদক মায়ানমার থেকে এসেছে ? না কি ইয়াবার মতো হেরোইনও পাচার হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে । না কি নদিয়াতেই তৈরি হয়েছে ভালো মানের হেরোইন তৈরির ল্যাবরেটরি । এই সব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আটার প্যাকেটে পাচার করা হচ্ছে মাদক । খবর পেয়ে মানিকতলা এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । ধৃতের নাম জসিমউদ্দিন মণ্ডল । তার কাছ থেকে 2.545 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে । যার বাজারদর 4 থেকে সাড়ে 7 কোটি টাকা ।

পলাশিপাড়ার বাসিন্দা বছর একচল্লিশের জসিমউদ্দিন মণ্ডল । একটি প্রাইভেট গাড়িতে করে আটার প্যাকেটে হেরোইন নিয়ে আসছিল সে । পুলিশ জানতে পেরে তাকে পাকড়াও করে । ইতিমধ্যে জসিমউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা । কাকে ওই মাদক দিতে যাচ্ছিল, তা জানার চেষ্টা চলছে ।

এই পুরো ঘটনায় একটি বিষয় গোয়েন্দাদের ভাবাচ্ছে । আসলে, নদিয়ার একটা বড় অংশ একসময় নারকোটিক কন্ট্রোল বিউরোর রেড জ়োনে উঠে এসেছিল । করিমপুর সাব ডিভিশনের মতো এলাকায় দেদার চলছিল আফিম চাষ । হেরোইন তৈরির ল্যাবেরও সন্ধান পেয়েছিল নারকোটিক বিউরো । তবে, সেই ল্যাবে খুব ভালো গুণমানের হেরোইন তৈরি করা যেত না । কিন্তু জসিমউদ্দিনের কাছে যে হেরোইন পাওয়া গেছে তা অত্যন্ত ভালো গুণমানের । আর সেখানেই খটকা খাচ্ছেন গোয়েন্দারা । কারণ গোয়েন্দাদের মতে, এরকম ভালো গুণমানের মাদক তৈরি হয় আফগানিস্তান এবং মায়নামারে । তবে কি এই মাদক মায়ানমার থেকে এসেছে ? না কি ইয়াবার মতো হেরোইনও পাচার হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে । না কি নদিয়াতেই তৈরি হয়েছে ভালো মানের হেরোইন তৈরির ল্যাবরেটরি । এই সব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : Feb 16, 2020, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.