ETV Bharat / state

অন্য রাজ্য থেকে লোক এসে মানুষকে আতঙ্কিত করে তুলছে : পার্থ - Jhargram

আজ সকালে ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে এসে সিধু, কানুর ২টি ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন পার্থ চ্যাটার্জি। এর সাথে জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চ্যাটার্জি
author img

By

Published : Feb 27, 2019, 11:36 PM IST

ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি : আজ সকালে ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে এসে সিধু, কানুর ২টি ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন পার্থ চ্যাটার্জি। এর সাথে জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "অন্য রাজ্য থেকে লোক এসে মানুষকে আতঙ্কিত করে তুলছে। একই সম্প্রদায়ের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত নতুন বাংলা নির্মাণের কাজ অব্যাহত রাখতে হবে। প্রশাসন সবসময় সাহায্য করবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই।"

পার্থ চ্যাটার্জি

পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার যে প্রকল্প তৈরি করছেন তার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।" হাউস ফর অল প্রকল্পে আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও জঙ্গলমহলে বেশি উন্নয়ন হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের ক্ষোভের কথা জানানোর জন্য জেলাশাসককে একটি বিশেষ সেল চালু করার কথাও বলেন।

ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি : আজ সকালে ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে এসে সিধু, কানুর ২টি ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন পার্থ চ্যাটার্জি। এর সাথে জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "অন্য রাজ্য থেকে লোক এসে মানুষকে আতঙ্কিত করে তুলছে। একই সম্প্রদায়ের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত নতুন বাংলা নির্মাণের কাজ অব্যাহত রাখতে হবে। প্রশাসন সবসময় সাহায্য করবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই।"

পার্থ চ্যাটার্জি

পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার যে প্রকল্প তৈরি করছেন তার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।" হাউস ফর অল প্রকল্পে আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও জঙ্গলমহলে বেশি উন্নয়ন হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের ক্ষোভের কথা জানানোর জন্য জেলাশাসককে একটি বিশেষ সেল চালু করার কথাও বলেন।

New Delhi, Feb 27 (ANI): In regards with Pakistan's decision to ban the release of any Indian movie or content in their country, the All Indian Cine Workers Association (AICWA) wrote a letter to Prime Minister Narendra Modi, demanding a complete shut down on issuing any visa to Pakistani actors, AICWA in a letter dated on February 26, said, "We AICWA on behalf of entire film and media fraternity would demand complete shut down on issuing any Visa to Pakistani actors, Film Association and Media Fraternity." It added, "Entire Film fraternity is proud of Indian Air Force, Government of India for displaying such a courageous and responsible retaliation in Pakistan Occupied Kashmir and we hope that Government of India continues to do so." The letter from the AICWA came after Pakistan announced a boycott of Indian films and 'Made in India' advertisements in the country, in response to air strikes carried out by the Indian Air Force (IAF) on Tuesday against terror camps of Jaish-e-Mohammad in Balakot killing large number of terrorists.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.