ETV Bharat / state

কাটছে ঘণ্টার পর ঘণ্টা, NRS-এ মিলছে না ডেথ সার্টিফিকেট

রোগীমৃত্যুর পর ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও NRS-এ মিলছে না ডেথ সার্টিফিকেট । অভিযোগ, কর্মবিরতি চলায় ডেথ সার্টিফিকেটে সই করছেন না ডাক্তাররা ।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার
author img

By

Published : Jun 13, 2019, 7:30 PM IST

কলকাতা, 13 জুন : পেরিয়ে গেছে প্রায় 20 ঘণ্টা । দেহ পাওয়া দূরঅস্ত, এখনও মেলেনি ডেথ সার্টিফিকেট । সদ্য মাকে হারিয়েছেন সোনারপুরের আশিস ব্যানার্জি । ঘুরছেন NRS-র সর্বত্র। কিন্তু, কোনও সুরাহা হয়নি । অভিযোগ, ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না । কর্মবিরতি চলায় ডেথ সার্টিফিকেটে সই করছেন না কেউ ।

তবে, শুধু আশিস ব্যানার্জি নন । NRS-এর আনাচে কানাচে এখন শুধু একই ছবির কোলাজ । যারা পারছেন রোগী নিয়ে পালাচ্ছেন । অভিযোগ, শুধু চিকিৎসা নয়, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও । তাই শুরু হয়েছে মৃত্যু মিছিল।

NRS
কান্নায় ভেঙে পড়েছেন মা

এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

মালদার রতুয়া থেকে মামণি ঘোষ নামে এক যুবতিকে NRS-এ নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা । দিনচারেক আগে তাঁর অস্ত্রোপচার হয় । অভিযোগ, কর্মবিরতি শুরুর পর থেকে মামণির আর চিকিৎসা হয়নি । আজ ভোর সাড়ে পাঁচটায় মৃত্যু হয় তাঁর । মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা । মামণির বাবা বিমানবাবু বলেন, "চারদিন আগে মেয়ের অস্ত্রোপচার হয়েছিল । এরপর তিনদিন ধরে ঠিক করে চিকিৎসাও হয়নি । গতকাল দুপুর 12 টার পর থেকে চিকিৎসা একেবারে বন্ধ হয়ে যায় । একটু একটু করে খারাপ হচ্ছিল মেয়েটার অবস্থা । কেউ কিছু করেনি । আজ ভোর সাড়ে পাঁচটায় চলে গেল মেয়েটা।"

ভিডিয়োয় শুনুন মৃতের বাবার বক্তব্য

এই সংক্রান্ত খবর : রাজ্যপালের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তারদের দাবিপত্র পেশ


একদিকে চলছে জুনিয়র ডাক্তারদের স্লোগান, "উই ওয়ান্ট জাস্টিস" । অন্যদিকে চলছে রোগীর পরিজনদের বিলাপ । মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পর যেন জেদ চেপে বসেছে জুনিয়র ডাক্তারদের । NRS-র আনাচ-কানাচে শোনা যাচ্ছে দেহ না নিতে পারার হাহাকার ।

এই সংক্রান্ত খবর : দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

কলকাতা, 13 জুন : পেরিয়ে গেছে প্রায় 20 ঘণ্টা । দেহ পাওয়া দূরঅস্ত, এখনও মেলেনি ডেথ সার্টিফিকেট । সদ্য মাকে হারিয়েছেন সোনারপুরের আশিস ব্যানার্জি । ঘুরছেন NRS-র সর্বত্র। কিন্তু, কোনও সুরাহা হয়নি । অভিযোগ, ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না । কর্মবিরতি চলায় ডেথ সার্টিফিকেটে সই করছেন না কেউ ।

তবে, শুধু আশিস ব্যানার্জি নন । NRS-এর আনাচে কানাচে এখন শুধু একই ছবির কোলাজ । যারা পারছেন রোগী নিয়ে পালাচ্ছেন । অভিযোগ, শুধু চিকিৎসা নয়, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও । তাই শুরু হয়েছে মৃত্যু মিছিল।

NRS
কান্নায় ভেঙে পড়েছেন মা

এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

মালদার রতুয়া থেকে মামণি ঘোষ নামে এক যুবতিকে NRS-এ নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা । দিনচারেক আগে তাঁর অস্ত্রোপচার হয় । অভিযোগ, কর্মবিরতি শুরুর পর থেকে মামণির আর চিকিৎসা হয়নি । আজ ভোর সাড়ে পাঁচটায় মৃত্যু হয় তাঁর । মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা । মামণির বাবা বিমানবাবু বলেন, "চারদিন আগে মেয়ের অস্ত্রোপচার হয়েছিল । এরপর তিনদিন ধরে ঠিক করে চিকিৎসাও হয়নি । গতকাল দুপুর 12 টার পর থেকে চিকিৎসা একেবারে বন্ধ হয়ে যায় । একটু একটু করে খারাপ হচ্ছিল মেয়েটার অবস্থা । কেউ কিছু করেনি । আজ ভোর সাড়ে পাঁচটায় চলে গেল মেয়েটা।"

ভিডিয়োয় শুনুন মৃতের বাবার বক্তব্য

এই সংক্রান্ত খবর : রাজ্যপালের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তারদের দাবিপত্র পেশ


একদিকে চলছে জুনিয়র ডাক্তারদের স্লোগান, "উই ওয়ান্ট জাস্টিস" । অন্যদিকে চলছে রোগীর পরিজনদের বিলাপ । মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পর যেন জেদ চেপে বসেছে জুনিয়র ডাক্তারদের । NRS-র আনাচ-কানাচে শোনা যাচ্ছে দেহ না নিতে পারার হাহাকার ।

এই সংক্রান্ত খবর : দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

Intro:কলকাতা, 13 জুন: মৃত্যু হয়েছে গত সন্ধ্যায়। আজ দুপুর আড়াইটা পর্যন্ত ডেট সার্টিফিকেট পায়নি পরিবার। ছাড়া হয়নি মৃতদেহ। সোনারপুরের আশিষ ব‍্যানার্জি ঘুরছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সর্বত্র। না, সুরাহা হয়নি। অভিযোগ, চিকিৎসকরা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না। কর্মবিরতি চলায় ডেথ সার্টিফিকেটে সই করছেন না কেউ। অভিযোগের ফর্দটা আরো বড়। অভিযোগ, মা মঞ্জু ব্যানার্জি বিনা চিকিৎসায় মারা গেলেন। চিকিৎসার জন্য তিনি ছুটেছিলেন চিকিৎসকদের কাছে। অভিযোগ জুটেছে শুধুই উপহাস!


Body:শুধু আশিষ বন্দোপাধ্যায় নয়। এন আর এস এর আনাচে কানাচে একই ছবির কোলাজ। যারা পারছেন রোগী নিয়ে পালাচ্ছেন। আর যারা পারছেন না তারা হাপুস নয়নে কেঁদে চলেছেন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার গুলোর অভিযোগ, মিলছে না চিকিৎসা। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। আর তাকে শুরু হয়েছে প্রায় মৃত্যুর মিছিল।

মালদা রতুয়া থেকে মামনি ঘোষকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে এসেছিলেন পরিবারের লোকজন। দিন চারেক আগে মামণির হিপে অস্ত্রোপচার হয়। অভিযোগ কর্মবিরতি শুরুর পর থেকে মামনির আর চিকিৎসা হয়নি। আজ ভোর সাড়ে পাঁচটায় মৃত্যুর কোলে ঢলে পড়ে 14 বছরের মামনি। এন আর এস এর বিখ্যাত সেই পুকুর পাড়ে বসে মা স্বপ্না হাউ হাউ করে কাঁদছিলেন। সঙ্গে চলছিল বিলাপ। “ কেন তোকে কলকাতায় নিয়ে এলাম..."।

মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা বিমানও। বলছিলেন, “ মেয়েকে হারিয়ে কোন বাবা আর ঠিক থাকতে পারে। চার দিন আগে মেয়ের অপারেশন হলো। তিন দিন ধরে ঠিক করে চিকিৎসা হয়নি। গতকাল দুপুর 12 টার পর থেকে চিকিৎসা একেবারে বন্ধ ছিল। একটু একটু করে খারাপ হচ্ছিলো মেয়েটার শরীর। কেউ কিছু করেনি। আজ ভোর সাড়ে পাঁচটায় চলে গেল মামনি।"


Conclusion:ভোর সাড়ে পাঁচটায় মৃত্যু হয়েছে মালদার মামনির। দুপুর 2 টার পরেও মেলেনি এক রত্তি মেয়েটার দেহ। ডেথ সার্টিফিকেটের মিলছে না যে ! তাই দেহ ছাড়া হয়নি। ওর বাবা বলছিলেন, “ ডেথ সার্টিফিকেট সই করছে না ডাক্তার।"

একদিকে চলছে স্লোগান। “ উই ওয়ান্ট জাস্টিস"। অন্যদিকে চলছে রোগীর পরিজনদের হাহাকার। চুম্বককে এটাই এখন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের দৃশ্য। মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর, আরো যেন জেদ চেপে বসেছে জুনিয়র ডাক্তারদের। আন্দোলন চালিয়ে গেছে তারা অনড়। আর এন আর এস এর আনাচ-কানাচ শুনছে “বিনা চিকিৎসায় মৃত্যু"র পরেও দেহ না নিতে পারার হাহাকার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.