ETV Bharat / state

শোভন কিছু নয়, মমতা সক্রিয় থাকলেই দল ঠিক থাকবে : পার্থ - মমতা সক্রিয় থাকলেই দল ঠিক থাকবে

"আমি তৃণমূল চলে গেলেও ক্ষতি হবে না । যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না, সে দিনই, সেটাই হবে বড় ক্ষতি । মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, লতা পাতা ওকে জড়িয়ে থাকবে । যাঁরা জড়িয়ে না থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন, তাঁরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না । কেউ পারেনি । সবাইকে ফিরতে হয়েছে ।" আজ এক সংবাদিক বৈঠকে একথা বললেন পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ
author img

By

Published : Aug 21, 2019, 7:28 PM IST

Updated : Aug 21, 2019, 11:15 PM IST

কলকাতা, 21 অগাস্ট : রাজনৈতিক ময়দানে এক সময়ের সহকর্মী ৷ কাজের ফাঁকে বন্ধুত্বটাও হয়েছিল বেশ ৷ তাদের দেখে মনে হত 'মমতা'-ময়ী মায়ের যেন দুই সন্তান ৷ কানন ও পার্থ ৷ বছর কয়েক আগেও ভাবেননি একে বিরোধীতে পরিণত হবেন তাঁরা ৷ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন অনেকবার ৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি ৷ 14 অগাস্ট বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ৷ সেদিনও 'বিরোধী বন্ধু' শোভনের BJP-তে যোগ নিয়ে বিশেষ কিছু মন্তব্য শোনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের গলায় ৷ তবে, তাঁর গলায় শোনা গেছিল অভিমানের সুর ৷ বলেছিলেন, "সম্পর্ক যদি জোড়া না লাগে তবে তার দায়িত্ব কার?" আজও এক সংবাদিক বৈঠকে শোভনের BJP-তে যোগ নিয়ে পার্থর গলায় শোনা গেল অভিমানের সুর ৷ বললেন, "আমি তৃণমূল চলে গেলেও ক্ষতি হবে না । যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না, সে দিনই, সেটাই হবে বড় ক্ষতি । মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, লতা পাতা ওকে জড়িয়ে থাকবে । যাঁরা জড়িয়ে না থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন, তাঁরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না । কেউ পারেনি । সবাইকে ফিরতে হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

আজ বিধানসভায় BA কমিটির বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বিশেষ এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় জালিয়ানাওয়ালাবাগের শতবর্ষ পূর্তিতে বিশেষ বক্তব্য পেশ হবে অধিবেশনে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষ্যে হবে আলোচনা । এ ছড়াও, বেশ কিছু বিল আসার কথা রয়েছে বিধানসভায় । এ বিষয়ে সাংবাদিকে বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নতুন রাজ্যপাল এসেছেন । বিলের সই পেন্ডিং রয়েছে । সই ও ছাপার অপেক্ষায় থাকা বিলগুলোকে মুক্ত করে আনতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে ।"

এর পরই এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে দলবদল করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ এর জন্য তৃণমূলের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে? এ বিষয়ে পার্থবাবু বলেন, "অন্য বিধায়কদের ক্ষেত্রে যা প্রযোজ্য শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই হবে । তাঁর জন্য আলাদা নিয়ম তৈরি হবে না । কী ব্যবস্থা হবে তা পরিষদীয় দলের বৈঠকে ঠিক হবে । পরিষদীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ক‍রেই ঠিক হবে ।"

শোভনের দল ত্যাগের ফলে তৃণমূল কোনও ক্ষতির সম্মুখীন হবে কি ? এ প্রশ্নের উত্তরে পার্থ বলেন, "অনেকদিন ধরে তৃণমূল ছেড়ে চলে গেছিলেন শোভন । অর্থাৎ তাঁকে দলের সক্রিয় ভূমিকায় দেখা যেত না । আমি চাই ও সুস্থ থাকুক । যেমনটা দেখলাম । কথা বার্তার মধ্যে যথেষ্ট সপ্রতিভ ছিল ।"

কলকাতা, 21 অগাস্ট : রাজনৈতিক ময়দানে এক সময়ের সহকর্মী ৷ কাজের ফাঁকে বন্ধুত্বটাও হয়েছিল বেশ ৷ তাদের দেখে মনে হত 'মমতা'-ময়ী মায়ের যেন দুই সন্তান ৷ কানন ও পার্থ ৷ বছর কয়েক আগেও ভাবেননি একে বিরোধীতে পরিণত হবেন তাঁরা ৷ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন অনেকবার ৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি ৷ 14 অগাস্ট বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ৷ সেদিনও 'বিরোধী বন্ধু' শোভনের BJP-তে যোগ নিয়ে বিশেষ কিছু মন্তব্য শোনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের গলায় ৷ তবে, তাঁর গলায় শোনা গেছিল অভিমানের সুর ৷ বলেছিলেন, "সম্পর্ক যদি জোড়া না লাগে তবে তার দায়িত্ব কার?" আজও এক সংবাদিক বৈঠকে শোভনের BJP-তে যোগ নিয়ে পার্থর গলায় শোনা গেল অভিমানের সুর ৷ বললেন, "আমি তৃণমূল চলে গেলেও ক্ষতি হবে না । যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না, সে দিনই, সেটাই হবে বড় ক্ষতি । মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, লতা পাতা ওকে জড়িয়ে থাকবে । যাঁরা জড়িয়ে না থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন, তাঁরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না । কেউ পারেনি । সবাইকে ফিরতে হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

আজ বিধানসভায় BA কমিটির বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বিশেষ এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় জালিয়ানাওয়ালাবাগের শতবর্ষ পূর্তিতে বিশেষ বক্তব্য পেশ হবে অধিবেশনে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষ্যে হবে আলোচনা । এ ছড়াও, বেশ কিছু বিল আসার কথা রয়েছে বিধানসভায় । এ বিষয়ে সাংবাদিকে বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নতুন রাজ্যপাল এসেছেন । বিলের সই পেন্ডিং রয়েছে । সই ও ছাপার অপেক্ষায় থাকা বিলগুলোকে মুক্ত করে আনতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে ।"

এর পরই এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে দলবদল করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ এর জন্য তৃণমূলের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে? এ বিষয়ে পার্থবাবু বলেন, "অন্য বিধায়কদের ক্ষেত্রে যা প্রযোজ্য শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই হবে । তাঁর জন্য আলাদা নিয়ম তৈরি হবে না । কী ব্যবস্থা হবে তা পরিষদীয় দলের বৈঠকে ঠিক হবে । পরিষদীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ক‍রেই ঠিক হবে ।"

শোভনের দল ত্যাগের ফলে তৃণমূল কোনও ক্ষতির সম্মুখীন হবে কি ? এ প্রশ্নের উত্তরে পার্থ বলেন, "অনেকদিন ধরে তৃণমূল ছেড়ে চলে গেছিলেন শোভন । অর্থাৎ তাঁকে দলের সক্রিয় ভূমিকায় দেখা যেত না । আমি চাই ও সুস্থ থাকুক । যেমনটা দেখলাম । কথা বার্তার মধ্যে যথেষ্ট সপ্রতিভ ছিল ।"

Intro:

কলকাতা, ২১ অগাস্ট : 'আমি চলে গেলেও ক্ষতি হবে না । যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না সেদিন বড় ক্ষতি।' আজ বিধানসভায় নিজের ঘরে বসে শোভন চট্টোপাধ্যায়ের দল ছাড়া প্রসঙ্গে একথা বললেন পার্থ চট্টোপাধ্যায়।


Body:

আজ বিধানসভায় বি এ কমিটির বৈঠক হয় । বিশেষ এই বৈঠকে সর্বসন্মত ভাবে সিদ্ধান্ত হয় জালিয়ানা ওয়ালাবাগের ১০০ বছর পূর্তি র বক্তব‍্য পেশ হবে অধিবেশনে । ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষে হবে আলোচনা। এছড়াও বেশ কিছু বিল আসার কথা রয়েছে বিধানসভায়। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, নতুন রাজ‍্যপাল এসেছেন। বিলের সই পেন্ডিং রয়েছে। সই ও ছাপার অপেক্ষায় থাকা বিলগুলোকে মুক্ত করে আনতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে । অন‍্যদিকে, বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের দল বদল করার কারণে তার বিরুদ্ধে কোনও ব‍্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্ন ওঠে।এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'অন‍্য বিধায়কদের ক্ষেত্রে যা প্রযোজ্য শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই হবে। তার জন‍্য আলাদা নিয়ম তৈরি হবে না। কী ব‍্যবস্থা হবে তা পরিষদীয় দলের বৈঠকে ঠিক হবে। পরিষদীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ক‍রেই ঠিক হবে।' তবে শোভনের দল ত‍্যাগের ফলে তৃণমূল কোনও ক্ষতির সম্মুখীন হবে কিনা ? সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পার্থ। এ প্রসঙ্গে তার বক্তব্য, 'অনেকদিন ধরে তিনি চলে গেছেন। মানে নিস্ক্রিয় আছেন । আমি চলে গেলেও ক্ষতি হবে না। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না সেটাই বড় ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, আশের পাশের লতা পাতা ওকে জড়িয়ে থাকবে। যারা জড়িয়ে না থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন, তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কেউ পারেনি। সবাইকে ফিরতে হয়েছে। ও সুস্থ থাকুক চাই। যেমনটা দেখলাম। কথা বার্তার মধ্যে যথেষ্ট সপ্রতিভ ছিল ।'


Conclusion:
Last Updated : Aug 21, 2019, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.