কলকাতা, 21 জুলাই: কথায় বলে, মানুষ অতীতকে মনে রাখে না। পুরনোকে ঝেড়ে ফেলে দেওয়া স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই পড়ে ! আর তাই হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গেও ৷ এক বছরের ব্যবধানে তাঁর ক্ষেত্রে বদলে গিয়েছে অনেক কিছুই ৷ 21-এর যে মঞ্চে একসময় তৃণমূলের মহাসচিবের চেয়ার সামলাতেন ঘটা করে, সেই তিনিই এখন গড়াদের পিছনে ৷ অবশ্য তার প্রভাব আদৌ কতটা পড়বে আজকের একুশে সমাবেশে তা প্রশ্নাতীত না হলেও, চূড়ান্ত প্রভাব পড়েছে একদা দলের মহাসচিবের উপরে, তা নিঃসন্দেহে বলাই যায় ৷
লোকে কার্যত ঠাট্টার সুরেই বলতেন, ফিকি এবং রাষ্ট্রসংঘ ছাড়া আরও একজন মহাসচিব আছেন ৷ আর তিনি হলেন তৃণমূলের 'হেভিওয়েট' পার্থ চট্টপাধ্য়ায় ৷ ফি বছর একুশে জুলাইয়ের সমাবেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন দলের সেই মহাসচিব ৷ কিন্তু গত একুশের রাতের সঙ্গে এবারের মধ্যে বিস্তর ফারাক ৷ গত বারের 21 জুলাইয়ের রাত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তার একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিশেষ স্মরণীয়। কারণ এই একুশের মঞ্চে দিনভর সঞ্চালনার দায়িত্ব সামলানোর পর প্রায় গোটা রাত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর তাঁর জায়গা হয়েছে সংশোধনাগারে। আর ঠিক তার এক বছরের মাথায় সেই একুশের দিনে কী করছেন পার্থ চট্টোপাধ্যায় ?
-
On this hallowed occassion of #ShahidDibas, we bow before the valor of the 13 brave souls!
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
In a moment of profound remembrance, Shri @abhishekaitc offered heartfelt tributes to the heroes who laid down their lives for a just cause.
Their sacrifice echoes through time,… pic.twitter.com/JIdZGwlszD
">On this hallowed occassion of #ShahidDibas, we bow before the valor of the 13 brave souls!
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023
In a moment of profound remembrance, Shri @abhishekaitc offered heartfelt tributes to the heroes who laid down their lives for a just cause.
Their sacrifice echoes through time,… pic.twitter.com/JIdZGwlszDOn this hallowed occassion of #ShahidDibas, we bow before the valor of the 13 brave souls!
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023
In a moment of profound remembrance, Shri @abhishekaitc offered heartfelt tributes to the heroes who laid down their lives for a just cause.
Their sacrifice echoes through time,… pic.twitter.com/JIdZGwlszD
এক বছরে আদিগঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ৷ তৃণমূলে পার্থ-পর্ব এখন প্রায় অতীত ৷ দল তাঁর সঙ্গে সংশ্রব ত্যাগ করেছে ৷ আর তিনি সরতেই নতুন কোনও মহাসচিবও আর আসেননি দলে ৷ কিন্তু পার্থ সরে যাওয়ার পর মাঝে কী হয়েছে বা এর ফল কতটা সুদূরপ্রসারী তা নিয়ে আলোচনা বা পর্যালোচনা চালাতেই পারেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ কিন্তু এক বছরের মাথায় একুশের শহিদ দিবস উদযাপনের আগে পার্থ চট্টোপাধ্যায়কে উপেক্ষা করা কষ্টকর বলেই মনে করছে দলের একাংশ।
গত বছর 20 জুলাই শেষবার বিধানসভায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকেই সোজা চলে এসেছিলেন ভিক্টোরিয়া হাউস-এর সামনে একুশের মঞ্চে। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ পরিদর্শন করে চলে যাওয়ার পরও ওইদিন সুব্রত বক্সী-সহ দলের অন্যান্য সহকর্মীদের সঙ্গে একুশের মঞ্চেই পার্থকে দেখা গিয়েছিল অনেক রাত পর্যন্ত। এরপর 21 জুলাই বৃষ্টিতে জবজবে ভিজে দৃঢ় হাতে সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল এই পার্থ চট্টোপাধ্যায়কেই। আর সেই শেষবার। প্রকাশ্য কোনও রাজনৈতিক মঞ্চে পার্থ চট্টোপাধ্যায়কে ওই শেষবারের মতোই দেখা গিয়েছিল।
আজ শুক্রবার আরও একটা একুশে জুলাই। শহিদ দিবসের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থাকছেন প্রত্যেকেই। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সৈনিক পার্থ চট্টোপাধ্যায় এদিনের একুশের মঞ্চে অনুপস্থিত থাকছেন। গোটা সভামঞ্চ তিনি প্রত্যক্ষ করলেন সংশোধনাগারের টিভিতে। বর্তমানে তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, সেখানে বিভিন্ন সেলে লাগানো হয়েছে টিভি।
আরও পড়ুন: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও
জেল সূত্রে জানা গিয়েছে, এদিন পার্থ চট্টোপাধ্যায় একুশে জুলাই-এর তৃণমূলের মেগা ইভেন্ট এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য সবটাই শুনলেন সেই টিভিতেই। খানিকটা আবেগ এবং চোখ ছল ছল অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। এক বছর আগেও তাঁর উপস্থিতি বা তাঁর রাজনৈতিক অবস্থান ছিল চোখে পড়ার মতো। আর এক বছরের মধ্যে সেই পার্থ চট্টোপাধ্যায়ের এই অবস্থান পুরোপুরি আলাদা। এক বছরের মধ্যে এইরকম উলট পূরাণ হয়ে যাবে তা যেন কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। যেমন ভাবতে পারেননি তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিজেও।