ETV Bharat / state

Paresh Rawal: বিতর্কিত মাছ-মন্তব্যে অভিনেতা পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার - Paresh Rawal Controversial Comments

"দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কি হবে? বাঙালিদের জন্য মাছ ভাত রান্না করবেন ?" গুজরাতে বিজেপির হয়ে ভোট প্রচারে অভিনেতা পরেশ রাওয়ালের এই মন্তব্যের ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছ (Paresh Rawal Controversial Comments) ৷

Paresh Rawal
ETV Bharat
author img

By

Published : Dec 6, 2022, 8:43 PM IST

Updated : Dec 6, 2022, 9:32 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: ক্ষমা চেয়েও পার পেলেন নামাছে-ভাতে বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে অভিনেতা পরেশ রাওয়ালকে তলব করল লালবাজার (Paresh Rawal Summoned by kolkata police) ৷ আগামী 12 ডিসেম্বর দুপুর দু‘টো নাগাদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তালতলা থানায় তলব করা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে, খবর লালবাজার সূত্রে ৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সমন পরেশ রাওয়ালকে ৷

বিতর্ক বাড়তেই অভিনেতা ক্ষমা চেয়ে নিয়েছেন ইতিমধ্যেই (Paresh Rawal Apologises)। কিন্তু বিতর্ক থামেনি ৷ অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে পরেশ রাওয়াল বলেছিলেন, "গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার সস্তা হয়ে যাবে । যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তা কমে যাবে, মানুষ চাকরিও পাবেন । মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাতের মানুষ সহ্য করতে পারে, কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে তাহলে গ্যাস সিলেন্ডার দিয়ে কি হবে? বাঙালিদের জন্য মাছ ভাত রান্না করবেন ?" অভিনেতার এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত ৷ ইতিমধ্যেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে কলকাতা এবং তদসংলগ্ন এলাকার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে ।অভিযোগকারীদের মধ্যে ছিলেন মহম্মদ সেলিমও ৷

আরও পড়ুন: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

এ বিষয়ে অভিনেতা পরেশ রাওয়াল কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, সে ব্যাপারে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আসরে নেমেছে তৃণমূল ৷ শাসকদলের প্রধান দেবাংশু এ নিয়ে বিজেপি নেতাদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন ৷ উল্লেখ্য, মোরবি সেতু বিপর্যয় ইস্যুতে কার একটি টুইটকে হাতিয়ার করে মঙ্গলবার তৃণমূলের জাতীয় মুখপাত্র গোখেলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷তারই পালটা পরেশকে লালবাজারে তলব ? চর্চা রাজনৈতিক মহলে ।

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহ: সেলিম । কারণ, তাঁর করা অভিযোগের ভিত্তিতেই বলিউড অভিনেতা তথা বিজেপি'র প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালকে তলব করেছে কলকাতা পুলিশ । এই প্রসঙ্গেই মহ: সেলিম বলেন, "ধন্যবাদ জানাই তালতলা থানা ও কলকাতা পুলিশকে, পরেশ রাওয়ালকে তলব করার জন্য । আমার করা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য । আমি অনেকগুলি ধারায় মামলা করেছিলাম । যার অধিকাংশই জামিন অযোগ্য । তার মধ্যে কয়েকটি ধারা বাদ দিয়ে কলকাতা পুলিশ মামলা করেছে । আমি বলেছিলাম পদক্ষেপ না-করলে কোর্টের দরজা খোলা আছে ।"

কলকাতা, 6 ডিসেম্বর: ক্ষমা চেয়েও পার পেলেন নামাছে-ভাতে বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে অভিনেতা পরেশ রাওয়ালকে তলব করল লালবাজার (Paresh Rawal Summoned by kolkata police) ৷ আগামী 12 ডিসেম্বর দুপুর দু‘টো নাগাদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তালতলা থানায় তলব করা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে, খবর লালবাজার সূত্রে ৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সমন পরেশ রাওয়ালকে ৷

বিতর্ক বাড়তেই অভিনেতা ক্ষমা চেয়ে নিয়েছেন ইতিমধ্যেই (Paresh Rawal Apologises)। কিন্তু বিতর্ক থামেনি ৷ অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে পরেশ রাওয়াল বলেছিলেন, "গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার সস্তা হয়ে যাবে । যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তা কমে যাবে, মানুষ চাকরিও পাবেন । মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাতের মানুষ সহ্য করতে পারে, কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে তাহলে গ্যাস সিলেন্ডার দিয়ে কি হবে? বাঙালিদের জন্য মাছ ভাত রান্না করবেন ?" অভিনেতার এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত ৷ ইতিমধ্যেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে কলকাতা এবং তদসংলগ্ন এলাকার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে ।অভিযোগকারীদের মধ্যে ছিলেন মহম্মদ সেলিমও ৷

আরও পড়ুন: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

এ বিষয়ে অভিনেতা পরেশ রাওয়াল কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, সে ব্যাপারে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আসরে নেমেছে তৃণমূল ৷ শাসকদলের প্রধান দেবাংশু এ নিয়ে বিজেপি নেতাদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন ৷ উল্লেখ্য, মোরবি সেতু বিপর্যয় ইস্যুতে কার একটি টুইটকে হাতিয়ার করে মঙ্গলবার তৃণমূলের জাতীয় মুখপাত্র গোখেলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷তারই পালটা পরেশকে লালবাজারে তলব ? চর্চা রাজনৈতিক মহলে ।

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহ: সেলিম । কারণ, তাঁর করা অভিযোগের ভিত্তিতেই বলিউড অভিনেতা তথা বিজেপি'র প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালকে তলব করেছে কলকাতা পুলিশ । এই প্রসঙ্গেই মহ: সেলিম বলেন, "ধন্যবাদ জানাই তালতলা থানা ও কলকাতা পুলিশকে, পরেশ রাওয়ালকে তলব করার জন্য । আমার করা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য । আমি অনেকগুলি ধারায় মামলা করেছিলাম । যার অধিকাংশই জামিন অযোগ্য । তার মধ্যে কয়েকটি ধারা বাদ দিয়ে কলকাতা পুলিশ মামলা করেছে । আমি বলেছিলাম পদক্ষেপ না-করলে কোর্টের দরজা খোলা আছে ।"

Last Updated : Dec 6, 2022, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.