কলকাতা, 6 ডিসেম্বর: ক্ষমা চেয়েও পার পেলেন না ৷ মাছে-ভাতে বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে অভিনেতা পরেশ রাওয়ালকে তলব করল লালবাজার (Paresh Rawal Summoned by kolkata police) ৷ আগামী 12 ডিসেম্বর দুপুর দু‘টো নাগাদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তালতলা থানায় তলব করা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে, খবর লালবাজার সূত্রে ৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সমন পরেশ রাওয়ালকে ৷
বিতর্ক বাড়তেই অভিনেতা ক্ষমা চেয়ে নিয়েছেন ইতিমধ্যেই (Paresh Rawal Apologises)। কিন্তু বিতর্ক থামেনি ৷ অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে পরেশ রাওয়াল বলেছিলেন, "গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার সস্তা হয়ে যাবে । যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তা কমে যাবে, মানুষ চাকরিও পাবেন । মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাতের মানুষ সহ্য করতে পারে, কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে তাহলে গ্যাস সিলেন্ডার দিয়ে কি হবে? বাঙালিদের জন্য মাছ ভাত রান্না করবেন ?" অভিনেতার এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত ৷ ইতিমধ্যেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে কলকাতা এবং তদসংলগ্ন এলাকার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে ।অভিযোগকারীদের মধ্যে ছিলেন মহম্মদ সেলিমও ৷
আরও পড়ুন: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল
এ বিষয়ে অভিনেতা পরেশ রাওয়াল কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, সে ব্যাপারে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আসরে নেমেছে তৃণমূল ৷ শাসকদলের প্রধান দেবাংশু এ নিয়ে বিজেপি নেতাদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন ৷ উল্লেখ্য, মোরবি সেতু বিপর্যয় ইস্যুতে কার একটি টুইটকে হাতিয়ার করে মঙ্গলবার তৃণমূলের জাতীয় মুখপাত্র গোখেলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷তারই পালটা পরেশকে লালবাজারে তলব ? চর্চা রাজনৈতিক মহলে ।
অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহ: সেলিম । কারণ, তাঁর করা অভিযোগের ভিত্তিতেই বলিউড অভিনেতা তথা বিজেপি'র প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালকে তলব করেছে কলকাতা পুলিশ । এই প্রসঙ্গেই মহ: সেলিম বলেন, "ধন্যবাদ জানাই তালতলা থানা ও কলকাতা পুলিশকে, পরেশ রাওয়ালকে তলব করার জন্য । আমার করা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য । আমি অনেকগুলি ধারায় মামলা করেছিলাম । যার অধিকাংশই জামিন অযোগ্য । তার মধ্যে কয়েকটি ধারা বাদ দিয়ে কলকাতা পুলিশ মামলা করেছে । আমি বলেছিলাম পদক্ষেপ না-করলে কোর্টের দরজা খোলা আছে ।"