ETV Bharat / state

Panchayat Election Result 2023: গ্রামবাংলায় সবুজ ঝড়, সবকটি জেলা পরিষদ তৃণমূলের - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। প্রত্যাশামতোই বাংলাজুড়ে দাপট দেখিয়েছে তৃণমূল। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ ফলপ্রকাশের ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 12, 2023, 7:56 AM IST

Updated : Jul 12, 2023, 9:58 PM IST

  • পঞ্চায়েত সমিতির মোট 9 হাজার 730টি আসনের মধ্যে ভোট হয় 9 হাজার 728টি আসনে ৷ শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এরমধ্যে তৃণমূল জিতেছে 6 হাজার 667টি আসনে, তারা এগিয়ে রয়েছে 184টি আসনে ৷ বিজেপি জিতেছে 990 টি আসনে, তারা এগিয়ে 48টি আসনে ৷ সিপিএম জিতেছে 182টি আসনে, এগিয়ে 13টি আসনে ৷ কংগ্রেস জিতেছে 267টি আসনে, এগিয়ে 6 আসনে ৷ অন্যান্যরা জয়ী 132টি আসনে, এগিয়ে 2টি আসনে ৷ নির্দলদের দখলে 147টি আসন, এগিয়ে 8 আসনে ৷ অমীমাংসিত ফল 9 আসনে ৷
  • রাজ্যে জেলা পরিষদের মোট আসন সংখ্যা 928টি ৷ কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী এরমধ্যে তৃণমূল জয়ী হয়েছে 685টি আসনে, তারা এগিয়ে 144টি আসনে ৷ বিজেপি জিতেছে 21টি আসন, এগিয়ে 6 আসনে ৷ সিপিএম 2টি আসনে জিতেছে ৷ কংগ্রেসের দখলে গিয়েছে 6টি আসন, তারা এগিয়ে 5 আসনে ৷ নির্দল প্রার্থী এগিয়ে 1 আসনে ৷
  • বীরভূম জেলা পরিষদ তৃণমূলের দখলে। 52টি আসনের মধ্যে 51টি তে জয়ী তৃণমূল । 1টি আসনে জয়ী কংগ্রেস।
  • বীরভূমে 19টি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল । দাুপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না থাকায় বীরভূমে তৃণমূলের ফল কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছিল ।
  • বারাসতে গণনা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও তাঁর ভাই।কাঠগড়ায় শাসকদল। আহতদের চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক ।
  • ভাঙড়ে মঙ্গলবার গভীর রাতে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের খবর মিলেছে। প্রাণ গিয়েছে 2 আইএসএফ কর্মীর । মৃত্যু হয়েছে আরও একজনের।
  • পঞ্চায়েত নির্বাচনে মালদার গ্রাম থেকে নিশ্চিহ্ন লাল ৷ ভোটের ফলে আশা দেখছে হাত শিবির ৷
  • হুগলির 53টি জেলা পরিষদের আসনের মধ্যে তৃণমূল জিতেছে 51টি আসনে। বাকি 2টি গিয়েছে বিজেপির দখলে ।
  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোর পর্যন্ত জেলা পরিষদের 12টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। তার মধ্যে 12টি জিতেছে তৃণমূল।
  • সকাল 6টা পর্যন্ত মোট 9730টি পঞ্চায়েত সমিতির মধ্যে 7154টির ফলাফল ঘোষিত হয়েছে। তৃণমূল পেয়েছে 5998টি আসন । বিজেপি 706,বাম 142, কংগ্রেস 143 এবং অন্যরা 265টি আসন পেয়েছে।
  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল 6টা পর্যন্ত মোট 63229টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফল ঘোষণা হয়েছে 59637 টি আসনের । এর মধ্যে তৃমমূল পেয়েছে 42097 টি। পাশাপাশি বিজেপি 9223টি, বাম 3021, কংগ্রেস 2403 এবং অন্যরা 2866টি আসনে জয় লাভ করেছে।
  • মালদার 43টি জেলা পরিষদের আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে 26টি আসন । বিজেপি পেয়েছে 2টি আসন । আর কংগ্রেসের দখলে গিয়েছে 4টি আসন ।
  • প্রার্থী হেরে যাওয়ার পরও আবার নতুন করে ভোট গুনে জেতানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
  • জলপাইগুড়ি জোলা পরিষদ একক ভাবে দখল করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি জেলায় 9টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের ঝুলিতে এল। পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল জয় পেলেও শক্তি বাড়ালো বিজেপি। তাদের গ্রামপঞ্চায়েতের আসন সংখ্যা বাড়ল ।
  • চা বলয়ে থাবা বসালো তৃণমূল কংগ্রেস। এতদিন চা বলয়ে বিজেপির আধিপত্য ছিল । আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার চা বলয়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার ।
  • সিঙ্গুর পঞ্চায়েত সমিতির 48টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে 1টি আসন। বাকিগুলিতে জিতেছে তৃণমূল। পাশাপাশি এই এলাকায় জেলাপরিষদের 3টি আসনই তৃণমূলের দখলে গিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা এখনও চলছে ৷ তবে রাতে গণনা শেষে পঞ্চায়েতের ফলাফলে জানা গিয়েছে, রাজ্যে তৃণমূলই এগিয়ে রয়েছে ৷ এ নিয়ে টুইট করে সাবইকে শুভেচ্ছা জানান স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, গণনাকে কেন্দ্র করে রাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায় ৷
মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গণনাকেন্দ্রের বাইরে ধরনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, শাসকদল তৃণমূল গণনা প্রভাবিত করছে ৷ সুকান্তর দাবি, বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হলেও ফলাফলে কারচুপি করছে তৃণমূল শিবির ৷ এমনকী বিডিও-র বিরুদ্ধেও তিনি পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলেন ৷

এদিকে, উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ও ৷ পঞ্চায়েত নির্বাচনে ভোটচুরির অভিযোগ ওঠে এখানে ৷ তাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তৃণমূল ও আইএসএফকর্মীদের ৷ গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান ৷ রাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠে আইএসএফ-এর বিরুদ্ধে ৷ দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে ৷ পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় ৷

  • পঞ্চায়েত সমিতির মোট 9 হাজার 730টি আসনের মধ্যে ভোট হয় 9 হাজার 728টি আসনে ৷ শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এরমধ্যে তৃণমূল জিতেছে 6 হাজার 667টি আসনে, তারা এগিয়ে রয়েছে 184টি আসনে ৷ বিজেপি জিতেছে 990 টি আসনে, তারা এগিয়ে 48টি আসনে ৷ সিপিএম জিতেছে 182টি আসনে, এগিয়ে 13টি আসনে ৷ কংগ্রেস জিতেছে 267টি আসনে, এগিয়ে 6 আসনে ৷ অন্যান্যরা জয়ী 132টি আসনে, এগিয়ে 2টি আসনে ৷ নির্দলদের দখলে 147টি আসন, এগিয়ে 8 আসনে ৷ অমীমাংসিত ফল 9 আসনে ৷
  • রাজ্যে জেলা পরিষদের মোট আসন সংখ্যা 928টি ৷ কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী এরমধ্যে তৃণমূল জয়ী হয়েছে 685টি আসনে, তারা এগিয়ে 144টি আসনে ৷ বিজেপি জিতেছে 21টি আসন, এগিয়ে 6 আসনে ৷ সিপিএম 2টি আসনে জিতেছে ৷ কংগ্রেসের দখলে গিয়েছে 6টি আসন, তারা এগিয়ে 5 আসনে ৷ নির্দল প্রার্থী এগিয়ে 1 আসনে ৷
  • বীরভূম জেলা পরিষদ তৃণমূলের দখলে। 52টি আসনের মধ্যে 51টি তে জয়ী তৃণমূল । 1টি আসনে জয়ী কংগ্রেস।
  • বীরভূমে 19টি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল । দাুপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না থাকায় বীরভূমে তৃণমূলের ফল কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছিল ।
  • বারাসতে গণনা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও তাঁর ভাই।কাঠগড়ায় শাসকদল। আহতদের চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক ।
  • ভাঙড়ে মঙ্গলবার গভীর রাতে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের খবর মিলেছে। প্রাণ গিয়েছে 2 আইএসএফ কর্মীর । মৃত্যু হয়েছে আরও একজনের।
  • পঞ্চায়েত নির্বাচনে মালদার গ্রাম থেকে নিশ্চিহ্ন লাল ৷ ভোটের ফলে আশা দেখছে হাত শিবির ৷
  • হুগলির 53টি জেলা পরিষদের আসনের মধ্যে তৃণমূল জিতেছে 51টি আসনে। বাকি 2টি গিয়েছে বিজেপির দখলে ।
  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোর পর্যন্ত জেলা পরিষদের 12টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। তার মধ্যে 12টি জিতেছে তৃণমূল।
  • সকাল 6টা পর্যন্ত মোট 9730টি পঞ্চায়েত সমিতির মধ্যে 7154টির ফলাফল ঘোষিত হয়েছে। তৃণমূল পেয়েছে 5998টি আসন । বিজেপি 706,বাম 142, কংগ্রেস 143 এবং অন্যরা 265টি আসন পেয়েছে।
  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল 6টা পর্যন্ত মোট 63229টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফল ঘোষণা হয়েছে 59637 টি আসনের । এর মধ্যে তৃমমূল পেয়েছে 42097 টি। পাশাপাশি বিজেপি 9223টি, বাম 3021, কংগ্রেস 2403 এবং অন্যরা 2866টি আসনে জয় লাভ করেছে।
  • মালদার 43টি জেলা পরিষদের আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে 26টি আসন । বিজেপি পেয়েছে 2টি আসন । আর কংগ্রেসের দখলে গিয়েছে 4টি আসন ।
  • প্রার্থী হেরে যাওয়ার পরও আবার নতুন করে ভোট গুনে জেতানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
  • জলপাইগুড়ি জোলা পরিষদ একক ভাবে দখল করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি জেলায় 9টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের ঝুলিতে এল। পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল জয় পেলেও শক্তি বাড়ালো বিজেপি। তাদের গ্রামপঞ্চায়েতের আসন সংখ্যা বাড়ল ।
  • চা বলয়ে থাবা বসালো তৃণমূল কংগ্রেস। এতদিন চা বলয়ে বিজেপির আধিপত্য ছিল । আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার চা বলয়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার ।
  • সিঙ্গুর পঞ্চায়েত সমিতির 48টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে 1টি আসন। বাকিগুলিতে জিতেছে তৃণমূল। পাশাপাশি এই এলাকায় জেলাপরিষদের 3টি আসনই তৃণমূলের দখলে গিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা এখনও চলছে ৷ তবে রাতে গণনা শেষে পঞ্চায়েতের ফলাফলে জানা গিয়েছে, রাজ্যে তৃণমূলই এগিয়ে রয়েছে ৷ এ নিয়ে টুইট করে সাবইকে শুভেচ্ছা জানান স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, গণনাকে কেন্দ্র করে রাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায় ৷
মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গণনাকেন্দ্রের বাইরে ধরনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, শাসকদল তৃণমূল গণনা প্রভাবিত করছে ৷ সুকান্তর দাবি, বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হলেও ফলাফলে কারচুপি করছে তৃণমূল শিবির ৷ এমনকী বিডিও-র বিরুদ্ধেও তিনি পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলেন ৷

এদিকে, উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ও ৷ পঞ্চায়েত নির্বাচনে ভোটচুরির অভিযোগ ওঠে এখানে ৷ তাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তৃণমূল ও আইএসএফকর্মীদের ৷ গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান ৷ রাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠে আইএসএফ-এর বিরুদ্ধে ৷ দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে ৷ পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় ৷

Last Updated : Jul 12, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.