ETV Bharat / state

Bengal BJP Meeting : বিজেপির সাংগঠনিক বৈঠক নাকি বিয়েবাড়ি ! এলাহি খাবারের আয়োজনে কটাক্ষ বিক্ষুব্ধদের

দলের সাংগঠনিক বৈঠক তো নয় যেন বিয়েবাড়ি ৷ মেনু দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন দলের কর্মীরাই ৷ ভোটে হেরে এসব না করে আত্মসমালোচনা করুক দল ৷ বলছেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা (Meeting of Bengal BJP) ৷

Bengal BJP Meeting
সাংগঠনিক বৈঠকে এলাহি ভুড়িভোজ
author img

By

Published : Mar 6, 2022, 8:21 AM IST

Updated : Mar 6, 2022, 8:57 AM IST

কলকাতা, 6 মার্চ : ফ্রায়েড রাইস, ডাল, এঁচোড়ের তরকারি, কাতলা মাছ, চাটনি, পাঁপড় । না, কোনও বিয়ে বাড়ির মেনু নয় ৷ এটা বিজেপির সাংগঠনিক বৈঠক উপলক্ষে খাওয়া দাওয়া । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দলের বিক্ষুব্ধ নেতারা ৷ তাঁদের প্রশ্ন, 108 পৌরসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কোন মুখে এমন এলাহি ভুরিভোজের আয়োজন (Bengal BJP Organisational Meeting) ৷

বিজেপির অধিকাংশ কর্মসূচিতেই নাকি নিরামিষ খাওয়া দাওয়া হয় । কিন্ত এবারের সাংগঠনিক বৈঠকে মাছ ও এলাহি ভুরিভোজের আয়োজন দেখে চমকে গিয়েছেন স্বয়ং দলের কর্মী-সমর্থকরাই । তবে বিজেপির অন্দরের খবর, রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই দলের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল । তাদের এই ক্ষোভ প্রশমিত করতেই নাকি খাওয়া দাওয়ার এমন আয়োজন ৷ মাছ-ভাতে বাঙালি কর্মী সমর্থকদের মন পেতেই নাকি মেনুতে বদল এনেছে রাজ্য বিজেপি ৷ তবে শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে কি দলের অভ্যন্তরীণ কোন্দল মুছে ফেলা সম্ভব ? এরকমই একাধিক প্রশ্ন উঠে আসছে ৷

তবে এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এটা নতুন কিছু নয় । এর আগেও মেনুতে মাছের পদ রাখা হয়েছিল । আমরা সবাই মাছ-ভাত খেতে ভালবাসি । তাই এই আয়োজন ৷"

বিজেপির সাংগঠনিক বৈঠকে এলাহি খাওয়া দাওয়ার ছবি

আরও পড়ুন : BJP Meeting : পর্যালোচনা বৈঠকে বঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা মানল রাজ্য নেতৃত্ব

কলকাতা, 6 মার্চ : ফ্রায়েড রাইস, ডাল, এঁচোড়ের তরকারি, কাতলা মাছ, চাটনি, পাঁপড় । না, কোনও বিয়ে বাড়ির মেনু নয় ৷ এটা বিজেপির সাংগঠনিক বৈঠক উপলক্ষে খাওয়া দাওয়া । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দলের বিক্ষুব্ধ নেতারা ৷ তাঁদের প্রশ্ন, 108 পৌরসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কোন মুখে এমন এলাহি ভুরিভোজের আয়োজন (Bengal BJP Organisational Meeting) ৷

বিজেপির অধিকাংশ কর্মসূচিতেই নাকি নিরামিষ খাওয়া দাওয়া হয় । কিন্ত এবারের সাংগঠনিক বৈঠকে মাছ ও এলাহি ভুরিভোজের আয়োজন দেখে চমকে গিয়েছেন স্বয়ং দলের কর্মী-সমর্থকরাই । তবে বিজেপির অন্দরের খবর, রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই দলের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল । তাদের এই ক্ষোভ প্রশমিত করতেই নাকি খাওয়া দাওয়ার এমন আয়োজন ৷ মাছ-ভাতে বাঙালি কর্মী সমর্থকদের মন পেতেই নাকি মেনুতে বদল এনেছে রাজ্য বিজেপি ৷ তবে শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে কি দলের অভ্যন্তরীণ কোন্দল মুছে ফেলা সম্ভব ? এরকমই একাধিক প্রশ্ন উঠে আসছে ৷

তবে এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এটা নতুন কিছু নয় । এর আগেও মেনুতে মাছের পদ রাখা হয়েছিল । আমরা সবাই মাছ-ভাত খেতে ভালবাসি । তাই এই আয়োজন ৷"

বিজেপির সাংগঠনিক বৈঠকে এলাহি খাওয়া দাওয়ার ছবি

আরও পড়ুন : BJP Meeting : পর্যালোচনা বৈঠকে বঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা মানল রাজ্য নেতৃত্ব

Last Updated : Mar 6, 2022, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.