ETV Bharat / state

Calcutta HC on Poster Case: বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার মামলায় চিহ্নিত 6 জনকে আদালতে পেশের নির্দেশ - বিচারপতি রাজা শেখর মান্থা

বিচারপতি রাজা শেখর মান্থার বিরুদ্ধে পোস্টার (Calcutta HC on Poster Case) এবং এজলাসে বিক্ষোভের মামলায় নতুন নির্দেশ 3 বিচারপতির বিশেষ বেঞ্চের ৷ পোস্টার মামলায় চিহ্নিতদের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা ৷

Calcutta HC on Poster Case ETV BHARAT
Calcutta HC on Poster Case
author img

By

Published : Mar 15, 2023, 7:20 PM IST

কলকাতা, 15 মার্চ: বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট ও এজলাসে ঢোকার দরজা আটকে বিক্ষোভের ঘটনায় তৃণমূলপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় আজ অভিযুক্ত আইনজীবীদের নাম গোপন খামে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চে জমা করার নির্দেশ দেওয়া হল ৷ বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি আইপি মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে উল্লেখ করে সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত যাঁদের নাম পাওয়া গেছে, সেগুলি গোপনীয়ভাবে আদালতে জমা করতে হবে (Justice Rajasekhar Mantha Poster Case) ৷

অন্যদিকে হাইকোর্ট চত্বরে ও বিচারপতি রাজা শেখর মান্থার বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর ঘটনা নিয়েও এদিন পুলিশকে একটি নির্দেশ দিয়েছে 3 সদস্যদের বিশেষ বেঞ্চ ৷ উল্লেখ্য, বিচারপতি রাজা শেখর মান্থার বিরুদ্ধে সেই পোস্টারে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল ৷ সেই ঘটনায় পুলিশ 6 জনের নাম আগেই জানিয়েছিল আদালতে ৷ এবার সেই 6 জনকে আগামী শুনানির দিন আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন 3 বিচারপতির বিশেষ বেঞ্চ ৷

উল্লেখ্য, হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ এবং এজলাস বয়কটের ঘটনার শুনানিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী অরুণাভ ঘোষ নিজে উপস্থিত ছিলেন ৷ গত 9 জানুয়ারির ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের নাম মুখবন্ধ খামে বেঞ্চের কাছে জমা দেওয়ার আর্জি জানান তিনি ৷ তাঁর সেই আবেদনে সম্মতি দিয়েছে, কলকাতা হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ ৷

কলকাতার পুলিশ কমিশনার আজ মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৷ 9 জানুয়ারি আইনজীবীদের করা ঝামেলার ঘটনা নিয়ে এই রিপোর্ট জমা করেছেন তিনি ৷ কিন্তু রিপোর্ট এখনই খোলা হবে না ৷ আদালত জানিয়েছে, 27 মার্চ আগামী শুনানির দিন এই রিপোর্টের খাম বিশেষ বেঞ্চ খুলবে ৷ উল্লেখ্য, গত 8 ফেব্রুয়ারি শুনানিতে পুলিশ কমিশনার একটি রিপোর্ট জমা করেছিলেন ৷ সেই রিপোর্ট নিয়ে বিশেষ বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছিল ৷ তাই কলকাতার পুলিশ কমিশনারকে ফের 15 মার্চ অর্থাৎ, আজ নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল ৷

আরও পড়ুন: বিচারপতি মান্থার ঘটনায় এখনই মন্তব্যে নারাজ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা

এমনকি 9 জানুয়ারি আদালতে ঝামেলার ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি শিভাগননম সবপক্ষকে সতর্ক করে বলেছেন, "বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার তিনটি শাখা সংগঠন যৌথভাবে বিশেষ বেঞ্চর সঙ্গে সহযোগিতা করুক ৷ তাহলে সব পক্ষের সুবিধা হবে ৷"

কলকাতা, 15 মার্চ: বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট ও এজলাসে ঢোকার দরজা আটকে বিক্ষোভের ঘটনায় তৃণমূলপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় আজ অভিযুক্ত আইনজীবীদের নাম গোপন খামে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চে জমা করার নির্দেশ দেওয়া হল ৷ বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি আইপি মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে উল্লেখ করে সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত যাঁদের নাম পাওয়া গেছে, সেগুলি গোপনীয়ভাবে আদালতে জমা করতে হবে (Justice Rajasekhar Mantha Poster Case) ৷

অন্যদিকে হাইকোর্ট চত্বরে ও বিচারপতি রাজা শেখর মান্থার বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর ঘটনা নিয়েও এদিন পুলিশকে একটি নির্দেশ দিয়েছে 3 সদস্যদের বিশেষ বেঞ্চ ৷ উল্লেখ্য, বিচারপতি রাজা শেখর মান্থার বিরুদ্ধে সেই পোস্টারে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল ৷ সেই ঘটনায় পুলিশ 6 জনের নাম আগেই জানিয়েছিল আদালতে ৷ এবার সেই 6 জনকে আগামী শুনানির দিন আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন 3 বিচারপতির বিশেষ বেঞ্চ ৷

উল্লেখ্য, হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ এবং এজলাস বয়কটের ঘটনার শুনানিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী অরুণাভ ঘোষ নিজে উপস্থিত ছিলেন ৷ গত 9 জানুয়ারির ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের নাম মুখবন্ধ খামে বেঞ্চের কাছে জমা দেওয়ার আর্জি জানান তিনি ৷ তাঁর সেই আবেদনে সম্মতি দিয়েছে, কলকাতা হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ ৷

কলকাতার পুলিশ কমিশনার আজ মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৷ 9 জানুয়ারি আইনজীবীদের করা ঝামেলার ঘটনা নিয়ে এই রিপোর্ট জমা করেছেন তিনি ৷ কিন্তু রিপোর্ট এখনই খোলা হবে না ৷ আদালত জানিয়েছে, 27 মার্চ আগামী শুনানির দিন এই রিপোর্টের খাম বিশেষ বেঞ্চ খুলবে ৷ উল্লেখ্য, গত 8 ফেব্রুয়ারি শুনানিতে পুলিশ কমিশনার একটি রিপোর্ট জমা করেছিলেন ৷ সেই রিপোর্ট নিয়ে বিশেষ বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছিল ৷ তাই কলকাতার পুলিশ কমিশনারকে ফের 15 মার্চ অর্থাৎ, আজ নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল ৷

আরও পড়ুন: বিচারপতি মান্থার ঘটনায় এখনই মন্তব্যে নারাজ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা

এমনকি 9 জানুয়ারি আদালতে ঝামেলার ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি শিভাগননম সবপক্ষকে সতর্ক করে বলেছেন, "বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার তিনটি শাখা সংগঠন যৌথভাবে বিশেষ বেঞ্চর সঙ্গে সহযোগিতা করুক ৷ তাহলে সব পক্ষের সুবিধা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.