ETV Bharat / state

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

আমরা চাইছি তিনি দু'দিনের মধ্যে পদত্যাগ করুন । না হলে আমরা এই আইন কার্যকর করার জন্য স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানাব । হুঁশিয়ারি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 14, 2021, 8:00 PM IST

Updated : Jun 14, 2021, 11:05 PM IST

কলকাতা, 14 জুন : দু'দিনের মধ্যে মুকুল রায় বিধায়ক হিসেবে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে বিধানসভার স্পিকারের কাছে আবেদন করা হবে । রাজ্যভবনে দাঁড়িয়ে এবার মুকুল রায়কে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ।

তিনি বলেন, "কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দল বদল করেছেন । আমরা চাইছি তিনি দু'দিনের মধ্যে পদত্যাগ করুন । না হলে আমরা এই আইন কার্যকর করার জন্য স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানাব । তাতে কাজ না হলে আমাদের সর্বভারতীয় নেতা ভূপেন্দ্র যাদব ও রবিশঙ্কর প্রসাদ এ বিষয়ে হস্তক্ষেপ করবেন ।"

শুভেন্দু অধিকারীর যুক্তি, গত 10 বছর ধরে এই রাজ্যে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ হয়নি । আমরা সেই আইন কার্যকর করার অনুরোধ জানিয়েছি ।
এমন 10 টি রাজ্যের উদাহরণ আছে যেখানে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়েছে । এ রাজ্যেও করার দাবি জানাব । আমরা পুরো প্রস্তুতি নিয়ে এসেছি । দরকারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

অন্যদিকে, আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে জানান, বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না । মানুষ রায় দিয়েছেন । কিন্তু প্রশাসন তার কাজ করছে না । বরং প্রশাসনিক কর্তারা আগুন নিয়ে খেলছেন । লাগাতার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে রাজ্যে । অথচ এক বারের জন্যও সেই জায়গাগুলিতে গেলেন না মুখ্যমন্ত্রী । লাগাতার হিংসা সত্ত্বেও নীরব রয়েছে প্রশাসন ।

কলকাতা, 14 জুন : দু'দিনের মধ্যে মুকুল রায় বিধায়ক হিসেবে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে বিধানসভার স্পিকারের কাছে আবেদন করা হবে । রাজ্যভবনে দাঁড়িয়ে এবার মুকুল রায়কে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ।

তিনি বলেন, "কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দল বদল করেছেন । আমরা চাইছি তিনি দু'দিনের মধ্যে পদত্যাগ করুন । না হলে আমরা এই আইন কার্যকর করার জন্য স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানাব । তাতে কাজ না হলে আমাদের সর্বভারতীয় নেতা ভূপেন্দ্র যাদব ও রবিশঙ্কর প্রসাদ এ বিষয়ে হস্তক্ষেপ করবেন ।"

শুভেন্দু অধিকারীর যুক্তি, গত 10 বছর ধরে এই রাজ্যে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ হয়নি । আমরা সেই আইন কার্যকর করার অনুরোধ জানিয়েছি ।
এমন 10 টি রাজ্যের উদাহরণ আছে যেখানে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়েছে । এ রাজ্যেও করার দাবি জানাব । আমরা পুরো প্রস্তুতি নিয়ে এসেছি । দরকারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

অন্যদিকে, আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে জানান, বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না । মানুষ রায় দিয়েছেন । কিন্তু প্রশাসন তার কাজ করছে না । বরং প্রশাসনিক কর্তারা আগুন নিয়ে খেলছেন । লাগাতার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে রাজ্যে । অথচ এক বারের জন্যও সেই জায়গাগুলিতে গেলেন না মুখ্যমন্ত্রী । লাগাতার হিংসা সত্ত্বেও নীরব রয়েছে প্রশাসন ।

Last Updated : Jun 14, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.