ETV Bharat / state

প্রবীরকে গোল উৎসর্গ করলেন ডেভিড উইলিয়ামস - এটিকে- মোহনবাগান

প্রবীর দাসের জন্মদিনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ এটিকে- মোহনবাগানের । ডেভিড উইলিয়ামসের গোল দিয়ে জিত এল সবুজ মেরুনের ঘরে । তাই ওই গোলটি যে জন্মদিনের উপহার সতীর্থকে সেকথা জানিয়ে দিয়েছেন ডেভিড ।

David Williams
ডেভিড উইলিয়ামস
author img

By

Published : Dec 22, 2020, 9:51 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : সতীর্থ প্রবীর দাসকে তাঁর জন্মদিন উপলক্ষে উপহার দিতে চেয়েছিলেন ডেভিড উইলিয়ামস । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত গোল সেই উপহার । সেকথা তিনি তাঁর প্রিয় সতীর্থকে জানিয়েও দিয়েছেন । শুধু তাই নয়,আইএসএল-এ গোল করে স্কোরারদের তালিকায় প্রথমবার নিজের নাম তুলে পরিবারের অবদানের কথাও মনে পড়ছে তাঁর । স্ত্রী, সন্তানদের নিয়মিত উৎসাহ দান, বাবা-মা এবং অন্যান্যদের শুভেচ্ছা তাঁকে ভালো খেলতে সাহায্য করেছে । তাই চলতি আইএসএল-এ প্রথম গোলটি ডেভিড উইলিয়ামস তাঁদেরও উৎসর্গ করতে চান ।

মেগা ম্যাচের দুদিন আগে সবুজ মেরুনের নম্বর নাইন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । সমর্থকদের দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে পেরে ভালো লাগছে তাঁর । দেশের অন্যতম সেরা দলের বিরুদ্ধে গোল করে স্কোরারের তালিকায় নাম তোলা যে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে সেও ব্যাপারে নিশ্চিত । পাশাপাশি এই জয় দলকে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে দেখে খুশি হয়েছেন । ডেভিড উইলিয়ামসের স্কোরিং বুট চিরকালই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে গোল করে এসেছে । গত আইএসএল-এ মেন ইন ব্লুদের বিরুদ্ধে গোল করেছিলেন । চলতি আইএসএল-এ তার ব্যতিক্রম হয়নি । বারের নিচে গুরপ্রীত সিং সান্ধুকে দেখলে বাড়তি মোটিভেশন পান বলে জানিয়েছেন । তাই ভারতীয় ফুটবলের সেরা গোলরক্ষকের হাত টপকে গোল করার তৃপ্তি ডেভিড উইলিয়ামসের গলায় ।

তবে প্রতিপক্ষ হিসেবে বেঙ্গালুরু এফসি যে কঠিন প্রতিপক্ষ সেটাও মনে করিয়ে দিয়েছেন । আপাতত গোলের খরা কেটেছে । এবার সামনের ম্যাচগুলোতে নিয়মিত গোল করতে চান । আট দিন পরে আবার ম্যাচ । ডেভিড উইলিয়ামস মাঝের দিনগুলোতে নিজেকে আরও বেশি ফিট করে তুলতে চান । গত আইএসএল-এ রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস জুটি মোট বাইশটি গোল করেছিলেন । যা তাঁদের চ্যাম্পিয়ন হওয়ার পথ খুলে দিয়েছিল । এবছর গোলের মধ্যে প্রথম ম্যাচ থেকে রয়েছেন রয় কৃষ্ণ । এবার গোলের রাস্তায় ফিরেছেন ডেভিড উইলিয়ামস । তাই আশা করছেন, "আমাদের যুগলবন্দী গতবছরের মত এবারও কার্যকরী হয়ে উঠবে ।"

কলকাতা, 22 ডিসেম্বর : সতীর্থ প্রবীর দাসকে তাঁর জন্মদিন উপলক্ষে উপহার দিতে চেয়েছিলেন ডেভিড উইলিয়ামস । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত গোল সেই উপহার । সেকথা তিনি তাঁর প্রিয় সতীর্থকে জানিয়েও দিয়েছেন । শুধু তাই নয়,আইএসএল-এ গোল করে স্কোরারদের তালিকায় প্রথমবার নিজের নাম তুলে পরিবারের অবদানের কথাও মনে পড়ছে তাঁর । স্ত্রী, সন্তানদের নিয়মিত উৎসাহ দান, বাবা-মা এবং অন্যান্যদের শুভেচ্ছা তাঁকে ভালো খেলতে সাহায্য করেছে । তাই চলতি আইএসএল-এ প্রথম গোলটি ডেভিড উইলিয়ামস তাঁদেরও উৎসর্গ করতে চান ।

মেগা ম্যাচের দুদিন আগে সবুজ মেরুনের নম্বর নাইন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । সমর্থকদের দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে পেরে ভালো লাগছে তাঁর । দেশের অন্যতম সেরা দলের বিরুদ্ধে গোল করে স্কোরারের তালিকায় নাম তোলা যে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে সেও ব্যাপারে নিশ্চিত । পাশাপাশি এই জয় দলকে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে দেখে খুশি হয়েছেন । ডেভিড উইলিয়ামসের স্কোরিং বুট চিরকালই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে গোল করে এসেছে । গত আইএসএল-এ মেন ইন ব্লুদের বিরুদ্ধে গোল করেছিলেন । চলতি আইএসএল-এ তার ব্যতিক্রম হয়নি । বারের নিচে গুরপ্রীত সিং সান্ধুকে দেখলে বাড়তি মোটিভেশন পান বলে জানিয়েছেন । তাই ভারতীয় ফুটবলের সেরা গোলরক্ষকের হাত টপকে গোল করার তৃপ্তি ডেভিড উইলিয়ামসের গলায় ।

তবে প্রতিপক্ষ হিসেবে বেঙ্গালুরু এফসি যে কঠিন প্রতিপক্ষ সেটাও মনে করিয়ে দিয়েছেন । আপাতত গোলের খরা কেটেছে । এবার সামনের ম্যাচগুলোতে নিয়মিত গোল করতে চান । আট দিন পরে আবার ম্যাচ । ডেভিড উইলিয়ামস মাঝের দিনগুলোতে নিজেকে আরও বেশি ফিট করে তুলতে চান । গত আইএসএল-এ রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস জুটি মোট বাইশটি গোল করেছিলেন । যা তাঁদের চ্যাম্পিয়ন হওয়ার পথ খুলে দিয়েছিল । এবছর গোলের মধ্যে প্রথম ম্যাচ থেকে রয়েছেন রয় কৃষ্ণ । এবার গোলের রাস্তায় ফিরেছেন ডেভিড উইলিয়ামস । তাই আশা করছেন, "আমাদের যুগলবন্দী গতবছরের মত এবারও কার্যকরী হয়ে উঠবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.