ETV Bharat / state

ইন্টেলিজেন্স বিউরোর অফিসার সেজে প্রতারণা, গ্রেপ্তার মহিলা

ইন্টেলিজেন্স বিউরোর সিনিয়র অফিসার হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন ৷ নীল বাতির গাড়িতে করে ঘুরতেন ৷ এই ছদ্মবেশ নিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চালাচ্ছিলেন মহিলা ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ৷

ধৃত মহিলা
ধৃত মহিলা
author img

By

Published : Feb 4, 2020, 2:43 PM IST

Updated : Feb 4, 2020, 3:14 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বছর 47-র মহিলা ৷ পরণে ফিটফাট পোশাক ৷ হাবেভাবে একটা গাম্ভীর্য ৷ ইন্টেলিজেন্স বিউরোর সিনিয়র অফিসার হিসেবেই পরিচিত ৷ একজন অফিসার হিসেবে যা যা থাকা দরকার, রয়েছে সবই ৷ যাদবপুর এলাকায় রয়েছে একটি বাড়ি ৷ রয়েছে নীল বাতি লাগানো একটি গাড়ি ৷ গাড়ির সামনে লালের উপর সাদা দিয়ে লেখা, "ভারত সরকার, ইন্টেলিজেন্স বিউরো" ৷

তবে, সবার ভুলটা ভাঙল সত্যব্রত বসু রায় নামে এক যুবকের থানায় অভিযোগের পর ৷ বছর তেইশের এই যুবক অভিযোগ করেন, সরকারি চাকরি দেওয়ার নামে তাঁর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে ৷ প্রতারণা করেছেন ইন্টেলিজেন্স বিউরোর সিনিয়র অফিসার ৷ টাকা ফেরত চাইলে জোটে হুমকি ৷ তারপর থেকেই শুরু হয় খোঁজ ৷ নীল বাতি লাগানোর গাড়ির নম্বরের সূত্র ধরে চলে তদন্ত ৷ খতিয়ে দেখা হয় CCTV ফুটেজও ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়েন ওই মহিলা ৷

শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ তাতেই আত্মসমর্পণ করেন ওই মহিলা ৷ জানা যায়, তাঁর নাম অচিরা যাদব ৷ বড় হয়ে ওঠা অসমের গুয়াহাটিতে ৷ স্কুল ও কলেজ পাশ করেন তিনসুকিয়া থেকে ৷ তারপর স্নাতকোত্তর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ৷ এরপর দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে 'গ্লোবাল টেররিজ়ম'-র উপর Ph.D করেন ৷ বাবা সুবোধচন্দ্র চৌধুরি ৷ অরুণাচল প্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত IFS ৷ একজন বোন আছে ৷ অঙ্কিতা সোনার ৷ বর্তমানে বিয়ে করে বেঙ্গালুরুতে থাকেন ৷

Job racket
এই গাড়িই ব্যবহার করত অচিরা যাদব

তাঁর স্বামী মহেন্দ্রপ্রসাদ যাদব 2017-তে মারা গেছেন ৷ তিনি কসবা ও হলদিয়াতে কাস্টম অফিসার হিসেবে কাজ করতেন ৷ সে সময় কাস্টম হাউজ়ের কোয়ার্টার্সে স্বামীর সঙ্গেই থাকতেন অচিরা ৷ পরে স্বামী মারা গেলে তিনি যাদবপুরে চলে আসেন ৷ তারপর থেকেই যুবক যুবতিদের চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়, প্রতারণা ৷

সত্যব্রত ছাড়া আর কতজনের সঙ্গে প্রতারণা করেছেন অচিরা, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বছর 47-র মহিলা ৷ পরণে ফিটফাট পোশাক ৷ হাবেভাবে একটা গাম্ভীর্য ৷ ইন্টেলিজেন্স বিউরোর সিনিয়র অফিসার হিসেবেই পরিচিত ৷ একজন অফিসার হিসেবে যা যা থাকা দরকার, রয়েছে সবই ৷ যাদবপুর এলাকায় রয়েছে একটি বাড়ি ৷ রয়েছে নীল বাতি লাগানো একটি গাড়ি ৷ গাড়ির সামনে লালের উপর সাদা দিয়ে লেখা, "ভারত সরকার, ইন্টেলিজেন্স বিউরো" ৷

তবে, সবার ভুলটা ভাঙল সত্যব্রত বসু রায় নামে এক যুবকের থানায় অভিযোগের পর ৷ বছর তেইশের এই যুবক অভিযোগ করেন, সরকারি চাকরি দেওয়ার নামে তাঁর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে ৷ প্রতারণা করেছেন ইন্টেলিজেন্স বিউরোর সিনিয়র অফিসার ৷ টাকা ফেরত চাইলে জোটে হুমকি ৷ তারপর থেকেই শুরু হয় খোঁজ ৷ নীল বাতি লাগানোর গাড়ির নম্বরের সূত্র ধরে চলে তদন্ত ৷ খতিয়ে দেখা হয় CCTV ফুটেজও ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়েন ওই মহিলা ৷

শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ তাতেই আত্মসমর্পণ করেন ওই মহিলা ৷ জানা যায়, তাঁর নাম অচিরা যাদব ৷ বড় হয়ে ওঠা অসমের গুয়াহাটিতে ৷ স্কুল ও কলেজ পাশ করেন তিনসুকিয়া থেকে ৷ তারপর স্নাতকোত্তর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ৷ এরপর দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে 'গ্লোবাল টেররিজ়ম'-র উপর Ph.D করেন ৷ বাবা সুবোধচন্দ্র চৌধুরি ৷ অরুণাচল প্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত IFS ৷ একজন বোন আছে ৷ অঙ্কিতা সোনার ৷ বর্তমানে বিয়ে করে বেঙ্গালুরুতে থাকেন ৷

Job racket
এই গাড়িই ব্যবহার করত অচিরা যাদব

তাঁর স্বামী মহেন্দ্রপ্রসাদ যাদব 2017-তে মারা গেছেন ৷ তিনি কসবা ও হলদিয়াতে কাস্টম অফিসার হিসেবে কাজ করতেন ৷ সে সময় কাস্টম হাউজ়ের কোয়ার্টার্সে স্বামীর সঙ্গেই থাকতেন অচিরা ৷ পরে স্বামী মারা গেলে তিনি যাদবপুরে চলে আসেন ৷ তারপর থেকেই যুবক যুবতিদের চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়, প্রতারণা ৷

সত্যব্রত ছাড়া আর কতজনের সঙ্গে প্রতারণা করেছেন অচিরা, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: নিজেকে পরিচয় দিতে ভারত সরকারের ইন্টেলিজেন্স ব‍্যুরোর সিনিয়র অফিসার হিসেবে। ঘুরত নীল বাতির গাড়িতে। চলনে বলনে ঠাটবাট। সেভাবেই চাকরি দেওয়ার নামে প্রতারণা চালাচ্ছিল এক মহিলা। নীল বাতির গাড়ি তাকে সুরক্ষা দিতে পারল না। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত।



Body:পুলিশ সূত্রে খবর, রিজেন্ট পার্ক থানা এলাকার বাঁশদ্রোনীর নিরঞ্জন পল্লীর 23 বছরের সত্যব্রত বসুরায় গত 3 জানুয়ারি অভিযোগ জানান পুলিশে। তদন্তকারীদের খুলে বলেন পুরো বিষয়টি। জানান, 5 লক্ষ টাকা সরকারি চাকরির জন্য দিয়েছেন তিনি। কিন্তু সরকারি চাকরি হয়নি। সত্যব্রত জানান, ইন্টেলিজেন্স ব্যুরোর নীল বাতি গাড়ি দেখে তিনি বিশ্বাস করেছিলেন মহিলাকে। মাঝ বয়সি ওই মহিলার নাম ওচিরা যাদব। তিনি যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, তখন ওই মহিলা তাকে নানাভাবে হুমকি দিতে থাকে । জানায় তার হাত অনেক লম্বা। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন সত্যব্রত ।তদন্তে নামে পুলিশ। বাংলা গাড়ির নম্বর এর সূত্র ধরে শুরু হয় খোঁজ। খতিয়ে দেখা হয় ওই এলাকার সিসিটিভি ফুটেজ। আর তাতেই খোঁজ মেলে মহিলার।


Conclusion:ওই মহিলা পূর্বালোকের । অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলা এইভাবে আর কত জন যুবক যুবতীকে প্রতারণার শিকার বানিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
Last Updated : Feb 4, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.