ETV Bharat / state

Suicide in Metro : নববর্ষের সকালে মেট্রোয় আত্মহত্যা

নববর্ষে ময়দান মেট্রো স্টেশনে এক যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য (Suicide in Metro) ৷

Suicide in Metro
মেট্রোয় আত্মহত্যা
author img

By

Published : Apr 15, 2022, 1:33 PM IST

Updated : Apr 15, 2022, 5:34 PM IST

কলকাতা, 15 এপ্রিল : নববর্ষে কলকাতা মেট্রো স্টেশনে আত্মহত্যা এক যুবকের (One Person Died by Suicide at Kolkata Metro on Bengali New Year) ৷ শুক্রবার দুপুর 12টা 45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ময়দান মেট্রো স্টেশনে ৷ মৃতের নাম অনির্বাণ আরডি। বাড়ি মুচিপাড়ার৷ তবে দেহ দেখে অনুমান বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে ৷ দেহ উদ্ধার করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ তবে কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি ৷

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে 45 মিনিট ৷ ডাউন লাইনে টালিগঞ্জ থেকে কবি সুভাষ, সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে ৷

কলকাতা, 15 এপ্রিল : নববর্ষে কলকাতা মেট্রো স্টেশনে আত্মহত্যা এক যুবকের (One Person Died by Suicide at Kolkata Metro on Bengali New Year) ৷ শুক্রবার দুপুর 12টা 45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ময়দান মেট্রো স্টেশনে ৷ মৃতের নাম অনির্বাণ আরডি। বাড়ি মুচিপাড়ার৷ তবে দেহ দেখে অনুমান বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে ৷ দেহ উদ্ধার করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ তবে কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি ৷

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে 45 মিনিট ৷ ডাউন লাইনে টালিগঞ্জ থেকে কবি সুভাষ, সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে ৷

আরও পড়ুন : DMRC Employee Guinness World Records : 16 ঘণ্টা ট্রেন চালিয়ে গিনেস বুকে নাম তুললেন দিল্লি মেট্রোর কর্মী

Last Updated : Apr 15, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.