কলকাতা, 9 এপ্রিল : কলকাতায় ইয়াবা চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পিন্টু ঘোষ। গতরাতে তাকে কলিন স্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে 358টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, হোটেল, ডিস্কো থেক, পার্টিতে মাদক সরবরাহের পান্ডা পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াবা মূলত মায়ানমারে তৈরি হয়। বাংলাদেশি যুবক যুবতিদের মধ্যে ওই নিষিদ্ধ মাদক বেশ জনপ্রিয়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কলকাতাতেও পার্টি ড্রাগ হিসেবে এই ট্যাবলেটের ব্যবহার শুরু হয়েছে। মূলত বাংলাদেশ সীমান্ত পার হয়ে এ রাজ্যে ইয়াবা ট্যাবলেট ঢুকছে। 3 এপ্রিল 400 ইয়াবা ট্যাবলেট-সহ এক বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার নাম তাপস আহমেদ। সে ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। কলকাতার কলিন লেলে থাকতে শুরু করেছিল। সেখান থেকেই মাদক চক্রের জাল বিস্তার করেছিল। মূলত কলকাতার হোটেলে থাকা বাংলাদেশের নাগরিকরাই টার্গেট ছিল। তাদেরই বিক্রি করা হত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট, কলিন লেন এলাকার হোটেলগুলিতে এই মাদক সরবরাহ করা হচ্ছিল।
তদন্তে পুলিশ জানতে পারে, তাপস কলকাতায় ঘাঁটি গাড়লেও মাঝে মধ্যেই বাংলাদেশে যেত। সেখান থেকে সীমান্ত থেকে মাদক নিয়ে এদেশে ঢুকত। তাপসকে জেরা করেই খোঁজ পাওয়া যায় পিন্টুর। গতরাতে পুলিশ গ্রেপ্তার করে তাকে। আজ পিন্টুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে পুরো চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু হোটেলের কর্মী। ওই হোটেলকর্মীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।