ETV Bharat / state

মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ব্যক্তি - ভুয়ো মুখ্যসচিব

শহরে ভুয়ো আইএএসের পর ভুয়ো মানবাধিকার কমিশনের মুখ্যসচিবের খোঁজ পেল পুলিশ ।

bansdroni
bansdroni
author img

By

Published : Jun 28, 2021, 11:10 PM IST

কলকাতা, 28 জুন : ভুয়ো আইএএসের পর ভুয়ো মুখ্যসচিব ! নিজেকে রাজ্য মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠেছে ৷ এক দম্পতির বিবাহবিচ্ছেদ করিয়ে দেওয়ার নাম করে দু লাখ টাকার তোলা অভিযোগ উঠেছে ওই ভুয়ো মুখ্যসচিবের বিরুদ্ধে । বাপ্পাদিত্য সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ফলে শহরে ভুয়ো আইএএসের পর ভুয়ো মানবাধিকার কমিশনের মুখ্যসচিবের খোঁজ পেল পুলিশ । ঘটনাটি বাঁশদ্রোনী থানা এলাকার । জানা গিয়েছে, বাপ্পাদিত্য সাহা নিজেকে বহুদিন ধরে রাজ্যের মানবাধিকারের মুখ্যসচিব বলে পরিচয় দিতেন । সম্প্রতি শৌভিক দেবনাথ নামে এক যুবক তাঁর বিবাহ বিচ্ছেদের জন্য মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয় দেওয়া বাপ্পাদিত্য সাহার সঙ্গে যোগাযোগ করেন । 15 দিনের মাথায় বিবাহবিচ্ছেদ করিয়ে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি শৌভিককে দেয় বাপ্পাদিত্য ৷ বিবাহ বিচ্ছেদের নামে ওই যুবকের কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন

পুলিশ জানিয়েছে, রসিদ দেখে অভিযোগকারী শৌভিক দেবনাথের সন্দেহ হয় । পাশাপাশি অভিযুক্ত বাপ্পাদিত্যের স্ত্রী শৌভিক দেবনাথকে মানবাধিকার কমিশনের নাম করে টাকা তুলে দেওয়ার কথা বলে ৷ সেই কথাতেই শৌভিকের খটকা লাগে । শৌভিক তার দেওয়া টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বচসা বেঁধে যায় ৷ টাকা ফেরত না দিয়ে উল্টে শৌভিককে হুঁশিয়ারি দেয় বাপ্পাদিত্য ৷ এরপর নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শৌভিক দেবনাথ । লিখিত অভিযোগ দায়েরের পর গ্রেফতার হয় মানবাধিকার কমিশনের ভুয়ো মুখ্যসচিব পরিচয় দেওয়া বাপ্পাদিত্য সাহা ।

কলকাতা, 28 জুন : ভুয়ো আইএএসের পর ভুয়ো মুখ্যসচিব ! নিজেকে রাজ্য মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠেছে ৷ এক দম্পতির বিবাহবিচ্ছেদ করিয়ে দেওয়ার নাম করে দু লাখ টাকার তোলা অভিযোগ উঠেছে ওই ভুয়ো মুখ্যসচিবের বিরুদ্ধে । বাপ্পাদিত্য সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ফলে শহরে ভুয়ো আইএএসের পর ভুয়ো মানবাধিকার কমিশনের মুখ্যসচিবের খোঁজ পেল পুলিশ । ঘটনাটি বাঁশদ্রোনী থানা এলাকার । জানা গিয়েছে, বাপ্পাদিত্য সাহা নিজেকে বহুদিন ধরে রাজ্যের মানবাধিকারের মুখ্যসচিব বলে পরিচয় দিতেন । সম্প্রতি শৌভিক দেবনাথ নামে এক যুবক তাঁর বিবাহ বিচ্ছেদের জন্য মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয় দেওয়া বাপ্পাদিত্য সাহার সঙ্গে যোগাযোগ করেন । 15 দিনের মাথায় বিবাহবিচ্ছেদ করিয়ে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি শৌভিককে দেয় বাপ্পাদিত্য ৷ বিবাহ বিচ্ছেদের নামে ওই যুবকের কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন

পুলিশ জানিয়েছে, রসিদ দেখে অভিযোগকারী শৌভিক দেবনাথের সন্দেহ হয় । পাশাপাশি অভিযুক্ত বাপ্পাদিত্যের স্ত্রী শৌভিক দেবনাথকে মানবাধিকার কমিশনের নাম করে টাকা তুলে দেওয়ার কথা বলে ৷ সেই কথাতেই শৌভিকের খটকা লাগে । শৌভিক তার দেওয়া টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বচসা বেঁধে যায় ৷ টাকা ফেরত না দিয়ে উল্টে শৌভিককে হুঁশিয়ারি দেয় বাপ্পাদিত্য ৷ এরপর নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শৌভিক দেবনাথ । লিখিত অভিযোগ দায়েরের পর গ্রেফতার হয় মানবাধিকার কমিশনের ভুয়ো মুখ্যসচিব পরিচয় দেওয়া বাপ্পাদিত্য সাহা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.