ETV Bharat / state

TMC Foundation Day: দলের প্রতিষ্ঠা দিবসে ইতিহাস মনে করালেন দলনেত্রী, অভিষেক দিলেন লড়াইয়ের বার্তা - অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের 25 বছর পূর্তিতে ইতিহাস মনে করালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) দিলেন লড়াইয়ের বার্তা (Mamata-Abhishek on TMC Foundation Day)৷

Mamata Abhishek ETV Bharat
মমতা অভিষেক
author img

By

Published : Jan 1, 2023, 12:53 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার 25 বছর পূর্ণ হল আজ । এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিষ্ঠা দিবসের সন্ধিক্ষণে ইতিহাসকে ফিরে দেখলেন দলনেত্রী । কী লক্ষ্য নিয়ে তাঁর দল প্রতিষ্ঠা হয়েছিল, তা তুলে ধরলেন কর্মী সমর্থকদের কাছে । আর তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে দু নম্বরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বিশেষ দিনে দলের নেতা ও কর্মীদের উদ্দেশে দিলেন লড়াইয়ের বার্তা ৷

আসলে আর পাঁচটা দল এবং তৃণমূল কংগ্রেসের গঠনগত ফারাক রয়েছে (TMC Foundation Day)। ভুলে গেলে চলবে না এই দলের প্রাণভোমরা মমতাই (Mamata-Abhishek on TMC Foundation Day)। তাই তাঁর বার্তার গুরুত্ব অপরিসীম । এ বার দেখে নেওয়া যাক ঠিক কী বলেছেন তিনি ! দল প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে তাঁর বার্তা, "এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, 1998 সালের পয়লা জানুয়ারি । এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার, দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ । দেশের সাধারণ মানুষের আবেগ আমাদের কাছে হৃদস্পন্দন সমান এবং বাংলার মানুষের ভালোবাসা আমাদের কাছে প্রাণপ্রিয় । আজ আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাই । তাঁরাই আমাদের দলের সম্পদ । আমি তাঁদের সকলকে নতমস্তকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁদের সঙ্গে নিয়ে আমাদের দল নতুন ভোরের আলো দেখেছিল । আমাদের নতুন সদস্যদের আন্তরিক শুভকামনা, যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এই মহান পথ চলার সঙ্গী হয়েছেন । আমাদের প্রধান লক্ষ্য, এই বৃহত্‍ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করা । আমরা বরাবরের মতো সাধারণ মানুষের সেবার জন্য সর্বদা উত্‍সর্গকৃত এবং তাঁদের সার্বিক মঙ্গলের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।"

আরও পড়ুন: বাইশে বিরোধীদের অত্যাচার সত্ত্বেও কীভাবে টিকে আছেন তিনি ? জানালেন অভিষেক

অন্যদিকে, প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । রবিবার তিনি তাঁর বার্তায় বলেন, "মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার জন্য আমরা বাংলা ও দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ । আমরা নতুন বছরে সমস্ত আসুরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ ।"

কলকাতা, 1 জানুয়ারি: তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার 25 বছর পূর্ণ হল আজ । এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিষ্ঠা দিবসের সন্ধিক্ষণে ইতিহাসকে ফিরে দেখলেন দলনেত্রী । কী লক্ষ্য নিয়ে তাঁর দল প্রতিষ্ঠা হয়েছিল, তা তুলে ধরলেন কর্মী সমর্থকদের কাছে । আর তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে দু নম্বরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বিশেষ দিনে দলের নেতা ও কর্মীদের উদ্দেশে দিলেন লড়াইয়ের বার্তা ৷

আসলে আর পাঁচটা দল এবং তৃণমূল কংগ্রেসের গঠনগত ফারাক রয়েছে (TMC Foundation Day)। ভুলে গেলে চলবে না এই দলের প্রাণভোমরা মমতাই (Mamata-Abhishek on TMC Foundation Day)। তাই তাঁর বার্তার গুরুত্ব অপরিসীম । এ বার দেখে নেওয়া যাক ঠিক কী বলেছেন তিনি ! দল প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে তাঁর বার্তা, "এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, 1998 সালের পয়লা জানুয়ারি । এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার, দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ । দেশের সাধারণ মানুষের আবেগ আমাদের কাছে হৃদস্পন্দন সমান এবং বাংলার মানুষের ভালোবাসা আমাদের কাছে প্রাণপ্রিয় । আজ আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাই । তাঁরাই আমাদের দলের সম্পদ । আমি তাঁদের সকলকে নতমস্তকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁদের সঙ্গে নিয়ে আমাদের দল নতুন ভোরের আলো দেখেছিল । আমাদের নতুন সদস্যদের আন্তরিক শুভকামনা, যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এই মহান পথ চলার সঙ্গী হয়েছেন । আমাদের প্রধান লক্ষ্য, এই বৃহত্‍ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করা । আমরা বরাবরের মতো সাধারণ মানুষের সেবার জন্য সর্বদা উত্‍সর্গকৃত এবং তাঁদের সার্বিক মঙ্গলের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।"

আরও পড়ুন: বাইশে বিরোধীদের অত্যাচার সত্ত্বেও কীভাবে টিকে আছেন তিনি ? জানালেন অভিষেক

অন্যদিকে, প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । রবিবার তিনি তাঁর বার্তায় বলেন, "মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার জন্য আমরা বাংলা ও দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ । আমরা নতুন বছরে সমস্ত আসুরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.