ETV Bharat / state

Nusrat Jahan: কোনও প্রতারণার সঙ্গে জড়িত নই, ফ্ল্যাট দুর্নীতি প্রসঙ্গে সাফাই নুসরতের - Nusrat Jahan speaks on corruption allegation

ফ্ল্যাট দেওয়ার নাম করে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার সত্যতা অস্বীকার করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ বুধবার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন নুসরত ৷ তিনি জানান, আইনের উপর তাঁর ভরসা আছে, কোনও অন্যায় তিনি করেননি ৷

ETV Bharat
নুসরত জাহান
author img

By

Published : Aug 2, 2023, 3:43 PM IST

Updated : Aug 2, 2023, 6:11 PM IST

নুসরত জাহানের বক্তব্য

কলকাতা, 2 অগস্ট: নিউটাউনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে 28 কোটি টাকার প্রতারণা করেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইডির কাছে এই অভিযোগ করেছেন ৷ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জবাব দিতে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নুসরত ৷ জানিয়েছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন ৷ তাঁর দাবি, যে সংস্থার কথা বলা হচ্ছে, সেই সংস্থার সঙ্গে 2017 এর মার্চ মাস পর্যন্ত যুক্ত ছিলেন তিনি ৷ সেখান থেকে তিনি 1 কোটি 16 লক্ষ টাকা তিনি ঋণ নেন ৷ পরে সুদ-সহ সেই টাকা ফেরতও দিয়ে দেন ৷

এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন নুসরত ৷ তিনি এদিন জানান, মিডিয়া ট্রায়ালের নামে তাঁকে নিয়ে ভুল খবর দেখানো হচ্ছে ৷ 2017 সালে অভিযুক্ত সংস্থা থেকে তিনি পদত্যাগ করেছেন, তার পরেও তাঁর বিরুদ্ধে কেন এই অভিযোগ আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন তিনি ৷ ওই সংস্থায় তাঁর কোনও শেয়ার ছিল না বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন: ফ্ল্যাট দেওয়ার নাম করে 28 কোটি আত্মসাৎ, প্রতারণার অভিযোগে নয়া বিতর্কে নুসরত

নুসরত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এদিন বলেন, "আমি কোনও ব্যাখ্যা দিতে আসিনি ৷ ব্যাখ্যা তারা দেয় যাদের মনে কোনও ভয় থাকে বা ময়লা থাকে ৷ আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে ৷ যে বিষয়টি আদালতের বিচারাধীন সেটা নিয়ে কথা বলা উচিত নয় ৷ আইন আইনের পথে চলুক ৷ টিভি চ্যানেলে বলা হচ্ছে ওটা আমার সংস্থা, কিন্তু সেটা ঠিক নয় ৷ যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি এখন আর তার সঙ্গে জড়িত নই ৷ 2017 সালের 1 মার্চ আমি সেখান থেকে পদত্যাগ করেছি ৷ আমি এই সংস্থা থেকে 1 কোটি 16 লক্ষ 30 হাজার 285 টাকার লোন নিয়েছিলাম ৷ 6 মে 2017 সালে আমি সুদ-সহ মোট 1 কোটি 40 লক্ষ 71 হাজার 995 টাকা আমি ফেরত দিয়ে দিই ৷ আমার কাছে ব্যাংকের তথ্য আছে ৷"

তৃণমূল সাংদের দাবি, তিনি 300 শতাংশ সৎ, দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই ৷ তবে কেন তিনি ওই সংস্থার থেকে টাকা ধার নিয়েছিলেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই এদিন তিনি সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান ৷ ফ্ল্যাট বাড়িয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে 5 লক্ষ টাকা করে তুলেছে ওই সংস্থা বলে অভিযোগ ৷ গড়িয়াহাট থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে ৷ বলা হয়েছিল 2018 সালে তাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট তুলে দেওয়া হবে ৷ কিন্তু এখনও ফ্ল্যাট হাতে পাননি প্রতারিতরা ৷

নুসরত জাহানের বক্তব্য

কলকাতা, 2 অগস্ট: নিউটাউনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে 28 কোটি টাকার প্রতারণা করেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইডির কাছে এই অভিযোগ করেছেন ৷ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জবাব দিতে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নুসরত ৷ জানিয়েছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন ৷ তাঁর দাবি, যে সংস্থার কথা বলা হচ্ছে, সেই সংস্থার সঙ্গে 2017 এর মার্চ মাস পর্যন্ত যুক্ত ছিলেন তিনি ৷ সেখান থেকে তিনি 1 কোটি 16 লক্ষ টাকা তিনি ঋণ নেন ৷ পরে সুদ-সহ সেই টাকা ফেরতও দিয়ে দেন ৷

এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন নুসরত ৷ তিনি এদিন জানান, মিডিয়া ট্রায়ালের নামে তাঁকে নিয়ে ভুল খবর দেখানো হচ্ছে ৷ 2017 সালে অভিযুক্ত সংস্থা থেকে তিনি পদত্যাগ করেছেন, তার পরেও তাঁর বিরুদ্ধে কেন এই অভিযোগ আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন তিনি ৷ ওই সংস্থায় তাঁর কোনও শেয়ার ছিল না বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন: ফ্ল্যাট দেওয়ার নাম করে 28 কোটি আত্মসাৎ, প্রতারণার অভিযোগে নয়া বিতর্কে নুসরত

নুসরত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এদিন বলেন, "আমি কোনও ব্যাখ্যা দিতে আসিনি ৷ ব্যাখ্যা তারা দেয় যাদের মনে কোনও ভয় থাকে বা ময়লা থাকে ৷ আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে ৷ যে বিষয়টি আদালতের বিচারাধীন সেটা নিয়ে কথা বলা উচিত নয় ৷ আইন আইনের পথে চলুক ৷ টিভি চ্যানেলে বলা হচ্ছে ওটা আমার সংস্থা, কিন্তু সেটা ঠিক নয় ৷ যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি এখন আর তার সঙ্গে জড়িত নই ৷ 2017 সালের 1 মার্চ আমি সেখান থেকে পদত্যাগ করেছি ৷ আমি এই সংস্থা থেকে 1 কোটি 16 লক্ষ 30 হাজার 285 টাকার লোন নিয়েছিলাম ৷ 6 মে 2017 সালে আমি সুদ-সহ মোট 1 কোটি 40 লক্ষ 71 হাজার 995 টাকা আমি ফেরত দিয়ে দিই ৷ আমার কাছে ব্যাংকের তথ্য আছে ৷"

তৃণমূল সাংদের দাবি, তিনি 300 শতাংশ সৎ, দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই ৷ তবে কেন তিনি ওই সংস্থার থেকে টাকা ধার নিয়েছিলেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই এদিন তিনি সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান ৷ ফ্ল্যাট বাড়িয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে 5 লক্ষ টাকা করে তুলেছে ওই সংস্থা বলে অভিযোগ ৷ গড়িয়াহাট থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে ৷ বলা হয়েছিল 2018 সালে তাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট তুলে দেওয়া হবে ৷ কিন্তু এখনও ফ্ল্যাট হাতে পাননি প্রতারিতরা ৷

Last Updated : Aug 2, 2023, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.