কলকাতা, 24 এপ্রিল : রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই এবার রাজ্যপালকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । লেখেন, "এই প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনা করা বা তাঁর দেওয়া অ্যাসাইনমেন্ট করার সময় আমাদের কাছে নেই । তাই দয়া করে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে লকডাউনে রাখা হোক ।"
গতকালই রাজ্যপালকে পাঁচ পাতার চিঠি পাঠান মুখ্যমন্ত্রী । মনে করিয়ে দিয়েছেন যে তিনি মনোনীত রাজ্যপাল । লিখেছেন, ‘‘আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমি দেশের একটি গর্বিত রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ৷ আপনি এও ভুলে গিয়েছেন যে আপনি একজন মনোনীত রাজ্যপাল ৷’’ এরপর পালটা দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । পাঁচ পাতার জবাবে গতকাল তিন পাতার চিঠি পাঠান তিনি । বলেন, মুখ্যমন্ত্রীকে প্রাথমিক উত্তর দিয়েছেন । এরপর চূড়ান্ত উত্তর দেবেন । তিন পাতার চিঠির ছত্রে ছত্রে তাঁর সাংবিধানিক অধিকারের বিষয়টি উল্লেখ করেন রাজ্যপাল । আজ ফের 14 পাতার চিঠি দেন ৷ সেই চিঠিতে রাজ্যপালের অভিযোগ, কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে ৷
আজ সেই ইশুতেই টুইটারে মহুয়া মৈত্র লেখেন, "এই মুহূর্তে আমরা একটি প্যানডেমিক পরিস্থিতির সঙ্গে লড়ছি । তাই এখন রাজভবনকে খুশি করতে কিংবা রাজ্যপালের দেওয়া অ্যাসাইনমেন্ট করার জন্য কারও কাছে সময় নেই।" পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাঁর অনুরোধ, "মোদি ও শাহ আমাদের একটি উপকার করুন । এই ভদ্রলোককে দিল্লি নিয়ে যান ও লকডাউনে রাখুন।"