ETV Bharat / state

ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভায় থাকবে না BJP-র পতাকা - public meeting

BJP সূত্রে খবর, ঠাকুরনগরে আগামীকাল প্রধানমন্ত্রীর জনসভায় BJP-র দলীয় পতাকা ব্যবহার করা যাবে না।

BJP flag
author img

By

Published : Feb 1, 2019, 3:34 PM IST

কলকাতা, ১ ফেব্রুয়ারি : ঠাকুরনগরে আগামীকাল প্রধানমন্ত্রীর জনসভায় BJP-র দলীয় পতাকা ব্যবহার করা যাবে না। এইরকম নির্দেশ জারি করা হয়েছে বলে BJP সূত্রে খবর। কারণ প্রধানমন্ত্রী মতুয়াদের আমন্ত্রণে সভা করতে আসছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি শান্তুনু ঠাকুর এই সভার মূল উদ্যোক্তা। BJP সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা সংলগ্ন জেলা দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি ও বর্ধমান ও কলকাতার দলের জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের এই বিষয়ে লিখিত নির্দেশও পাঠানো হয়েছে। এই সভার কাজকর্ম দেখার দায়িত্বে দেওয়া হয়েছে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে।

BJP সূত্রে খবর, মতুয়া সম্প্রদায় মেয়েদের পড়াশোনার জন্য নদিয়া জেলায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েরও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

গতকাল ঘটনাস্থানে গিয়েছিলেন রাজ্য BJP-র নেতারা। দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সারাদিন আমরা ঠাকুরনগরের সভাস্থান ঘুরে দেখি। তারপর ঠাকুরবাড়ি সংলগ্ন হেলিপ্যাডও পরির্দশন করি। PMO-র নির্দেশে প্রধানমন্ত্রীর জন্য সভাস্থানের পাশে মোট ৩টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। যেগুলি প্রতিটি ৬০ মিটার দূরত্বে রাখা হয়েছে। মাটিতে ইট বিছিয়ে এই হেলিপ্যাড তৈরি হচ্ছে। মোট ৩টি চপার নামবে। তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কনভয়ে অ্যাম্বুলেন্স সহ মোট ৩৪টি গাড়ি থাকবে।"

undefined

কলকাতা, ১ ফেব্রুয়ারি : ঠাকুরনগরে আগামীকাল প্রধানমন্ত্রীর জনসভায় BJP-র দলীয় পতাকা ব্যবহার করা যাবে না। এইরকম নির্দেশ জারি করা হয়েছে বলে BJP সূত্রে খবর। কারণ প্রধানমন্ত্রী মতুয়াদের আমন্ত্রণে সভা করতে আসছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি শান্তুনু ঠাকুর এই সভার মূল উদ্যোক্তা। BJP সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা সংলগ্ন জেলা দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি ও বর্ধমান ও কলকাতার দলের জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের এই বিষয়ে লিখিত নির্দেশও পাঠানো হয়েছে। এই সভার কাজকর্ম দেখার দায়িত্বে দেওয়া হয়েছে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে।

BJP সূত্রে খবর, মতুয়া সম্প্রদায় মেয়েদের পড়াশোনার জন্য নদিয়া জেলায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েরও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

গতকাল ঘটনাস্থানে গিয়েছিলেন রাজ্য BJP-র নেতারা। দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সারাদিন আমরা ঠাকুরনগরের সভাস্থান ঘুরে দেখি। তারপর ঠাকুরবাড়ি সংলগ্ন হেলিপ্যাডও পরির্দশন করি। PMO-র নির্দেশে প্রধানমন্ত্রীর জন্য সভাস্থানের পাশে মোট ৩টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। যেগুলি প্রতিটি ৬০ মিটার দূরত্বে রাখা হয়েছে। মাটিতে ইট বিছিয়ে এই হেলিপ্যাড তৈরি হচ্ছে। মোট ৩টি চপার নামবে। তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কনভয়ে অ্যাম্বুলেন্স সহ মোট ৩৪টি গাড়ি থাকবে।"

undefined

New Delhi, Feb 01 (ANI): Prime Minister Narendra Modi arrived at the Parliament to attend the Budget session on Friday. Several politicos including Union Minister Rajnath Singh, Sushma Swaraj, MoS Jitender Singh and other have also arrived at the Parliament to attend the session. With the Lok Sabha elections only a few months away, Finance Minister Piyush Goyal will present NDA government's Interim Budget on Friday amidst a lot of hopes and expectations from across the spectrum of society-right from the common people to industries. The Interim Budget or a vote-on-account for 2019-20, the last financial exercise by Prime Minister Narendra Modi-led Central government before the General Elections, will be presented in the Lok Sabha by Finance Minister Goyal on Friday at 11 am.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.