ETV Bharat / state

বিধানসভায় উপস্থিত থাকতে বিধায়কদের নির্দেশ নির্মলের - kolkata

বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতির হার বাড়াতে নির্দেশিকা জারি করলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ । বিশেষ করে মুখ্যমন্ত্রী যেদিন অধিবেশন কক্ষে থাকবেন, সেদিন উপস্থিত থাকা বাধ্যতামূলক ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 28, 2019, 6:14 AM IST

Updated : Jun 28, 2019, 1:25 PM IST

কলকাতা, 28 জুন : বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতির হার বাড়াতে নির্দেশিকা জারি করলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ । ETV ভারতকে তিনি বলেন, দলের সমস্ত বিধায়কদের নির্দেশিকা দেওয়া হয়েছে অধিবেশনে উপস্থিত থাকতে । বিশেষ করে মুখ্যমন্ত্রী যেদিন অধিবেশন কক্ষে থাকবেন, সেদিন উপস্থিত থাকা বাধ্যতামূলক ।

বিধানসভায় শাসকদলের বিধায়কের উপস্থিতির হার বেশ কম । অধিকাংশ আসনই থাকে ফাঁকা । তুলনায় বিরোধীরা সংখ্যায় কম হলেও তাঁদের উপস্থিতির হার বেশ নজর কাড়া । সূত্রের খবর, এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে তিনি নির্দেশ দিয়েছেন, অধিবেশন চলাকালীন বিধায়কেরা যেন উপস্থিত থাকেন । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে, বিধায়কদের উদ্দেশ্যে গত মঙ্গলবার নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচেতক নির্মল ঘোষ ।

প্রসঙ্গত, কাট মানি নিয়ে সরগরম বিধানসভা । শাসক দলের বেশিরভাগ বিধায়ক উপস্থিত থাকলে তা মোকাবেলা করা অনেকটা সহজ বলে মনে করছেন নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন সংশোধনী বিল পাসের ক্ষেত্রে যাতে সামান্যতম সমস্যায় পড়তে না হয় তার জন্যও বিধায়কদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। মুখ্য সচেতকের দেওয়া এই নির্দেশিকার পরে গত বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিন শাসকদলের বিধায়কের সংখ্যা অনেকটাই বেশি ছিল ।

কলকাতা, 28 জুন : বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতির হার বাড়াতে নির্দেশিকা জারি করলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ । ETV ভারতকে তিনি বলেন, দলের সমস্ত বিধায়কদের নির্দেশিকা দেওয়া হয়েছে অধিবেশনে উপস্থিত থাকতে । বিশেষ করে মুখ্যমন্ত্রী যেদিন অধিবেশন কক্ষে থাকবেন, সেদিন উপস্থিত থাকা বাধ্যতামূলক ।

বিধানসভায় শাসকদলের বিধায়কের উপস্থিতির হার বেশ কম । অধিকাংশ আসনই থাকে ফাঁকা । তুলনায় বিরোধীরা সংখ্যায় কম হলেও তাঁদের উপস্থিতির হার বেশ নজর কাড়া । সূত্রের খবর, এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে তিনি নির্দেশ দিয়েছেন, অধিবেশন চলাকালীন বিধায়কেরা যেন উপস্থিত থাকেন । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে, বিধায়কদের উদ্দেশ্যে গত মঙ্গলবার নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচেতক নির্মল ঘোষ ।

প্রসঙ্গত, কাট মানি নিয়ে সরগরম বিধানসভা । শাসক দলের বেশিরভাগ বিধায়ক উপস্থিত থাকলে তা মোকাবেলা করা অনেকটা সহজ বলে মনে করছেন নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন সংশোধনী বিল পাসের ক্ষেত্রে যাতে সামান্যতম সমস্যায় পড়তে না হয় তার জন্যও বিধায়কদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। মুখ্য সচেতকের দেওয়া এই নির্দেশিকার পরে গত বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিন শাসকদলের বিধায়কের সংখ্যা অনেকটাই বেশি ছিল ।

Intro: উপস্থিতির হার বেশ কম : হাজিরা বাড়াতে বিধায়কদের নির্দেশিকা দিলেন মুখ্য সচেতক

কলকাতা, ২৭ জুন : বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতির হার বাড়াতে নির্দেশিকা জারি করলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ। ইটিভি ভারতকে তিনি বলেন, দলের সমস্ত বিধায়কদের নির্দেশিকা দেওয়া হয়েছে অধিবেশনে উপস্থিত থাকতে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেদিন অধিবেশন কক্ষে থাকবেন, সেদিন উপস্থিত থাকা বাধ্যতামূলক।

Body:

বিধানসভায় শাসকদলের বিধায়কের উপস্থিতির হার বেশ কম। অধিকাংশ আসনই থাকে ফাঁকা পড়ে। তুলনায় বিরোধীরা সংখ্যায় কম হলেও তাঁদের উপস্থিতির হার বেশ নজর কাড়া। সূত্রের খবর, এটাকে কেন্দ্র করে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে তিনি নির্দেশ দিয়েছেন, বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়কেরা যেন উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে, বিধায়কদের উদ্দেশ্যে গত মঙ্গলবার নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি তিনি জানিয়ে দিয়েছেন, বিধান সভায় সকল বিধায়ককে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যে দিন অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন সেদিন উপস্থিত থাকা বাধ্যতামূলক। প্রসঙ্গত, কাট মানি নিয়ে সরগরম বিধানসভা। শাসক দলের বেশির ভাগ বিধায়ক উপস্থিত থাকলে তা মোকাবেলা করা অনেকটাই সম্ভব বলেই মনে করছেন নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন সংশোধনী বিল পাসের ক্ষেত্রে যাতে সামান্যতম সমস্যায় পড়তে না হয় তার জন‍্যও বিধায়কদের উপস্থিতির হার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা। যদিও বিধানসভার মুখ্য সচেতকের দেওয়া এই নির্দেশিকার পরে গত বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিন শাসকদলের বিধায়কের সংখ্যা অনেকটাই বেশি।Conclusion:
Last Updated : Jun 28, 2019, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.