ETV Bharat / state

ছত্রধর মাহাত কাণ্ডে রাজ্য পুলিশকে চিঠি দিচ্ছে এনআইএ - NIA to send letter to state police

2009 সালের 27 অক্টোবর ঝারগ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী ট্রেন আটকায় মাওবাদীরা।  ছত্রধর মাহাত সেইসময় জেলে ছিলেন ৷

chhatradhar-mahato
chhatradhar-mahato
author img

By

Published : Mar 29, 2021, 2:17 PM IST

কলকাতা, 29 মার্চ : রাজধানী এক্সপ্রেস আটকানো ঘটনায় ছত্রধর মাহাতোকে জেরা করে সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । গোটা ঘটনার সত্যতা যাচাই করার জন্য ফের একবার রাজ্যের তিন পুলিশ আধিকারিককে তলব করছে এনআইএ ।

2009 সালের 27 অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী ট্রেন আটকায় মাওবাদীরা। ছত্রধর মাহাত সেইসময় জেলে ছিলেন ৷ কীভাবে জেলে বসেই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট করতে পারেন কোনও ব্যক্তি ? ঘটনার তদন্ত শুরু করেছিল এনআইএ । কিন্তু মাঝখানে তদন্ত থমকে গিয়েছিল । পরে ফের একবার তদন্ত চাঙ্গা হয় ৷ তাতেই গ্রেপ্তার হন ছত্রধর । আদালতের নির্দেশে তাঁকে এনআইএ-এর দফতরে হাজিরা দিতে হচ্ছিল । কিন্তু সেইসময় তাঁকে জেরা করে সন্তুষ্ট হচ্ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যে কারণে ছত্রধরকে গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন : 30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের

প্রথমদিকে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের তিন জন ইনস্পেকটর পদের আধিকারিককে তলব করে এনআইএ । কিন্তু সেই সময় একজন পুলিশ আধিকারিক এলেও বাকি দু'জন আসেননি ৷ এখন সেই আধিকারিকরা পদন্নোতি পেয়ে ডিএসপি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছেন । ফলে ফের একবার রাজ্য পুলিশের ওই তিন পুলিশ আধিকারিককে তলব করার জন্য চিঠি পাঠাচ্ছে এনআইএ ।

কলকাতা, 29 মার্চ : রাজধানী এক্সপ্রেস আটকানো ঘটনায় ছত্রধর মাহাতোকে জেরা করে সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । গোটা ঘটনার সত্যতা যাচাই করার জন্য ফের একবার রাজ্যের তিন পুলিশ আধিকারিককে তলব করছে এনআইএ ।

2009 সালের 27 অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী ট্রেন আটকায় মাওবাদীরা। ছত্রধর মাহাত সেইসময় জেলে ছিলেন ৷ কীভাবে জেলে বসেই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট করতে পারেন কোনও ব্যক্তি ? ঘটনার তদন্ত শুরু করেছিল এনআইএ । কিন্তু মাঝখানে তদন্ত থমকে গিয়েছিল । পরে ফের একবার তদন্ত চাঙ্গা হয় ৷ তাতেই গ্রেপ্তার হন ছত্রধর । আদালতের নির্দেশে তাঁকে এনআইএ-এর দফতরে হাজিরা দিতে হচ্ছিল । কিন্তু সেইসময় তাঁকে জেরা করে সন্তুষ্ট হচ্ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যে কারণে ছত্রধরকে গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন : 30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের

প্রথমদিকে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের তিন জন ইনস্পেকটর পদের আধিকারিককে তলব করে এনআইএ । কিন্তু সেই সময় একজন পুলিশ আধিকারিক এলেও বাকি দু'জন আসেননি ৷ এখন সেই আধিকারিকরা পদন্নোতি পেয়ে ডিএসপি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছেন । ফলে ফের একবার রাজ্য পুলিশের ওই তিন পুলিশ আধিকারিককে তলব করার জন্য চিঠি পাঠাচ্ছে এনআইএ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.