ETV Bharat / state

Weather Forecast : আগামী 24 ঘণ্টায় উত্তরে হলুদ সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে বর্ষণ অব্যাহত থাকবে আগামী 24 ঘণ্টায় ৷ উত্তরের পাঁচ জেলায় হলুদ সতর্কতা-সহ দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷

বৃষ্টি
বৃষ্টি
author img

By

Published : Aug 20, 2021, 6:55 AM IST

কলকাতা, 20 অগস্ট : আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস । 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে । মালদা ও দুই দিনাজপুরে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ।

আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে । আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 ও সর্বনিম্ন 86 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 5.2 মিলিমিটার ।

এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এছাড়াও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এই দুইয়ের প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । আগামিকাল এই ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যাওয়ার পর থেকে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমার পাশাপাশি তাপমাত্রার পারদ সামান্য বাড়বে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ।

আরও পড়ুন : Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

কলকাতা, 20 অগস্ট : আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস । 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে । মালদা ও দুই দিনাজপুরে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ।

আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে । আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 ও সর্বনিম্ন 86 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 5.2 মিলিমিটার ।

এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এছাড়াও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এই দুইয়ের প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । আগামিকাল এই ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যাওয়ার পর থেকে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমার পাশাপাশি তাপমাত্রার পারদ সামান্য বাড়বে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ।

আরও পড়ুন : Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.