ETV Bharat / state

Sovabazar Sutanuti Metro Station : ভোল বদলাচ্ছে শোভাবাজার-সুতানটি মেট্রো স্টেশনের

author img

By

Published : Apr 29, 2022, 10:47 PM IST

মেট্রোয় এখন ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ৷ বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাজছে মেট্রো ৷ এবার সেজে উঠছে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন (Sovabazar Sutanuti Metro Station) ৷

Sovabazar Sutanuti Metro Station
শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন

কলকাতা, 29 এপ্রিল : এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে নর্থ সাউথ মেট্রো করিডরের শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন (New Look of Sovabazar Sutanuti Metro Station)। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ একটি বেসরকারি গয়না তৈরির সংস্থার সঙ্গে চুক্তি বন্ধ হওয়ায় নতুনভাবে সাজছে সারা প্ল্যাটফর্ম চত্বর । পাশাপাশি স্টেশনের নামের সঙ্গে যুক্ত হতে চলেছে সংশ্লিষ্ট সংস্থার নামও । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।

করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে ঠেকেছিল ৷ বিকল্প উপায়ে রোজগারের জন্য তাই বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । তাই মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে মেট্রো রকের হ্যান্ডেল-সহ একাধিক স্টেশনের নামেও এসেছে রদবদল । সর্বত্রই দেখা যাচ্ছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ।

আরও পড়ুন : Metro station gets new look: ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

শুধু নাম বদলই নয়, স্টেশনের প্রতিটি প্রবেশ ও প্রস্থান গেটে থাকছে সংশ্লিষ্ট সংস্থার নাম-সহ রঙিন লোগো ৷ স্টেশন চত্বরে 920 ফিট জায়গা এই সংস্থাকে দেওয়া হয়েছে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ৷

এতে শুধু যে মেট্রোর আয়ই বাড়বে তা নয় ৷ এর ফলে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলির জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে তা পৌঁছে যাবে সেই বড় অংশের যাত্রীদের কাছে । ইতিমধ্যেই প্রায় 30টির উপর মেট্রো স্টেশন বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কো-ব্র্যান্ডিং করা শুরু করেছে ৷
আরও পড়ুন : Sealdah Metro Station : যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত শিয়ালদহ মেট্রো স্টেশন, পরিদর্শনে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার

কলকাতা, 29 এপ্রিল : এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে নর্থ সাউথ মেট্রো করিডরের শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন (New Look of Sovabazar Sutanuti Metro Station)। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ একটি বেসরকারি গয়না তৈরির সংস্থার সঙ্গে চুক্তি বন্ধ হওয়ায় নতুনভাবে সাজছে সারা প্ল্যাটফর্ম চত্বর । পাশাপাশি স্টেশনের নামের সঙ্গে যুক্ত হতে চলেছে সংশ্লিষ্ট সংস্থার নামও । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।

করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে ঠেকেছিল ৷ বিকল্প উপায়ে রোজগারের জন্য তাই বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । তাই মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে মেট্রো রকের হ্যান্ডেল-সহ একাধিক স্টেশনের নামেও এসেছে রদবদল । সর্বত্রই দেখা যাচ্ছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ।

আরও পড়ুন : Metro station gets new look: ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

শুধু নাম বদলই নয়, স্টেশনের প্রতিটি প্রবেশ ও প্রস্থান গেটে থাকছে সংশ্লিষ্ট সংস্থার নাম-সহ রঙিন লোগো ৷ স্টেশন চত্বরে 920 ফিট জায়গা এই সংস্থাকে দেওয়া হয়েছে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ৷

এতে শুধু যে মেট্রোর আয়ই বাড়বে তা নয় ৷ এর ফলে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলির জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে তা পৌঁছে যাবে সেই বড় অংশের যাত্রীদের কাছে । ইতিমধ্যেই প্রায় 30টির উপর মেট্রো স্টেশন বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কো-ব্র্যান্ডিং করা শুরু করেছে ৷
আরও পড়ুন : Sealdah Metro Station : যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত শিয়ালদহ মেট্রো স্টেশন, পরিদর্শনে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.