ETV Bharat / state

শিয়ালদা স্টেশনে এল অত্যাধুনিক রেক - শিয়ালদা স্টেশন

মোট পাঁচটি অত্যাধুনিক রেক এসেছে ৷ রেকগুলির কোচ অনেকটাই বড় । কোচগুলির মধ্যে যাতে বাইরে থেকে পর্যাপ্ত হাওয়া প্রবেশ করে তেমন ব্যবস্থা করা রয়েছে।

New and advanced rakes
New and advanced rakes
author img

By

Published : Sep 19, 2020, 9:37 AM IST

কলকাতা , 19 সেপ্টেম্বর : শিয়ালদা স্টেশনে এল অত্যাধুনিক রেক । ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) ও কানাডার বোম্বারডিয়ার সংস্থার যৌথ উদ্যোগে রেকগুলি তৈরি করা হয়েছে । রেলের এক আধিকারিক বলেন , এর আগেও নতুন ধরনের রেক এসেছে । তবে এগুলি আরও উন্নতমানের ।


মোট পাঁচটি রেক এসেছে ৷ রেকগুলির কোচ অনেকটাই বড় । কোচগুলির মধ্যে যাতে বাইরে থেকে পর্যাপ্ত হাওয়া প্রবেশ করে তেমন ব্যবস্থা করা রয়েছে। এই পদ্ধতিকে ফোর্স ভেন্টিলেশন সিস্টেম বলা হয় । এই রেকগুলিতে কোচের ঠিক মাথার উপর দিয়ে হাওয়ার বড় পাইপ বা এয়ার ডাক্ট বসানো রয়েছে । এমনকী , CCTV ক্যামেরাও বসানো হচ্ছে। ক্যামেরাগুলি এমনভাবে বসানো থাকছে যে সেগুলি যাত্রীদের চোখে পড়বে না । পাশাপাশি কোচগুলি এমনভাবে তৈরি করা হয়েছে , যাতে যাত্রীরা একেবারেই ঝাঁকুনি অনুভূতি করতে পারবেন না ।


দীর্ঘসময় বন্ধ রয়েছে ট্রেন চলাচল । শুধুমাত্র স্পেশাল কয়েকটি দূরপাল্লার ট্রেন চলছে । তাই এই সময়কে কাজে লাগিয়ে স্টেশনগুলিকে আরও উন্নত করার দিকে আগে থেকেই জোর দিয়েছে রেলমন্ত্রক । বদলে ফেলা হয়েছে হাওড়া , শিয়ালদা ও কলকাতা স্টেশনকে । স্টেশনে শপিং মল, ওয়াই-ফাই , CCTV , মেটাল ডিটেক্টর , VIP লাউঞ্জ , ডরমিটরি-সহ আরও অত্যাধুনিক পরিষেবা যুক্ত করা হয়েছে । তারই অঙ্গ হিসেবে সেজে উঠেছে হাওড়া , কলকাতা ও শিয়ালদা স্টেশন ৷ সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে কোচগুলিতেও।

কলকাতা , 19 সেপ্টেম্বর : শিয়ালদা স্টেশনে এল অত্যাধুনিক রেক । ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) ও কানাডার বোম্বারডিয়ার সংস্থার যৌথ উদ্যোগে রেকগুলি তৈরি করা হয়েছে । রেলের এক আধিকারিক বলেন , এর আগেও নতুন ধরনের রেক এসেছে । তবে এগুলি আরও উন্নতমানের ।


মোট পাঁচটি রেক এসেছে ৷ রেকগুলির কোচ অনেকটাই বড় । কোচগুলির মধ্যে যাতে বাইরে থেকে পর্যাপ্ত হাওয়া প্রবেশ করে তেমন ব্যবস্থা করা রয়েছে। এই পদ্ধতিকে ফোর্স ভেন্টিলেশন সিস্টেম বলা হয় । এই রেকগুলিতে কোচের ঠিক মাথার উপর দিয়ে হাওয়ার বড় পাইপ বা এয়ার ডাক্ট বসানো রয়েছে । এমনকী , CCTV ক্যামেরাও বসানো হচ্ছে। ক্যামেরাগুলি এমনভাবে বসানো থাকছে যে সেগুলি যাত্রীদের চোখে পড়বে না । পাশাপাশি কোচগুলি এমনভাবে তৈরি করা হয়েছে , যাতে যাত্রীরা একেবারেই ঝাঁকুনি অনুভূতি করতে পারবেন না ।


দীর্ঘসময় বন্ধ রয়েছে ট্রেন চলাচল । শুধুমাত্র স্পেশাল কয়েকটি দূরপাল্লার ট্রেন চলছে । তাই এই সময়কে কাজে লাগিয়ে স্টেশনগুলিকে আরও উন্নত করার দিকে আগে থেকেই জোর দিয়েছে রেলমন্ত্রক । বদলে ফেলা হয়েছে হাওড়া , শিয়ালদা ও কলকাতা স্টেশনকে । স্টেশনে শপিং মল, ওয়াই-ফাই , CCTV , মেটাল ডিটেক্টর , VIP লাউঞ্জ , ডরমিটরি-সহ আরও অত্যাধুনিক পরিষেবা যুক্ত করা হয়েছে । তারই অঙ্গ হিসেবে সেজে উঠেছে হাওড়া , কলকাতা ও শিয়ালদা স্টেশন ৷ সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে কোচগুলিতেও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.