ETV Bharat / state

পর্যটকদের জন্য সুখবর, এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে - NJP TO DARJEELING TAXI BUS SERVICE

আগামিকাল, বুধবার থেকে শুরু হবে এই পরিষেবা ৷ এনবিএসটিসি এই পরিষেবা চালু করছে ৷

NJP TO DARJEELING TAXI BUS SERVICE
এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: বড়দিনের আগে পর্যটকদের জন্য দারুণ উপহার নিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) । এবার থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকেই সরকারি বাসে নামমাত্র খরচে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে । আর এনবিএসটিসির এই পরিষেবা চালু করতেই খুশির হাওয়া পর্যটনমহলে ।

চলতি সপ্তাহের বুধবার থেকে চালু হবে এনজেপি থেকে শৈলরানী দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং পর্যন্ত ট্যাক্সি বাস পরিষেবা । বুকিং শুরু হতেই পর্যটকদের দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে । সরকারের বেঁধে দেওয়া রেট নিয়ে অবশ্য দরদামের সুযোগ নেই । এনবিএসটিসির সাইট থেকে অনলাইনে ওই ট্যাক্সি বাসের বুকিং করা যাবে । এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবাও চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ।

NJP TO DARJEELING TAXI BUS SERVICE
এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে (নিজস্ব চিত্র)

এছাড়াও জানা গিয়েছে, যেকোনও পরিবার, টিম কিংবা সংস্থা চাইলে 30 সিটের বাসের সব আসনই বুক করে নিতে পারে । এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে । এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি বাস পরিষেবা মিলবে । এই বাস বুকিংয়ের খরচ 8 হাজার টাকা । মাথাপিছু টিকিট মূল্য 270 টাকা । সেই জায়গায় এনজেপি থেকে চারচাকা গাড়ি রিজার্ভ করলে কার্শিয়াং কিংবা দার্জিলিংয়ের জন্য খরচ পড়ে অন্তত চার হাজার টাকা ।

এই বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "অনেক পর্যটকদেরই এনজেপি রেল স্টেশন পৌঁছালে গাড়ি রিজার্ভ করে পাহাড়ে যেতে হয় । আবার জংশন কিংবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শেয়ার ট্যাক্সি বা গাড়ি রিজার্ভ ছাড়া পর্যটকরা যেতে পারেন না । এতে অনেক পর্যটকদের অসুবিধা হয় । আবার অনেক বড় টিম বা পরিবার এলে তাদের একসঙ্গে গাড়ি রিজার্ভ করাও বিপুল খরচের ব্যাপার । সেই জন্যই এই ট্যাক্সি বাস পরিষেবা চালু করা হয়েছে ।"

নিগমের ডিরেক্টর দীপঙ্কর পীপলাই বলেন, "পাহাড়ে মূলত বড় বাস চলতে পারে না । সেজন্য এই ছোট বাস বা ট্যাক্সি বাস চালানো হচ্ছে । অনলাইনে অনায়াসে এই বাসের টিকিট বুকিং করা যাবে ।"

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: বড়দিনের আগে পর্যটকদের জন্য দারুণ উপহার নিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) । এবার থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকেই সরকারি বাসে নামমাত্র খরচে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে । আর এনবিএসটিসির এই পরিষেবা চালু করতেই খুশির হাওয়া পর্যটনমহলে ।

চলতি সপ্তাহের বুধবার থেকে চালু হবে এনজেপি থেকে শৈলরানী দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং পর্যন্ত ট্যাক্সি বাস পরিষেবা । বুকিং শুরু হতেই পর্যটকদের দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে । সরকারের বেঁধে দেওয়া রেট নিয়ে অবশ্য দরদামের সুযোগ নেই । এনবিএসটিসির সাইট থেকে অনলাইনে ওই ট্যাক্সি বাসের বুকিং করা যাবে । এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবাও চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ।

NJP TO DARJEELING TAXI BUS SERVICE
এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে (নিজস্ব চিত্র)

এছাড়াও জানা গিয়েছে, যেকোনও পরিবার, টিম কিংবা সংস্থা চাইলে 30 সিটের বাসের সব আসনই বুক করে নিতে পারে । এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে । এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি বাস পরিষেবা মিলবে । এই বাস বুকিংয়ের খরচ 8 হাজার টাকা । মাথাপিছু টিকিট মূল্য 270 টাকা । সেই জায়গায় এনজেপি থেকে চারচাকা গাড়ি রিজার্ভ করলে কার্শিয়াং কিংবা দার্জিলিংয়ের জন্য খরচ পড়ে অন্তত চার হাজার টাকা ।

এই বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "অনেক পর্যটকদেরই এনজেপি রেল স্টেশন পৌঁছালে গাড়ি রিজার্ভ করে পাহাড়ে যেতে হয় । আবার জংশন কিংবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শেয়ার ট্যাক্সি বা গাড়ি রিজার্ভ ছাড়া পর্যটকরা যেতে পারেন না । এতে অনেক পর্যটকদের অসুবিধা হয় । আবার অনেক বড় টিম বা পরিবার এলে তাদের একসঙ্গে গাড়ি রিজার্ভ করাও বিপুল খরচের ব্যাপার । সেই জন্যই এই ট্যাক্সি বাস পরিষেবা চালু করা হয়েছে ।"

নিগমের ডিরেক্টর দীপঙ্কর পীপলাই বলেন, "পাহাড়ে মূলত বড় বাস চলতে পারে না । সেজন্য এই ছোট বাস বা ট্যাক্সি বাস চালানো হচ্ছে । অনলাইনে অনায়াসে এই বাসের টিকিট বুকিং করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.