ETV Bharat / state

বাগবাজারের পুজোর সভাপতির দায়িত্ব সামলেছেন নেতাজি - দুর্গাপুজো 2019

বাগবাজার সর্বজনীনের মাঠে স্বদেশী মেলা বসত ৷ 1938 সালে তৎকালীন কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পুজোর সভাপতি নির্বাচিত করা হয়েছিল । 1927-28 সালে স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পুজোয় অংশ নিতেন ।

durga
author img

By

Published : Oct 6, 2019, 9:52 AM IST

কলকাতা : বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবার 101তম বর্ষ ৷ ঝাড়বাতির আলোয় ঝলমল করছে মণ্ডপ ৷ অষ্টমীর সকালের পুষ্পাঞ্জলি শুরু হয়েছে ৷ সাবেকিয়ানাই ঐতিহ্য বাগবাজার সর্বজনীনের ৷ রাতভর মানুষের ভিড় থাকে সেখানে, শুধুই সাবেকিয়ানার টানে মানুষ আসেন ৷ ডাকের সাজে দেবীর সুন্দর প্রতিমা ৷ কানাডার বিষ্ণু মন্দিরের অনুকরণে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে ৷ দূর থেকে দেখলে মনে হবে একটি রাজবাড়িই ।

কিন্তু আরও একটি পরিচিতি আছে এই পুজোর ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে বাগবাজার সর্বজনীনের সঙ্গে ৷ 1938 সালে তৎকালীন কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পুজোর সভাপতি নির্বাচিত করা হয়েছিল । 1927-28 সালে স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পুজোয় অংশ নিতেন । বাগবাজার সর্বজনীনের মাঠে স্বদেশি মেলা বসত ৷ এই পুজোতেই প্রথম লাঠি-কুস্তি খেলার আয়োজন করা হয় । সেই সময় ইংরেজদের কাছে স্বদেশি বিপ্লবীরা শক্তি প্রদর্শনের জন্য দুর্গা পুজোতে এই ধরনের খেলার আয়োজন করতেন ।


বাগবাজার সর্বজনীনের পুজো কমিটির সহ-সভাপতি অভয় ভট্টাচার্য বলেন, "এই পুজো 101 বছর পড়লেও আজ পর্যন্ত আমরা কোনও থিমের মধ্যে যাইনি । আর আমি বেঁচে থাকতে এটা না দেখে যেতে পারলেই ভালো । যে সমস্ত দর্শনার্থীরা বাগবাজারের পুজোয় আসছেন তাঁরা একটা কথাই বলছেন ৷ বাগবাজারের মা দুর্গার দর্শন না করা হলে পুজোটা মনে হয় দেখা হল না । যেহেতু এই পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসুর মতো মানুষ । তাই আমরা সাবেকিয়ানাকে এখনও অটুট রাখার চেষ্টা করেছি । "

কলকাতা : বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবার 101তম বর্ষ ৷ ঝাড়বাতির আলোয় ঝলমল করছে মণ্ডপ ৷ অষ্টমীর সকালের পুষ্পাঞ্জলি শুরু হয়েছে ৷ সাবেকিয়ানাই ঐতিহ্য বাগবাজার সর্বজনীনের ৷ রাতভর মানুষের ভিড় থাকে সেখানে, শুধুই সাবেকিয়ানার টানে মানুষ আসেন ৷ ডাকের সাজে দেবীর সুন্দর প্রতিমা ৷ কানাডার বিষ্ণু মন্দিরের অনুকরণে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে ৷ দূর থেকে দেখলে মনে হবে একটি রাজবাড়িই ।

কিন্তু আরও একটি পরিচিতি আছে এই পুজোর ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে বাগবাজার সর্বজনীনের সঙ্গে ৷ 1938 সালে তৎকালীন কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পুজোর সভাপতি নির্বাচিত করা হয়েছিল । 1927-28 সালে স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পুজোয় অংশ নিতেন । বাগবাজার সর্বজনীনের মাঠে স্বদেশি মেলা বসত ৷ এই পুজোতেই প্রথম লাঠি-কুস্তি খেলার আয়োজন করা হয় । সেই সময় ইংরেজদের কাছে স্বদেশি বিপ্লবীরা শক্তি প্রদর্শনের জন্য দুর্গা পুজোতে এই ধরনের খেলার আয়োজন করতেন ।


বাগবাজার সর্বজনীনের পুজো কমিটির সহ-সভাপতি অভয় ভট্টাচার্য বলেন, "এই পুজো 101 বছর পড়লেও আজ পর্যন্ত আমরা কোনও থিমের মধ্যে যাইনি । আর আমি বেঁচে থাকতে এটা না দেখে যেতে পারলেই ভালো । যে সমস্ত দর্শনার্থীরা বাগবাজারের পুজোয় আসছেন তাঁরা একটা কথাই বলছেন ৷ বাগবাজারের মা দুর্গার দর্শন না করা হলে পুজোটা মনে হয় দেখা হল না । যেহেতু এই পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসুর মতো মানুষ । তাই আমরা সাবেকিয়ানাকে এখনও অটুট রাখার চেষ্টা করেছি । "

Intro:কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত পুজো হিসেবে পরিচিত বাগবাজার সর্বজনীন এর পুজো। 1927-28 সালে বউ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিলেন এই পুজোয়। 1938 39 সালে কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসু কে এই পুজোর সভাপতি নির্বাচিত করা হয়েছিল। একটা সময় এই বাগবাজার সর্বজনীন এর মাঠে স্বদেশী মেলা বসতো। এই পুজোতেই প্রথমে এখনো লাঠি কুস্তি মত খেলা আয়োজন করা হয়। সেই সময় সাদা চামড়ার ইংরেজদের কাছে স্বদেশী বিপ্লবীরা শক্তি প্রদর্শনের জন্য দুর্গা পুজোতে এই ধরনের খেলার আয়োজন করত।

101 বছরে পুজো বাগবাজার। কিন্তু আধুনিকতার মোহে পড়ে আজ পর্যন্ত কোন থিমের কারুকার্য নেই এই পুজোয়। বাগবাজারের পুজো মানেই সাবেকিয়ানা সেই সাবেকিয়ানা টাই এখনো ধরে রেখেছে বাগবাজার সর্বজনীন। ঢাকের সাজের চলন এখনো ধরে রেখেছে মা দুর্গার সাজেতে। কানাডার বিষ্ণু মন্দির এর অনুকরণে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে মনে হবে এক টুকরো রাজবাড়ী।

বাগবাজার সর্বজনীন এর পুজো কমিটির সহ-সভাপতি অভয় ভট্টাচার্য বলেন, এই পুজো 101 বছর পড়লেও আজ পর্যন্ত আমরা কোন থিম এর মধ্যে যায়নি। আর আমি বেঁচে থাকতে এটা না দেখে যেতে পারলেই ভালো। যে সমস্ত দর্শনার্থীরা বাগবাজারের পুজোয় আসছেন তার একটা কথাই বলছেন বাগবাজারের মা দুর্গার দর্শন না করা হলে পুজোটা মনে হয় দেখা হলো না। তাই আমরা সাবেকিয়ানা কে এখনো অটুট রাখার চেষ্টা করেছি। যেহেতু এই পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসুর মতো মানুষ।




Body:কপি


Conclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.