কলকাতা : বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবার 101তম বর্ষ ৷ ঝাড়বাতির আলোয় ঝলমল করছে মণ্ডপ ৷ অষ্টমীর সকালের পুষ্পাঞ্জলি শুরু হয়েছে ৷ সাবেকিয়ানাই ঐতিহ্য বাগবাজার সর্বজনীনের ৷ রাতভর মানুষের ভিড় থাকে সেখানে, শুধুই সাবেকিয়ানার টানে মানুষ আসেন ৷ ডাকের সাজে দেবীর সুন্দর প্রতিমা ৷ কানাডার বিষ্ণু মন্দিরের অনুকরণে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে ৷ দূর থেকে দেখলে মনে হবে একটি রাজবাড়িই ।
কিন্তু আরও একটি পরিচিতি আছে এই পুজোর ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে বাগবাজার সর্বজনীনের সঙ্গে ৷ 1938 সালে তৎকালীন কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পুজোর সভাপতি নির্বাচিত করা হয়েছিল । 1927-28 সালে স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পুজোয় অংশ নিতেন । বাগবাজার সর্বজনীনের মাঠে স্বদেশি মেলা বসত ৷ এই পুজোতেই প্রথম লাঠি-কুস্তি খেলার আয়োজন করা হয় । সেই সময় ইংরেজদের কাছে স্বদেশি বিপ্লবীরা শক্তি প্রদর্শনের জন্য দুর্গা পুজোতে এই ধরনের খেলার আয়োজন করতেন ।
বাগবাজার সর্বজনীনের পুজো কমিটির সহ-সভাপতি অভয় ভট্টাচার্য বলেন, "এই পুজো 101 বছর পড়লেও আজ পর্যন্ত আমরা কোনও থিমের মধ্যে যাইনি । আর আমি বেঁচে থাকতে এটা না দেখে যেতে পারলেই ভালো । যে সমস্ত দর্শনার্থীরা বাগবাজারের পুজোয় আসছেন তাঁরা একটা কথাই বলছেন ৷ বাগবাজারের মা দুর্গার দর্শন না করা হলে পুজোটা মনে হয় দেখা হল না । যেহেতু এই পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসুর মতো মানুষ । তাই আমরা সাবেকিয়ানাকে এখনও অটুট রাখার চেষ্টা করেছি । "