ETV Bharat / state

Nawsad Seeks Security: 'প্রাণঘাতী হামলা হতে পারে', নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ - আইএসএফ বিধায়ক

ভাঙড় এখনও যুদ্ধক্ষেত্র ৷ তাঁর নিরাপত্তা বিঘ্নিত ৷ তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে ৷ এমনই দাবি করে নিজের জন্য নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ।

Nawsad Seeks Security
Nawsad Seeks Security
author img

By

Published : Jun 19, 2023, 3:22 PM IST

Updated : Jun 19, 2023, 4:05 PM IST

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

কলকাতা, 19 জুন: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর দাবি, তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে ৷ তিনি জানিয়েছেন, আগেই নিরাপত্তা চেয়ে রাজ্য ও কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু এখনও নিরাপত্তা না পাওয়ায় এ বার তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন ৷

তাঁর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, "নওশাদের কোনও নিরাপত্তা নেই । এ দিকে ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র । নওশাদের নিরাপত্তা বিঘ্নিত ।" এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে 10টায় এই মামলার শুনানি ।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে গোটা রাজ্যই বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত । চলে গুলি ও বোমার তাণ্ডব ৷ শাসক ও বিরোধীদের সংঘর্ষে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন । আহত হয়েছেন অনেকে । মনোনয়ন পেশের দিনগুলোয় সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷

14 জুন ভাঙড়ে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷ দুই দলের সংঘর্ষের ফলে দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে পারেননি বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ । বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশকে এসকর্ট করে বিরোধী দলের সদস্যদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ।

আরও পড়ুন: নওশাদ কাণ্ডে পঞ্চায়েত ভোট মিটলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

কিন্তু ওই প্রার্থীরা ভাঙড়ের কাছে শোনপুর বাজারে পৌঁছলে ব্যাপক গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ আইএসএফ-এর দাবি, সেই ঘটনায় তাঁদের তিনজন কর্মীর মৃত্যু হয়েছে । পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে স্থানীয় নেতা-নেত্রীরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে । সেই কারণেই নিরাপত্তার দাবিতে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

উল্লেখ্য, কিছুদিন আগে ধর্মতলায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে গণ্ডগোলের জেরে নওশাদ সিদ্দিকী-সহ প্রায় 80 জন সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ । দীর্ঘদিন জেলবন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট ধৃতদের জামিন দেয় ৷

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

কলকাতা, 19 জুন: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর দাবি, তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে ৷ তিনি জানিয়েছেন, আগেই নিরাপত্তা চেয়ে রাজ্য ও কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু এখনও নিরাপত্তা না পাওয়ায় এ বার তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন ৷

তাঁর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, "নওশাদের কোনও নিরাপত্তা নেই । এ দিকে ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র । নওশাদের নিরাপত্তা বিঘ্নিত ।" এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে 10টায় এই মামলার শুনানি ।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে গোটা রাজ্যই বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত । চলে গুলি ও বোমার তাণ্ডব ৷ শাসক ও বিরোধীদের সংঘর্ষে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন । আহত হয়েছেন অনেকে । মনোনয়ন পেশের দিনগুলোয় সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷

14 জুন ভাঙড়ে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷ দুই দলের সংঘর্ষের ফলে দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে পারেননি বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ । বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশকে এসকর্ট করে বিরোধী দলের সদস্যদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ।

আরও পড়ুন: নওশাদ কাণ্ডে পঞ্চায়েত ভোট মিটলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

কিন্তু ওই প্রার্থীরা ভাঙড়ের কাছে শোনপুর বাজারে পৌঁছলে ব্যাপক গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ আইএসএফ-এর দাবি, সেই ঘটনায় তাঁদের তিনজন কর্মীর মৃত্যু হয়েছে । পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে স্থানীয় নেতা-নেত্রীরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে । সেই কারণেই নিরাপত্তার দাবিতে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

উল্লেখ্য, কিছুদিন আগে ধর্মতলায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে গণ্ডগোলের জেরে নওশাদ সিদ্দিকী-সহ প্রায় 80 জন সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ । দীর্ঘদিন জেলবন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট ধৃতদের জামিন দেয় ৷

Last Updated : Jun 19, 2023, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.