ETV Bharat / state

Kolkata Municipal Corporation: কলকাতার হকারদের বার্ষিক ও পুনর্নবীকরণ ফি কমিয়ে শংসাপত্র বিলিতে ছাড়পত্র নবান্নর - কলকাতা পৌরনিগম

Issuance of Kolkata Hawkers COV: কলকাতা পৌরনিগম বৈধ হকারদের পরিচয়পত্র দেবে ৷ তা পেতে হকারকে পৌরনিগমকে দিতে হবে 500 টাকা ৷ পুনর্নবীকরণের জন্য বছরে দিতে হবে 300 টাকা ৷ পৌরনিগমের প্রস্তাবে সায় দিয়ে এই অর্থ নির্ধারণ করে দিয়েছে নবান্ন ৷

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation
author img

By

Published : Jul 25, 2023, 1:36 PM IST

কলকাতা, 25 জুলাই: বৈধ হকারদের পরিচয়পত্র দেবে কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) এই নিয়ে যে তালিকা তৈরি করেছে, সেই তালিকা মেনে এই পরিচয়পত্র দেওয়া হবে ৷ এই পরিচয়পত্র বা সার্টিফিকেট অব ভেন্ডিং (সিওভি) পেতে একজন হকারকে 500 টাকা দিতে হবে পৌরনিগমকে ৷ আর তা পুনর্নবীকরণের জন্য বছরে দিতে হবে 300 টাকা ৷ শীঘ্রই একটি অনুষ্ঠানের আয়োজন করে এই পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু করবে কলকাতা পৌরনিগম ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতায় হকারদের নয়া হকার আইন অনুসারে পরিচয়পত্র দেবে টাউন ভেন্ডিং কমিটি ৷ পরিবর্তে হকারদের থেকে ন্যূনতম একটা টাকা নেওয়া হবে । পৌরনিগমের প্রস্তাব ছিল, হকারদের সার্টিফিকেট অব ভেন্ডিং পাওয়ার ক্ষেত্রে 2500 টাকা সার্ভিস চার্জ ও প্রতিবছর পুনর্নবীকরণ করতে এককালীন দিতে হবে 500 টাকা ৷ এই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছিল পৌরনিগমের হকার পুনর্বাসন বিভাগ থেকে ।

সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার । তবে দুই ক্ষেত্রেই টাকার অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে । নতুন সিওভি দেওয়ার ক্ষেত্রে সার্ভিস চার্জ 2500 টাকা কমিয়ে 500 টাকা এবং বার্ষিক 500 টাকা কমিয়ে 300 টাকা করেছে নবান্ন । আগামী অগস্টের প্রথম সপ্তাহেই অনুষ্ঠান করে আপাতত 20 জন হকারের হাতে সিওভি তুলে দেওয়া হবে পৌরনিগমের তরফে ।

আরও পড়ুন: নিউমার্কেটে হকার সমস্যায় লাগাম দিতে 'গড়িয়াহাট মডেলে' ভরসা ফিরহাদদের

এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ‘‘আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেটা অনুমোদন মিললে কর্পোরেশনের ভালো টাকা কোষাগারে আসত । কোষাগারের বেহাল অবস্থা । বছরে একবার 2500 টাকা সার্ভিস চার্জ ও 500 টাকা ফি দেওয়া কোনও বৈধ হকারের ক্ষেত্রে সমস্যার ছিল না । তবে পার্কিং রেট নিয়ে সমস্যা তৈরি হওয়াতে আমরা আমদের প্রস্তাব নবান্নে জানিয়েছি । তারা টাকার অঙ্কের বদল ঘটিয়ে অনুমোদন দিয়েছে । ফলে এই অঙ্ক অনুসারে নামমাত্র টাকা আসবে । কোষাগারে এর ইতিবাচক প্রভাব পড়বে না সেই অর্থে । তবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে । কয়েক দশকের সমস্যা মিটবে ।’’

টিভিসি-র সদস্য ও হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষের কথায়, ‘‘হকাররা আইনের আওতায় আসবে এর মাধ্যমে । পুলিশি সমস্যা বন্ধ হবে । পৌর কোষাগার বছরে একটা নির্দিষ্ট টাকা ঢুকবে ।’’

উল্লেখ্য, হকার আইন মেনে তাতে নির্দিষ্ট যে সমস্ত নিয়ম, তা মেনে যাঁরা হকারি করছেন, সমীক্ষা করে টিভিসি সেই তালিকা তৈরি করছে ধাপে ধাপে । সেই তালিকা অনুযায়ী হকাররা পাবেন এই পরিচয়পত্র । নিয়ম না মানলে বা অভিযোগ জমা পড়লে, সেই পরিচয়পত্র বাতিল হওয়ার আশঙ্কাও থাকছে ।

আরও পড়ুন: হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার

কলকাতা, 25 জুলাই: বৈধ হকারদের পরিচয়পত্র দেবে কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) এই নিয়ে যে তালিকা তৈরি করেছে, সেই তালিকা মেনে এই পরিচয়পত্র দেওয়া হবে ৷ এই পরিচয়পত্র বা সার্টিফিকেট অব ভেন্ডিং (সিওভি) পেতে একজন হকারকে 500 টাকা দিতে হবে পৌরনিগমকে ৷ আর তা পুনর্নবীকরণের জন্য বছরে দিতে হবে 300 টাকা ৷ শীঘ্রই একটি অনুষ্ঠানের আয়োজন করে এই পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু করবে কলকাতা পৌরনিগম ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতায় হকারদের নয়া হকার আইন অনুসারে পরিচয়পত্র দেবে টাউন ভেন্ডিং কমিটি ৷ পরিবর্তে হকারদের থেকে ন্যূনতম একটা টাকা নেওয়া হবে । পৌরনিগমের প্রস্তাব ছিল, হকারদের সার্টিফিকেট অব ভেন্ডিং পাওয়ার ক্ষেত্রে 2500 টাকা সার্ভিস চার্জ ও প্রতিবছর পুনর্নবীকরণ করতে এককালীন দিতে হবে 500 টাকা ৷ এই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছিল পৌরনিগমের হকার পুনর্বাসন বিভাগ থেকে ।

সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার । তবে দুই ক্ষেত্রেই টাকার অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে । নতুন সিওভি দেওয়ার ক্ষেত্রে সার্ভিস চার্জ 2500 টাকা কমিয়ে 500 টাকা এবং বার্ষিক 500 টাকা কমিয়ে 300 টাকা করেছে নবান্ন । আগামী অগস্টের প্রথম সপ্তাহেই অনুষ্ঠান করে আপাতত 20 জন হকারের হাতে সিওভি তুলে দেওয়া হবে পৌরনিগমের তরফে ।

আরও পড়ুন: নিউমার্কেটে হকার সমস্যায় লাগাম দিতে 'গড়িয়াহাট মডেলে' ভরসা ফিরহাদদের

এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ‘‘আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেটা অনুমোদন মিললে কর্পোরেশনের ভালো টাকা কোষাগারে আসত । কোষাগারের বেহাল অবস্থা । বছরে একবার 2500 টাকা সার্ভিস চার্জ ও 500 টাকা ফি দেওয়া কোনও বৈধ হকারের ক্ষেত্রে সমস্যার ছিল না । তবে পার্কিং রেট নিয়ে সমস্যা তৈরি হওয়াতে আমরা আমদের প্রস্তাব নবান্নে জানিয়েছি । তারা টাকার অঙ্কের বদল ঘটিয়ে অনুমোদন দিয়েছে । ফলে এই অঙ্ক অনুসারে নামমাত্র টাকা আসবে । কোষাগারে এর ইতিবাচক প্রভাব পড়বে না সেই অর্থে । তবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে । কয়েক দশকের সমস্যা মিটবে ।’’

টিভিসি-র সদস্য ও হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষের কথায়, ‘‘হকাররা আইনের আওতায় আসবে এর মাধ্যমে । পুলিশি সমস্যা বন্ধ হবে । পৌর কোষাগার বছরে একটা নির্দিষ্ট টাকা ঢুকবে ।’’

উল্লেখ্য, হকার আইন মেনে তাতে নির্দিষ্ট যে সমস্ত নিয়ম, তা মেনে যাঁরা হকারি করছেন, সমীক্ষা করে টিভিসি সেই তালিকা তৈরি করছে ধাপে ধাপে । সেই তালিকা অনুযায়ী হকাররা পাবেন এই পরিচয়পত্র । নিয়ম না মানলে বা অভিযোগ জমা পড়লে, সেই পরিচয়পত্র বাতিল হওয়ার আশঙ্কাও থাকছে ।

আরও পড়ুন: হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.