বালিগঞ্জ, 4 জানুয়ারি: শহরে ফের রহস্যমৃত্যু । গড়িয়ার পর এবার বালিগঞ্জ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বাড়ি থেকে এক ব্যাংক আধিকারিকের স্ত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৷ তবে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। লালবাজার সূত্রের খবর মহিলার বাড়িতে ওই সময়ে তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালিগঞ্জ থানার পুলিশ ।
মৃতার নাম রেশমি বর্মা (32) ৷ তাঁর গলায় একটি কালশিটে দাগ রয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সাউথ (ইস্ট ডিভিশন) শুভঙ্কর ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "বিষয়টা আমরা তদন্ত করে দেখছি ।" এই ঘটনায় মৃতার স্বামী আশিস বর্মাকে থানায় নিয়ে গিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । তাঁর কাছ থেকে জানতে চাইছেন, কীভাবে স্ত্রী এই ঘটনা ঘটালেন ? কেন বাড়িতে থেকেও তিনি বিষয়টি জানতে পারলেন না ? এর আগে কি তাদের মধ্যে কোনও সাংসারিক গোলযোগ হয়েছিল বা দু'জনের মধ্যে কোনওরকমের সমস্যা চলছিল কি না, তাও জানতে চেয়েছেন তদন্তকারীরা ৷ বালিগঞ্জের ডোভার পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে । ব্যাংক কোয়ার্টারেই তাঁরা থাকতেন।
জানা গিয়েছে, স্ত্রী'র দেহ উদ্ধারের সময় আশিসবাবু বাড়িতেই ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । দেহটি দেখে আপাতত পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা । তবে তাও দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হবেন তদন্তকারীরা ।বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশাপাশি মৃতার স্বামী ও আত্মীয়-পরিজন-সহ এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ।
বুধবারই গড়িয়া স্টেশন এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মা-বাবা ও ছেলের ঝুলন্ত পচাগলা দেহ ৷ ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশের অনুমান পরিবারের সকলে আত্মঘাতী হয়েছেন ৷ সেই ঘটনার তদন্ত চলছে ৷ এই ঘটনার 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই ফের রহস্যমৃত্যু কলকাতায় ৷ তবে বালিগঞ্জের ঘটনা আত্মহত্যা নাকি খুন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ৷
আরও পড়ুন :
1. ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়
2. বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মা-বাবা ও ছেলের পচাগলা দেহ, চাঞ্চল্য গড়িয়ায়
3. শ্বশুরবাড়িতে ঘুরতে এসে খুন হলেন জামাই ! পোল্ট্রি ফার্মে আগুন উত্তেজিত জনতার