ETV Bharat / state

মা কখনও আধাআধি হয় না, 'আধা বাঙালি' প্রসঙ্গে মুখ খুললেন মমতা - Abhijit Bandopadhyay

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেলপ্রাপ্তিতে কিছুটা উভয়সংকটে পড়ে BJP ৷ শুভেচ্ছা জানালেও তাঁকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ অভিজিৎকে আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ ৷ একইপথে হাঁটেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷ আর সেই বাঙালি ভাবাবেগকে কাজে লাগাতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কটাক্ষ করে বললেন, 'মায়ের কোনও জাত, বর্ণ বা ধর্ম হয় না' ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 17, 2019, 9:13 PM IST

কলকাতা, 17 অক্টোবর : নোটবাতিল থেকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৷ একাধিক ইশুতে কেন্দ্রের নীতির সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সমালোচকেরই নোবেলপ্রাপ্তির পর কিছুটা উভয়সংকটে পড়ে BJP ৷ শুভেচ্ছা জানালেও তাঁকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ অভিজিৎকে আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ ৷ একইপথে হাঁটেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷ আর সেই বাঙালি ভাবাবেগকে কাজে লাগাতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কটাক্ষ করে বললেন, "মায়ের কোনও জাত, বর্ণ বা ধর্ম হয় না ৷"

বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য এবারের নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা তাঁকে শুভেচ্ছা জানান ৷ কিন্তু, কিছুটা আশ্চর্যজনকভাবে টুইটারে বরাবরই সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় চার ঘণ্টা পর টুইট করেন ৷ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ তাহলে কি সরকারের নীতির বিরোধিতায় করায় এত দেরিতে এল শুভেচ্ছা ? সেই গুঞ্জন ঘুরপাক খেতে থাকে বিভিন্ন মহলে ৷ যদিও রাজ্যস্তরে BJP নেতৃত্ব অভিজিৎকে শুভেচ্ছা জানান ৷ তবে অভিজিৎকে আধা বাঙালি বলতেও কসুর করেননি দিলীপ ৷ নোবেল জয়ের পর BJP সরকারের আরও অস্বস্তি বাড়ান অভিজিৎ ৷ বলেন, "ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ এখনকার বৃদ্ধির হারের তথ্য দেখে অদূর ভবিষ্যতে অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে নিশ্চিত হতে পারা যাচ্ছে না ৷"

গতকাল রাখঢাক না করে তথাগত রায় বলেন, "অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথাও বলছে কলকাতা, কোথাও মহারাষ্ট্রের ধুলে ৷ (আসলে) কোনটা ? ওঁর মা মারাঠি, বাবা বাঙালি, প্রয়াত দীপক বন্দ্যোপাধ্যায় ৷ মহারাষ্ট্রে নামের মাঝখানে পিতৃ নাম বসানোর প্রথা আছে | তাহলে ওঁর নামের মাঝখানে ‘বিনায়ক’ কেন, ‘দীপক’ হওয়া উচিত ছিল ! " এই মন্তব্যেরে জেরে বিতর্ক তৈরি হয় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, অভিজিতের বিরুদ্ধে এরূপ মন্তব্য করে আদতে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিচ্ছে ৷ BJP-কে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার যে চেষ্টা তৃণমূল করছে, তাতে আরও সুবিধা করে দিচ্ছে BJP নেতাদের মন্তব্য ৷

আর আজ ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেন মমতা ৷ নবান্নের সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে নাম না করে বলেন, কেউ কেউ বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন ৷ তিনি বলেন, "যদি কেউ প্রশ্ন করেন আচ্ছা আপনি কি বলতে পারেন, আমি আধা বাঙালি না কি আধা মারোয়াড়ি ? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মায়ের কোনও জাত হয় ? মায়ের কোনও ধর্ম হয় ? মায়ের কোনও বর্ণ হয় ? মা আধাআধি হয় না ৷ মা পুরোটাই হয় ৷ আর মায়ের আঁচলের মর্যাদা তাঁরাই বোঝেন, যাঁরা মা'কে ভালোবাসেন ৷" বাঙালির আবেগকে তুলে ধরে তিনি বলেন, বাঙালিরা পৃথিবীর সর্বত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ৷ সারা বিশ্বের বিভিন্ন সংস্থাতেই বাঙালিদের দাপট ৷ তিনি বলেন, "আমি এখনও বলি, নাসা থেকে ভাষা শীর্ষে বাংলা ৷ আগামী বছরই হয়ত বাংলা বিশ্বসেরা বিশ্ব বাংলা হয়ে গেল ৷ আমার বিশ্বাস আমরা সেরা হবই ৷ "

কলকাতা, 17 অক্টোবর : নোটবাতিল থেকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৷ একাধিক ইশুতে কেন্দ্রের নীতির সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সমালোচকেরই নোবেলপ্রাপ্তির পর কিছুটা উভয়সংকটে পড়ে BJP ৷ শুভেচ্ছা জানালেও তাঁকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ অভিজিৎকে আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ ৷ একইপথে হাঁটেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷ আর সেই বাঙালি ভাবাবেগকে কাজে লাগাতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কটাক্ষ করে বললেন, "মায়ের কোনও জাত, বর্ণ বা ধর্ম হয় না ৷"

বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য এবারের নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা তাঁকে শুভেচ্ছা জানান ৷ কিন্তু, কিছুটা আশ্চর্যজনকভাবে টুইটারে বরাবরই সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় চার ঘণ্টা পর টুইট করেন ৷ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ তাহলে কি সরকারের নীতির বিরোধিতায় করায় এত দেরিতে এল শুভেচ্ছা ? সেই গুঞ্জন ঘুরপাক খেতে থাকে বিভিন্ন মহলে ৷ যদিও রাজ্যস্তরে BJP নেতৃত্ব অভিজিৎকে শুভেচ্ছা জানান ৷ তবে অভিজিৎকে আধা বাঙালি বলতেও কসুর করেননি দিলীপ ৷ নোবেল জয়ের পর BJP সরকারের আরও অস্বস্তি বাড়ান অভিজিৎ ৷ বলেন, "ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ এখনকার বৃদ্ধির হারের তথ্য দেখে অদূর ভবিষ্যতে অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে নিশ্চিত হতে পারা যাচ্ছে না ৷"

গতকাল রাখঢাক না করে তথাগত রায় বলেন, "অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথাও বলছে কলকাতা, কোথাও মহারাষ্ট্রের ধুলে ৷ (আসলে) কোনটা ? ওঁর মা মারাঠি, বাবা বাঙালি, প্রয়াত দীপক বন্দ্যোপাধ্যায় ৷ মহারাষ্ট্রে নামের মাঝখানে পিতৃ নাম বসানোর প্রথা আছে | তাহলে ওঁর নামের মাঝখানে ‘বিনায়ক’ কেন, ‘দীপক’ হওয়া উচিত ছিল ! " এই মন্তব্যেরে জেরে বিতর্ক তৈরি হয় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, অভিজিতের বিরুদ্ধে এরূপ মন্তব্য করে আদতে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিচ্ছে ৷ BJP-কে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার যে চেষ্টা তৃণমূল করছে, তাতে আরও সুবিধা করে দিচ্ছে BJP নেতাদের মন্তব্য ৷

আর আজ ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেন মমতা ৷ নবান্নের সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে নাম না করে বলেন, কেউ কেউ বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন ৷ তিনি বলেন, "যদি কেউ প্রশ্ন করেন আচ্ছা আপনি কি বলতে পারেন, আমি আধা বাঙালি না কি আধা মারোয়াড়ি ? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মায়ের কোনও জাত হয় ? মায়ের কোনও ধর্ম হয় ? মায়ের কোনও বর্ণ হয় ? মা আধাআধি হয় না ৷ মা পুরোটাই হয় ৷ আর মায়ের আঁচলের মর্যাদা তাঁরাই বোঝেন, যাঁরা মা'কে ভালোবাসেন ৷" বাঙালির আবেগকে তুলে ধরে তিনি বলেন, বাঙালিরা পৃথিবীর সর্বত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ৷ সারা বিশ্বের বিভিন্ন সংস্থাতেই বাঙালিদের দাপট ৷ তিনি বলেন, "আমি এখনও বলি, নাসা থেকে ভাষা শীর্ষে বাংলা ৷ আগামী বছরই হয়ত বাংলা বিশ্বসেরা বিশ্ব বাংলা হয়ে গেল ৷ আমার বিশ্বাস আমরা সেরা হবই ৷ "

Intro:কলকাতা, ১৭ অক্টোবর : বাঙালি নোবেলজয়ী অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় আধা বাঙালি নন। আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গ তুলে বিজেপির দিকে তির্যক আঙুল তুলে মমতা বলেন, 'কাল অভিজিত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আমার খুব খারাপ লেগেছে । বলা উচিত নয়, আমাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি আধা বাঙালি নাকি আধা মারোয়াড়ি ? এ কথা কি ঠিক ! মায়ের কোনও কি জাত হয় ? ধর্ম হয় ? বর্ণ হয় ? মা কখনও আধা আধি হয় না। যখন দেখি বাংলা ভাষা সাহিত্যকে উচ্ছেদ করে কেউ কেউ নিজেদের অবগুণ্ঠন গাইতে শুরু করে তখন খারাপ লাগে। আমাদের বাংলা এরকম নয়।'


Body:গতকাল বিকেলে বাঙালি নোবেলজয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে সাক্ষাত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন তাঁদের আধা বাঙালি বলা হচ্ছে । এই বিষয়টি শোনার পরে রীতিমতো অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নোবেল জয়ীর পরিবারকে আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে এ বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যারা কলকাতার বিজ্ঞানীদের চোখে দেখতে পারেন না , কলকাতা নাকি একজনও বিজ্ঞানীকে তৈরি করতে পারে না। দেখছিলাম কোনও একটা কিছুতে। আমার খারাপ লাগছিল কালকে। বলা উচিত নয়, আমাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি আধা বাঙালি নাকি আধা মারোয়াড়ি ? মায়ের কি কখনও জাত হয় ? মা আধা আধি হয় না । পুরোটাই হয়। মায়ের আঁচলের মর্যাদা তাঁরাই বোঝে যারা মাকে ভালোবাসে।' প্রত্যয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নাশা থেকে ভাষা বাংলায় টপ। সব জায়গায় বাঙালি। তা দেখে হিংসা করলে হবে না। হিংসা হিংসাকে বর্জিত করে। কিন্তু ভালোবাসা মানুষকে অনেক বড় করে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.