ETV Bharat / state

KMC on Corona Vaccination : কলকাতায় কম বয়সি কোভিড টিকা প্রাপকের সংখ্যা 1 লক্ষ 23 হাজারের বেশি, জানাল পৌরসভা

author img

By

Published : Feb 8, 2022, 11:00 PM IST

শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের কোভিড টিকার (Minor Covid Vaccination) দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও ৷

Minor COVID vaccination in Kolkata
কলকাতায় কম বয়সি কোভিড টিকা প্রাপকের সংখ্যা

কলকাতা, 8 ফেব্রুয়ারি : এখনও পর্যন্ত কলকাতায় 15-18 বছর বয়সি 1 লক্ষ 23 হাজার 295 জন পেয়েছেন করোনা টিকার প্রথম ডোজ (Minor Covid Vaccination) ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷

গত 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সিদের করোনা টিকা দেওয়া ৷ কোভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের ৷ অতীন ঘোষ জানিয়েছেন, এই 1 লক্ষ 23 হাজার 295 জনের মধ্যে যাদের টিকার প্রথম ডোজ নেওয়ার পর 28 দিন হয়ে গিয়েছে তাদের ইতিমধ্যে দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়ে গিয়েছে ৷

কলকাতায় কম বয়সি কোভিড টিকা প্রাপকের সংখ্যা 1 লক্ষ 23 হাজার 295 জন

আরও পড়ুন : রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে, মৃত 32

স্কুল খুলে যাওয়ার কারণে এই টিকাকরণ কর্মসূচি আরও দ্রুত গতিতে সম্পন্ন করার তোড়জোড় করছে কলকাতা পৌরসভা । মনে করা হচ্ছে, আগামী মার্চ থেকে 15 বছরের কম বয়সিদেরও কোভিড টিকা প্রদান শুরু হতে পারে । কেন্দ্র যদি এই মর্মে কোনও নির্দেশ দেয় সেই মতো পদক্ষেপ করবে পৌরসভা ৷ করোনা সংক্রমণ এখন কলকাতায় নিম্নমুখী বলে জানিয়েছিন অতীন ঘোষ ৷ সংক্রমণ আরও কমবে বলে তাঁর আশা ৷

কলকাতা, 8 ফেব্রুয়ারি : এখনও পর্যন্ত কলকাতায় 15-18 বছর বয়সি 1 লক্ষ 23 হাজার 295 জন পেয়েছেন করোনা টিকার প্রথম ডোজ (Minor Covid Vaccination) ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷

গত 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সিদের করোনা টিকা দেওয়া ৷ কোভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের ৷ অতীন ঘোষ জানিয়েছেন, এই 1 লক্ষ 23 হাজার 295 জনের মধ্যে যাদের টিকার প্রথম ডোজ নেওয়ার পর 28 দিন হয়ে গিয়েছে তাদের ইতিমধ্যে দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়ে গিয়েছে ৷

কলকাতায় কম বয়সি কোভিড টিকা প্রাপকের সংখ্যা 1 লক্ষ 23 হাজার 295 জন

আরও পড়ুন : রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে, মৃত 32

স্কুল খুলে যাওয়ার কারণে এই টিকাকরণ কর্মসূচি আরও দ্রুত গতিতে সম্পন্ন করার তোড়জোড় করছে কলকাতা পৌরসভা । মনে করা হচ্ছে, আগামী মার্চ থেকে 15 বছরের কম বয়সিদেরও কোভিড টিকা প্রদান শুরু হতে পারে । কেন্দ্র যদি এই মর্মে কোনও নির্দেশ দেয় সেই মতো পদক্ষেপ করবে পৌরসভা ৷ করোনা সংক্রমণ এখন কলকাতায় নিম্নমুখী বলে জানিয়েছিন অতীন ঘোষ ৷ সংক্রমণ আরও কমবে বলে তাঁর আশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.