কলকাতা, 3 জুন : জলবন্দী হয়ে থাকা হাজার হাজার মানুষের কাছে নৌকায় করে খাবার পৌঁছে দিচ্ছেন সন্ন্যাসীরা । মৌসুনি দ্বীপের বিস্তীর্ণ এলাকার দুর্গত মানুষদের জন্য শুকনো ও রান্না করা খাবার সরবরাহ করছেন তাঁরা । শুধুমাত্র খাবার নয় মাথার ওপরের ছাউনির জন্য ত্রিপলসহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যও সরবরাহ করছেন সন্ন্যাসীরা ।
আমফান ঘূর্ণিঝড় বিপর্যয়ের পর থেকে ঘরছাড়া মানুষদের জন্য লাগাতার পরিষেবা দিয়ে চলেছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা । ইতিমধ্যে অনেকগুলো কমিউনিটি কিচেন তৈরি করে বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা । ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের এই কর্মকাণ্ডে সার্বিক সাহায্য করছে রাজ্য সরকারও । পরিষেবা দেওয়ার কাজ নিয়মিত চললেও সন্ন্যাসীরা উপলব্ধি করেন, অনন্ত জলরাশি ভেঙে মৌসুনি দ্বীপের অভুক্ত মানুষেরা খাবার নিতে আসতে পারছেন না । এমনকী পৌঁছাচ্ছে না তাঁদের জন্য আহার । চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মৌসুনি দ্বীপের বাসিন্দারা । এবারে তাঁদের দুয়ারে খাবার পৌঁছে দিতে তৎপর হলেন সন্ন্যাসীরা । আজই নৌকো করে খাবার, ত্রিপল-সহ অন্যান্য সামগ্রী সঙ্গে নিয়ে গিয়ে মৌসুনি দ্বীপে হাজির হন সন্ন্যাসীরা।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,‘‘এবারে মৌসুনি দ্বীপের বিস্তীর্ণ এলাকায় খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে । স্বামী সত্যমিত্রানন্দের নেতৃত্বে এই ত্রাণ কাজ চলছে । এলাকায় সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকেরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ করছেন । তাঁদের জন্য প্রচুর পরিমাণে রান্না করা ও শুকনো খাবার দেওয়া হচ্ছে ।’’