ETV Bharat / state

বড়বাজারে ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় গ্রেপ্তার যুবক - snatching

বড়বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ৷ ট্রাফিক পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ছিনতাইবাজ ৷ বড়বাজার থানার পুলিশ ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে ৷ জিজ্ঞাসাবাদ চলছে ৷

snatcher arrested
ধৃত রহিত মালি
author img

By

Published : Jan 21, 2020, 4:58 AM IST

কলকাতা , 21 জানুয়ারি : ফের কলকাতায় ছিনতাইয়ের ঘটনা । এবার বড়বাজার এলাকায় । তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ধরা পড়েছে ছিনতাইবাজ । পরে তাকে বড়বাজার থানার হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

গতকাল সন্ধ্যায় হাওড়ার বাসিন্দা রাজেন্দ্র গুপ্ত সোনাপট্টি থেকে তাঁর বাড়ি ফিরছিলেন । তাঁর ব্যাগে ছিল কুড়ি হাজার টাকা । অভিযোগ, বড়বাজারের কাছে এক যুবক তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাত্মা গান্ধি রোড ধরে পালানোর চেষ্টা করে ৷ রাজেন্দ্রবাবু চিৎকার করেন ৷ ওই এলাকায় সে সময় কর্মরত ছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট ডি এস লাকরা ৷ তিনি আওয়াজ শুনে ছুটে যান ৷ তাঁর ওয়াকিটকির মাধ্যমে অন্য অফিসারদের সতর্ক করে দেন ৷ সতর্কবার্তা পেয়ে আরও এক সার্জেন্ট অরুণাভ দয়াল তাড়া করেন ছিনতাইবাজকে । কলেজ স্ট্রিটের কাছেই ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন তিনি ৷

ধৃতের নাম রহিত মালি । সে ইন্দ্র বিশ্বাস রোডের বাসিন্দা । তাকে বড়বাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

সম্প্রতি কলকাতায় ছিনতাইবাজ কমে গেছে বলে লালবাজারের তরফ থেকে দাবি করা হয়েছিল । কিন্তু এ মাসেই পরপর দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে ৷

কলকাতা , 21 জানুয়ারি : ফের কলকাতায় ছিনতাইয়ের ঘটনা । এবার বড়বাজার এলাকায় । তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ধরা পড়েছে ছিনতাইবাজ । পরে তাকে বড়বাজার থানার হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

গতকাল সন্ধ্যায় হাওড়ার বাসিন্দা রাজেন্দ্র গুপ্ত সোনাপট্টি থেকে তাঁর বাড়ি ফিরছিলেন । তাঁর ব্যাগে ছিল কুড়ি হাজার টাকা । অভিযোগ, বড়বাজারের কাছে এক যুবক তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাত্মা গান্ধি রোড ধরে পালানোর চেষ্টা করে ৷ রাজেন্দ্রবাবু চিৎকার করেন ৷ ওই এলাকায় সে সময় কর্মরত ছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট ডি এস লাকরা ৷ তিনি আওয়াজ শুনে ছুটে যান ৷ তাঁর ওয়াকিটকির মাধ্যমে অন্য অফিসারদের সতর্ক করে দেন ৷ সতর্কবার্তা পেয়ে আরও এক সার্জেন্ট অরুণাভ দয়াল তাড়া করেন ছিনতাইবাজকে । কলেজ স্ট্রিটের কাছেই ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন তিনি ৷

ধৃতের নাম রহিত মালি । সে ইন্দ্র বিশ্বাস রোডের বাসিন্দা । তাকে বড়বাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

সম্প্রতি কলকাতায় ছিনতাইবাজ কমে গেছে বলে লালবাজারের তরফ থেকে দাবি করা হয়েছিল । কিন্তু এ মাসেই পরপর দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে ৷

Intro:কলকাতা, 20 জানুয়ারি: ফের কলকাতা শহরে ছিনতাইয়ের ঘটনা। এবার বড়বাজার এলাকায়। থানার অপেক্ষা না করে ঘটনায় তৎপর হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। তারা করে ছিনতাইবাজকে ধরে ফেলেন এক ট্রাফিক সার্জেন। তাকে বড় বাজার থানার হাতে তুলে দিয়েছে ট্রাফিক বিভাগ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Body:পুলিশ সূত্রে জানা গেছে, আজ কিছুক্ষণ আগে হাওড়ার বাসিন্দা রাজেন্দ্র গুপ্ত সোনাপট্টি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর বয়স 73 বছর। তার ব্যাগে ছিলো কুড়ি হাজার টাকা। আচমকা এক যুবক তার হাত থেকে ব্যাগ টেনে নিয়ে পূর্বদিকে মহাত্মা গান্ধী রোডের দিকে দৌড় লাগায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন রাজেন্দ্র। কাছাকাছি ছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট ডিএস লাকরা। তুমি তার ওয়াকি পাখির মাধ্যমে অন্য অফিসারদের সতর্ক করে দেন। তার সতর্কবার্তা শুনে আরেক সার্জেন্ট অরুনাভ দলায় তারা করেন ছিনতাইবাজকে। কলাকার স্ট্রিটের কাছে আসতেই তাকে ধরে ফেলেন অরুনাভ।



Conclusion:জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বছর 23 এর ওই ছিনতাইবাজের নাম রহিত মালি। সে ইন্দ্র বিশ্বাস রোডের বাসিন্দা। ধৃতকে বড়বাজার থানার হাতে তুলে দেওয়া হয়। তবে সম্প্রতি কলকাতায় ছিনতাইবাজ কমে গেছে বলে দাবি করেছিল লালবাজার। কিন্তু এ মাসেই পরপর দুটি ঘটল ছিনতাইয়ের ঘটনা। যা ভাবাচ্ছে পুলিশকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.