কলকাতা , 21 জানুয়ারি : ফের কলকাতায় ছিনতাইয়ের ঘটনা । এবার বড়বাজার এলাকায় । তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ধরা পড়েছে ছিনতাইবাজ । পরে তাকে বড়বাজার থানার হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।
গতকাল সন্ধ্যায় হাওড়ার বাসিন্দা রাজেন্দ্র গুপ্ত সোনাপট্টি থেকে তাঁর বাড়ি ফিরছিলেন । তাঁর ব্যাগে ছিল কুড়ি হাজার টাকা । অভিযোগ, বড়বাজারের কাছে এক যুবক তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাত্মা গান্ধি রোড ধরে পালানোর চেষ্টা করে ৷ রাজেন্দ্রবাবু চিৎকার করেন ৷ ওই এলাকায় সে সময় কর্মরত ছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট ডি এস লাকরা ৷ তিনি আওয়াজ শুনে ছুটে যান ৷ তাঁর ওয়াকিটকির মাধ্যমে অন্য অফিসারদের সতর্ক করে দেন ৷ সতর্কবার্তা পেয়ে আরও এক সার্জেন্ট অরুণাভ দয়াল তাড়া করেন ছিনতাইবাজকে । কলেজ স্ট্রিটের কাছেই ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন তিনি ৷
ধৃতের নাম রহিত মালি । সে ইন্দ্র বিশ্বাস রোডের বাসিন্দা । তাকে বড়বাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
সম্প্রতি কলকাতায় ছিনতাইবাজ কমে গেছে বলে লালবাজারের তরফ থেকে দাবি করা হয়েছিল । কিন্তু এ মাসেই পরপর দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে ৷