ETV Bharat / state

Selim at the video release ceremony: গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠানে বগটুই কাণ্ড ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সোচ্চার সেলিম - Mohammad Selim is vocal about all incidents from Bagtui case to Alia University

বগটুই কাণ্ড ও আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সোচ্চার মহম্মদ সেলিম ৷ বললেন, পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে ৷ মেহনতী মানুষদের জন্য ডাক্তার সৌমিক দাসের লেখা গানের ভিডিও প্রকাশ করলেন এদিন (Selim at the video release ceremony) ৷

মহম্মদ সেলিম
mohammad selim
author img

By

Published : Apr 4, 2022, 11:54 AM IST

কলকাতা, 4 এপ্রিল : 23তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে কেরালার কান্নরে। 6 থেকে 10 এপ্রিল পার্টি কংগ্রেসজুড়ে এখন সাজো সাজো রব। তার আগে মেহনতী মানুষের জন্য ডাক্তার সৌমিক দাসের লেখা গানের ভিডিও প্রকাশ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Selim at the video release ceremony)।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সৌমিক দাস। দেশের মধ্যে ঘটে চলা নৈরাজ্য এবং বর্বরতার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের চেতনা এবং সচেতনতার কথা তুলে ধরে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। রাজ্য রাজনীতিতে এখন উত্তপ্ত হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে। এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, গত 190 দিন ধরে ওই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনকে অন্য রূপে রূপান্তরিত করে দেওয়ার জন্য সরকার অনেকদিন ধরেই একটা ছক কষেছিল। এই আন্দোলন চলছিল অনিয়মের বিরুদ্ধে। কিন্তু তা দমনের মধ্যে দিয়ে বাইরে আসতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Drunk Couple Arrest : মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেফতার যুগল

এদিন বগটুই কাণ্ড থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় সমস্ত ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন মহম্মদ সেলিম। বগটুইয়ের যে জায়গা থেকে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে আনারুলকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন, সেই জায়গা থেকে গতকাল বেশ কিছু বোমা উদ্ধার হয় ৷ এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম জানান, পুলিশের কাজ পুলিশ না করতে করতে এখন কাজটা ভুলে গিয়েছে। পাশাপাশি যাঁরা আন্দোলন করছেন বা যাঁরা নিজের মত সোশ্যাল মিডিয়ায় পোষণ করছেন, তাঁদের ধরে জেলে পড়ছে এই পুলিশ । কারণ পুলিশ এখন আর নিজের কাজ করছে না ৷ দলদাসে পরিণত হয়েছে।

কলকাতা, 4 এপ্রিল : 23তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে কেরালার কান্নরে। 6 থেকে 10 এপ্রিল পার্টি কংগ্রেসজুড়ে এখন সাজো সাজো রব। তার আগে মেহনতী মানুষের জন্য ডাক্তার সৌমিক দাসের লেখা গানের ভিডিও প্রকাশ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Selim at the video release ceremony)।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সৌমিক দাস। দেশের মধ্যে ঘটে চলা নৈরাজ্য এবং বর্বরতার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের চেতনা এবং সচেতনতার কথা তুলে ধরে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। রাজ্য রাজনীতিতে এখন উত্তপ্ত হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে। এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, গত 190 দিন ধরে ওই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনকে অন্য রূপে রূপান্তরিত করে দেওয়ার জন্য সরকার অনেকদিন ধরেই একটা ছক কষেছিল। এই আন্দোলন চলছিল অনিয়মের বিরুদ্ধে। কিন্তু তা দমনের মধ্যে দিয়ে বাইরে আসতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Drunk Couple Arrest : মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেফতার যুগল

এদিন বগটুই কাণ্ড থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় সমস্ত ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন মহম্মদ সেলিম। বগটুইয়ের যে জায়গা থেকে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে আনারুলকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন, সেই জায়গা থেকে গতকাল বেশ কিছু বোমা উদ্ধার হয় ৷ এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম জানান, পুলিশের কাজ পুলিশ না করতে করতে এখন কাজটা ভুলে গিয়েছে। পাশাপাশি যাঁরা আন্দোলন করছেন বা যাঁরা নিজের মত সোশ্যাল মিডিয়ায় পোষণ করছেন, তাঁদের ধরে জেলে পড়ছে এই পুলিশ । কারণ পুলিশ এখন আর নিজের কাজ করছে না ৷ দলদাসে পরিণত হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.