ETV Bharat / state

মশাটে বোমা বিস্ফোরণে আহত নাবালক, শুভেন্দুর নিশানায় 'ডায়মন্ডহারবার মডেল'

Suvendu Adhikari Criticises Diamond Harbour Model: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে এক নাবালক আহত হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মশাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা বলে জানিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে 'ডায়মন্ডহারবার মডেল' ও পুলিশকে নিশানা করেছেন বিরোধী দলনেতা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 11:24 AM IST

Updated : Jan 10, 2024, 11:33 AM IST

ETV BHARAT File Image
ETV BHARAT File Image

কলকাতা ও ডায়মন্ডহারবার, 10 জানুয়ারি: ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক নাবালক ৷ বুধবার সোশাল মিডিয়ায় এই খবর দেওয়ার পাশাপাশি ঘটনার ভিডিয়ো এবং ছবিও শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, পুলিশ এই ঘটনাটিকে ধামাচাপা দিচ্ছে ৷ কোনও এফআইআর দায়ের হয়নি ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালক কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও বিষয়টিকে ধাপাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷

এদিন সকালে শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে বোমা বিস্ফোরণে আহত নাবালকের ছবি ও দুর্ঘটনাস্থলের ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ডহারবার মডেল'কেও নিশানা করেছেন ৷ শুভেন্দু জানিয়েছেন, "এটাই আসল ডায়মন্ডহারবার মডেল: দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার 1 ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত ৷ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলে তাজা বোমাকে বল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ হয় এবং তাতে সে গুরুতরভাবে জখমও হয়েছে ৷"

শুভেন্দু জানিয়েছেন, জখম হওয়া ছেলেটি নাবালক বলে তিনি তাঁর নাম ও ছবি প্রকাশ্যে আনেছেন না ৷ তবে, এই ইস্যুতে ডায়মন্ডহারবার পুলিশ এবং 'ডায়মন্ডহারবার মডেলে'র সমালোচনা করেছেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ ওই পোস্টে শুভেন্দু আরও লেখেন, "এবার আমরা বুঝতে পারছি কেন ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে 'বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট' হিসেবে পুরস্কৃত করা হয়েছে ৷"

এই ঘটনায় পুলিশে কোনও এফআইআর দায়ের হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধেও বিষয়টিকে লুকানোর অভিযোগ এনেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, "এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি এবং রোগীকে (নাবালক) খুব গোপনিয়তার সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এমনকী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানানোর বিষয়টি জরুরি বলে মনে করেনি ৷"

আরও পড়ুন:

  1. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  2. বাংলাদেশ যায়নি, তাহলে কোথায় শাহজাহান? নন্দীগ্রাম থেকে জানালেন শুভেন্দু
  3. আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা

কলকাতা ও ডায়মন্ডহারবার, 10 জানুয়ারি: ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক নাবালক ৷ বুধবার সোশাল মিডিয়ায় এই খবর দেওয়ার পাশাপাশি ঘটনার ভিডিয়ো এবং ছবিও শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, পুলিশ এই ঘটনাটিকে ধামাচাপা দিচ্ছে ৷ কোনও এফআইআর দায়ের হয়নি ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালক কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও বিষয়টিকে ধাপাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷

এদিন সকালে শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে বোমা বিস্ফোরণে আহত নাবালকের ছবি ও দুর্ঘটনাস্থলের ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ডহারবার মডেল'কেও নিশানা করেছেন ৷ শুভেন্দু জানিয়েছেন, "এটাই আসল ডায়মন্ডহারবার মডেল: দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার 1 ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত ৷ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলে তাজা বোমাকে বল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ হয় এবং তাতে সে গুরুতরভাবে জখমও হয়েছে ৷"

শুভেন্দু জানিয়েছেন, জখম হওয়া ছেলেটি নাবালক বলে তিনি তাঁর নাম ও ছবি প্রকাশ্যে আনেছেন না ৷ তবে, এই ইস্যুতে ডায়মন্ডহারবার পুলিশ এবং 'ডায়মন্ডহারবার মডেলে'র সমালোচনা করেছেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ ওই পোস্টে শুভেন্দু আরও লেখেন, "এবার আমরা বুঝতে পারছি কেন ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে 'বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট' হিসেবে পুরস্কৃত করা হয়েছে ৷"

এই ঘটনায় পুলিশে কোনও এফআইআর দায়ের হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধেও বিষয়টিকে লুকানোর অভিযোগ এনেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, "এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি এবং রোগীকে (নাবালক) খুব গোপনিয়তার সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এমনকী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানানোর বিষয়টি জরুরি বলে মনে করেনি ৷"

আরও পড়ুন:

  1. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  2. বাংলাদেশ যায়নি, তাহলে কোথায় শাহজাহান? নন্দীগ্রাম থেকে জানালেন শুভেন্দু
  3. আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা
Last Updated : Jan 10, 2024, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.