ETV Bharat / state

দুস্থ শিশুদের মুখে নববর্ষে দুধভাত তুলে দিলেন শশী পাঁজা

কোরোনার প্রতিরোধ করতে ইমিউনিটি ক্ষমতা বাড়ায় দুগ্ধজাত প্রোটিন । আজ নিজের এলাকায় দুস্থ শিশু ও মায়েদের হাতে দুধভাত তুলে দিলেন মন্ত্রী শশী পাঁজা ।

দুস্থ শিশুদের মুখে নববর্ষে দুধভাত তুলে দিলেন শশী পাঁজা
দুস্থ শিশুদের মুখে নববর্ষে দুধভাত তুলে দিলেন শশী পাঁজা
author img

By

Published : Apr 14, 2020, 8:23 PM IST

কলকাতা, 14 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতেই গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও চলছে লকডাউন । এর ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ । অনাহারে দিন কাটছে দরিদ্র মানুষের । কোরোনার প্রতিরোধ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুগ্ধজাত প্রোটিন । সেই উদ্দেশে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা একজন চিকিৎসক হিসেবে জানেন দুধের প্রয়োজনীয়তা ও গুণাবলী । আজ নিজের এলাকায় দুস্থ শিশু ও মায়েদের হাতে তুলে দিলেন দুধভাত ।

লকডাউনের জেরে অধিকাংশ মিষ্টির দোকান বন্ধ । ফলে দুধ লাগছে কম । অনেক পরিমাণে দুধ নষ্ট হয়ে যাচ্ছে । অন‍্যদিকে অর্থের অভাবে ঠিক মতো খেতে পাচ্ছে না শিশুরা । তাই আজ শশী পাঁজা দুধওয়ালাদের থেকে দুধ সংগ্রহ করেন । নতুন বছরের প্রথম দিনই 18 নম্বর ওয়ার্ডের গৌরিশংকর লেনের দুস্থ শিশুদের মধ্যে দুধ বিতরণ করেন ।

শশী পাঁজা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুগ্ধজাত প্রোটিন । তাই এই সময় বিশেষ করে শিশুদের দুধ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন । তাই এই দুর্দিনে দুস্থ শিশুদের জন্য দুধভাতের আয়োজন করেন তিনি । সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই আজ তিনি এই উদ্যোগ নিয়েছেন ।

কলকাতা, 14 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতেই গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও চলছে লকডাউন । এর ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ । অনাহারে দিন কাটছে দরিদ্র মানুষের । কোরোনার প্রতিরোধ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুগ্ধজাত প্রোটিন । সেই উদ্দেশে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা একজন চিকিৎসক হিসেবে জানেন দুধের প্রয়োজনীয়তা ও গুণাবলী । আজ নিজের এলাকায় দুস্থ শিশু ও মায়েদের হাতে তুলে দিলেন দুধভাত ।

লকডাউনের জেরে অধিকাংশ মিষ্টির দোকান বন্ধ । ফলে দুধ লাগছে কম । অনেক পরিমাণে দুধ নষ্ট হয়ে যাচ্ছে । অন‍্যদিকে অর্থের অভাবে ঠিক মতো খেতে পাচ্ছে না শিশুরা । তাই আজ শশী পাঁজা দুধওয়ালাদের থেকে দুধ সংগ্রহ করেন । নতুন বছরের প্রথম দিনই 18 নম্বর ওয়ার্ডের গৌরিশংকর লেনের দুস্থ শিশুদের মধ্যে দুধ বিতরণ করেন ।

শশী পাঁজা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুগ্ধজাত প্রোটিন । তাই এই সময় বিশেষ করে শিশুদের দুধ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন । তাই এই দুর্দিনে দুস্থ শিশুদের জন্য দুধভাতের আয়োজন করেন তিনি । সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই আজ তিনি এই উদ্যোগ নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.