কলকাতা, 29 অক্টোবর: এমআরআই সম্পূর্ণ হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সাধারণ এমআরআই ছাড়া সারভাইক্যাল স্পাইনের এমআরআইও করা হয়েছে তাঁর। তবে এখনও তাঁর শরীরের বাঁ-দিকে দুর্বলতা রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রেশন দুর্নীতি কাণ্ডে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এরপর আদালতে পেশ করা হলে তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক তনুময় কর্মকার । আর সেই নির্দেশ শুনে আদালতেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী । বমিও হয় তাঁর । এরপরই জ্যোতিপ্রিয়র চিকিৎসার বিষয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিলেন বিচারক । তড়িঘড়ি বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । আদালতের নির্দেশ মোতাবেক আপাতত সেখানেই চিকিৎসা হবে তাঁর । হাসপাতাল সূত্রে খবর, এদিন হোল্টার মনিটর দুপুর পর্যন্ত চলেছে মন্ত্রীর। এছাড়াও বেশ কিছু পরীক্ষাও করা হয় তাঁর। হাসপাতালের সান্ধ্যকালীন মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, মোটের উপর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।
অন্যদিকে, হাসপাতালের বাইরে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন রাখা হয়েছে। ইডি অফিসাররা মাঝেমধ্যেই বেসরকারি হাসপাতালে এসে তাঁর অবস্থার খোঁজ নিয়ে যাচ্ছেন । রবিবার সকালেও দু'জন ইডি অফিসার হাসপাতালে আসেন । শুক্রবার ও শনিবার রাতেও দু'জন ইডি অফিসার হাসপাতাল এসেছিলেন । কী চিকিৎসা তাঁর চলছে, বর্তমানে কোন পর্যায়ে আছেন তিনি, সেই সব বিষয়ে খোঁজ নিয়ে যাচ্ছেন তাঁরা। সেই রিপোর্ট তাঁরা আদালতে পরবর্তী শুনানিতে পেশ করবেন বলে খবর।
আরও পড়ুন: এখনই মন্ত্রী পদ হারাচ্ছেন না ইডি’র হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয়
শনিবার সকালেই জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য তৈরি করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড । সেই বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়, কার্ডিয়োলজিস্ট আফতাব খান, নিউরোলজিস্ট সদানন্দ দে এবং একজন নেফ্রলজিস্ট চিকিৎসক। সেই মেডিক্যাল বোর্ড প্রতিনিয়ত বৈঠকে বসছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সমস্ত টেস্টের রিপোর্ট দেখে প্রতিনিয়ত আলোচনাও করছেন তাঁরা। মন্ত্রীর রক্তচাপ ও শর্করার যে পরিমাণ তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত সাধারণ ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে মন্ত্রীকে।