কলকাতা , 2 এপ্রিল : আজ সকালে কলকাতায় মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয় । মেট্রো কতৃপক্ষের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়, মধ্য কলকাতার সেন্ট্রাল স্টেশনের একটি সাবস্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয় ।
এই ত্রুটির জন্য উত্তর কলকাতার গিরিশ পার্ক স্টেশন থেকে দক্ষিণের ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে । ফলে উত্তরে ট্রেন চলাচল করে গিরিশ পার্ক স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত । অপরদিকে দক্ষিণে ময়দান স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল অব্যহত থাকে ৷
আরও পড়ুন : লেনিন সরণির বহুতলে আগুন, ঘটনাস্থানে দমকলের 13টি ইঞ্জিন
অবশ্য বেলা 12.30 নাগাদ সাবস্টেশনের যান্ত্রিক ত্রুটি সরিয়ে ফেলা হয়। এরপরেই মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়।