ETV Bharat / state

Kolkata Metro Service: সোমবার ছুটির দমদম-কবি সুভাষ লাইনে কমছে মেট্রোর সংখ্যা - ইস্ট ওয়েস্ট করিডোর

সোমবার নর্থ-সাউথে অন্যদিনের তুলনায় মেট্রো কম চলবে (Kolkata Metro Service) ৷ এদিন মোট সারা দিনে মিলবে 234টি পরিষেবা ৷ অন্য সময় সোমবার যে যায়গায় পাওয়া যায় 288টি পরিষেবা ৷

ETV Bharat
কলকাতা মেট্রো পরিষেবা
author img

By

Published : Dec 25, 2022, 1:11 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: আজ বড়দিন ৷ তবে রাজ্য সরকারের তরফে আগামী সোমবার অর্থাৎ 26 ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে । তাই ওই দিন ছুটির জন্য স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) থাকে, তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে (Metro to run less services on Monday) । আজ তেমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ।

সাধারণত শনিবার ও রবিবার ছাড়া নর্থ সাউথ করিডোর (North South Corridor ) বা ব্লু লাইনে চলে 288টি পরিষেবা । তবে সোমবার সেই জায়গায় 234টি (117 আপ ও 117 ডাউন) পরিষেবা চালানো হবে । পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিট থেকে এবং রাতে শেষ মেট্রো পাওয়া যাবে 10.35 মিনিটে ।

দিনের প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:55 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে ।

দিনের শেষ পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে । কবি সুভাস থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে, রাত 9:40 মিনিটে । কবি সুভাষ থেকে দমদম অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । ইস্ট-ওয়েস্ট করিডোরে ওইদিন মেট্রো পরিষেবার সূচি অপরিবর্তিত থাকবে ।

আরও পড়ুন: ক্রিসমাসের দিন যাত্রীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে মেট্রোয় নিরাপত্তা

বড়দিন এবং ক'দিন পরেই ইংরেজি বর্ষবরণ । করোনা মুক্ত এই ক্রিসমাস (Christmas) যে মানুষজন লুটেপুটে উপভোগ করবে তা বলাই বাহুল্য । তবে করোনার নয়া প্রজাতির সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে দেশে । করোনা যাতে রাজ্য তথা দেশে ফের প্রভাব ফেলতে না পারে তাই স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে । বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড় । আর সেখানেই মাথায় রাখতে হবে দূরত্ব বিধি । তাই এই বছর যাত্রী সুবিধার্থে সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে মেট্রো রেলের তরফে ।

কলকাতা, 25 ডিসেম্বর: আজ বড়দিন ৷ তবে রাজ্য সরকারের তরফে আগামী সোমবার অর্থাৎ 26 ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে । তাই ওই দিন ছুটির জন্য স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) থাকে, তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে (Metro to run less services on Monday) । আজ তেমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ।

সাধারণত শনিবার ও রবিবার ছাড়া নর্থ সাউথ করিডোর (North South Corridor ) বা ব্লু লাইনে চলে 288টি পরিষেবা । তবে সোমবার সেই জায়গায় 234টি (117 আপ ও 117 ডাউন) পরিষেবা চালানো হবে । পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিট থেকে এবং রাতে শেষ মেট্রো পাওয়া যাবে 10.35 মিনিটে ।

দিনের প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:55 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে ।

দিনের শেষ পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে । কবি সুভাস থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে, রাত 9:40 মিনিটে । কবি সুভাষ থেকে দমদম অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । ইস্ট-ওয়েস্ট করিডোরে ওইদিন মেট্রো পরিষেবার সূচি অপরিবর্তিত থাকবে ।

আরও পড়ুন: ক্রিসমাসের দিন যাত্রীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে মেট্রোয় নিরাপত্তা

বড়দিন এবং ক'দিন পরেই ইংরেজি বর্ষবরণ । করোনা মুক্ত এই ক্রিসমাস (Christmas) যে মানুষজন লুটেপুটে উপভোগ করবে তা বলাই বাহুল্য । তবে করোনার নয়া প্রজাতির সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে দেশে । করোনা যাতে রাজ্য তথা দেশে ফের প্রভাব ফেলতে না পারে তাই স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে । বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড় । আর সেখানেই মাথায় রাখতে হবে দূরত্ব বিধি । তাই এই বছর যাত্রী সুবিধার্থে সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে মেট্রো রেলের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.