কলকাতা, 21 মার্চ : কোরোনা সংক্রমণকে রুখতে 22 মার্চ অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতা কারফিউর ডাক দিয়েছেন । তবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে মেট্রো চলবে ৷
নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট নিয়ে শহরের মেট্রো পরিষেবা । যদিও অন্য রবিবারের তুলনায় পরিষেবা কম থাকবে । নর্থ-সাউথের ক্ষেত্রে অন্য রবিবারগুলিতে যেখানে 124টি পরিষেবা থাকে সেখানে আগামীকাল প্রতি 30 মিনিট অন্তর মেট্রো চলবে । 22 মার্চ আপ 27 ও ডাউন 27 মিলিয়ে মোট পরিষেবার সংখ্যা থাকবে 54টি ।
অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও প্রতি 30 মিনিট অন্তর চলবে মেট্রো । মোট পরিষেবার সংখ্যা 34টি । নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।