ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেলদের চিকিৎসা নিশ্চিত করতে নোটিশ মেডিকেলে - frontline healthcare personel

কোরোনা আক্রান্ত ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেলদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এনিয়ে নোটিশও জারি করেছে তারা ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 22, 2020, 1:19 PM IST

কলকাতা, 22 জুলাই : কোরোনায় আক্রান্ত ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেলদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে তারা ।

যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোরোনা রোগীদের চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাঁদের ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেল বলা হয় । তাঁরা কোরোনায় আক্রান্ত হলে যাতে চিকিৎসার জন্য কোনও হয়রানির মুখোমুখি হতে না হয় তার জন্য একটি নোটিশ জারি করেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । নোটিশে বলা হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোনও ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেল যদি কোরোনায় আক্রান্ত হন তাহলে তাঁকে হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের 8 এবং 9 নম্বর ফ্লোরের কেবিনে ভরতি করানো হবে । তবে যদি এই দুটো ফ্লোরের কোনও কেবিনে কোনও বেড ফাঁকা না থাকে তাহলে তাঁকে মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ এর ফলে তিনি অন্য মেডিকেল কলেজের থেকেও আরও ভালো সুবিধা যে হাসপাতালে আছে সেখানে ভরতির সুযোগ পাবেন । অন্য কোনও হাসপাতালে ভরতি করানোর জন্য প্রয়োজনে যানবাহনের ব্যবস্থাও করে দেবে এই হাসপাতাল কর্তৃপক্ষ । এর জন্য এখানকার ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে । প্রয়োজনে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP-র সঙ্গেও যোগাযোগ করা যাবে ।

কোরোনা রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের কেবিনে 24টি বেড রয়েছে । অনেক ক্ষেত্রেই কোরোনা রোগীকে হাসপাতালে ভরতির জন্য বেডের অভাবে হয়রানির অভিযোগ উঠছে । এই অভিযোগ উঠেছিল এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারকে ভরতি নেওয়ার ক্ষেত্রেও । পরে হাসপাতালে ভরতি হতে না পেরে তাঁকে নদিয়ার এক হাসপাতালে ভরতি করানো হয় । এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ওই নোটিশ দেওয়া হয়েছে বলে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

কলকাতা, 22 জুলাই : কোরোনায় আক্রান্ত ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেলদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে তারা ।

যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোরোনা রোগীদের চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাঁদের ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেল বলা হয় । তাঁরা কোরোনায় আক্রান্ত হলে যাতে চিকিৎসার জন্য কোনও হয়রানির মুখোমুখি হতে না হয় তার জন্য একটি নোটিশ জারি করেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । নোটিশে বলা হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোনও ফ্রন্টলাইন হেলথকেয়ার পার্সোনেল যদি কোরোনায় আক্রান্ত হন তাহলে তাঁকে হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের 8 এবং 9 নম্বর ফ্লোরের কেবিনে ভরতি করানো হবে । তবে যদি এই দুটো ফ্লোরের কোনও কেবিনে কোনও বেড ফাঁকা না থাকে তাহলে তাঁকে মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ এর ফলে তিনি অন্য মেডিকেল কলেজের থেকেও আরও ভালো সুবিধা যে হাসপাতালে আছে সেখানে ভরতির সুযোগ পাবেন । অন্য কোনও হাসপাতালে ভরতি করানোর জন্য প্রয়োজনে যানবাহনের ব্যবস্থাও করে দেবে এই হাসপাতাল কর্তৃপক্ষ । এর জন্য এখানকার ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে । প্রয়োজনে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP-র সঙ্গেও যোগাযোগ করা যাবে ।

কোরোনা রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের কেবিনে 24টি বেড রয়েছে । অনেক ক্ষেত্রেই কোরোনা রোগীকে হাসপাতালে ভরতির জন্য বেডের অভাবে হয়রানির অভিযোগ উঠছে । এই অভিযোগ উঠেছিল এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারকে ভরতি নেওয়ার ক্ষেত্রেও । পরে হাসপাতালে ভরতি হতে না পেরে তাঁকে নদিয়ার এক হাসপাতালে ভরতি করানো হয় । এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ওই নোটিশ দেওয়া হয়েছে বলে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.