কলকাতা, 14 জুন : SSKM, RG কর, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজে চলছে গণইস্তফা । কোথায় 175, কোথায় বা 100 । জুনিয়র, সিনিয়র মিলিয়ে একের পর এক ডাক্তার দিচ্ছেন গণইস্তফা ।
শুরুটা হয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল দিয়ে । তারপর সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । প্রথমে হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সুর নরম করেছে রাজ্য । চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দিয়েছে প্রশাসন । কিন্তু, তাতে কাজের কাজ হয়নি । সমস্ত দাবি পূরণ না হলে তাঁরা যে একচুলও সরে আসবেন না তা বার বার বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ।
এই সংক্রান্ত খবর : RG কর হাসপাতালে 96 চিকিৎসকের ইস্তফা
গতকাল স্বাস্থ্য ভবনে পদত্যাগপত্র পাঠান NRS-র অধ্যক্ষ ও সুপার । এদিকে আজ সকাল থেকেই চলছে গণইস্তফা । SSKM-এ এখনও পর্যন্ত 175 জন জুনিয়র ও সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন । RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার, সিনিয়র মিলিয়ে 96 জন ইস্তফাপত্র পাঠিয়েছেন । NRS-র 100 জন ডাক্তার ইস্তফা পাঠিয়েছেন স্বাস্থ্য দপ্তরে । ইস্তফা দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের 16 জন ডাক্তারও ।
এই সংক্রান্ত খবর : চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস রাজ্য প্রশাসনের
এই সংক্রান্ত খবর : বখাটে ছেলেমেয়েদের দলে নাও, আমরা চাকরি দিই : মমতা