ETV Bharat / state

Kolkata Market Price: ছুটির দিনে কি সহজলভ্য হবে বাজার ? বেরোনোর আগে দেখে নিন আজকের দর

কেমন থাকছে আজ ঈদের বাজার ? কীসের দাম বাড়ল ? কমল কি ডিমের দাম ? যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর(Kolkata Market Price)৷

todays market price of kolkata
আজকের বাজারদর
author img

By

Published : Jul 10, 2022, 8:11 AM IST

কলকাতা, 10 জুলাই: রবিবার মানেই ছুটির দিন আর তার সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া ৷ খাবার টেবিলে রকমারি সব পদ ৷ তবে বাজারে বেরোনোর আগে একবার ঝট করে দেখে নিন কেমন রয়েছে আজকের বাজারদর ৷ তারপর না হয় পকেট বুঝে আজকের মেনুটা ঠিক করা যাবে(Market Price of Egg Fish Vegetable Meat in Kolkata)৷

রবিবাসরীয় বাজার বলছে মাছ, মাংসের দামে বিশেষ কোনও পরিবর্তন হয়নি । সবজিতে দু'এক টাকা বদল হলেও আলু, পেঁয়াজের দাম একই রয়েছে । তবে বাজারভেদে দামের কিছুটা তারতম্য রয়েছে । আজ ঈদের কারণে শশার দাম বেড়েছে ৷

কাঁচা সবজি -

জ্যোতি আলু : 28 টাকা কিলো
চন্দ্রমুখী আলু : 35 টাকা কিলো
আদা : কিলো 80 টাকা
পেঁয়াজ : কিলো 25 টাকা
উচ্ছে : প্রতি কিলো 25-30 টাকা
কলা : 5 টাকা পিস
বেগুন : 55-60 টাকা কিলো
পটল : প্রতি কিলো 30 টাকা
পাকা পটল : 50-60 টাকা কিলো
কুঁদরি : প্রতি কিলো 20-25 টাকা
গাঁটি কচু : 40 টাকা কিলো
লাল বিট : 50-60 টাকা কিলো
কাঁকরোল : 40 টাকা কিলো
ঝিঙে : 30 টাকা কিলো
ঢ্যাঁড়স : প্রতি কিলো 20 টাকা
কুমড়ো : প্রতি কিলো 20 টাকা
লাউ : প্রতি পিস 30 টাকা
টমেটো : প্রতি কিলো 35-40 টাকা
পেঁপে : 50 টাকা কিলো
চিচিঙ্গা : 30 টাকা প্রতি কিলো
ওল : 40 টাকা
শসা : 80-100 টাকা প্রতি কিলো
মটরশুঁটি : 30 টাকা কিলো
বাঁধাকপি : 50 টাকা কিলো
ফুলকপি : 40 টাকা পিস
বরবটি : 55-60 টাকা কিলো
বিনস : 120 টাকা কিলো
গাজর : 60 টাকা কিলো
মুলো : 30 টাকা কেজি
ক্যাপসিকাম : 100-120 টাকা কিলো
সজনে ডাটা : 100 টাকা কিলো
ধনেপাতা : 10 টাকা আঁটি (100 গ্রাম)
পুঁই শাক : 20 টাকা কেজি
লাল শাক : 10 টাকা আঁটি
পাট শাক : 10 টাকা আঁটি
কাঁচালঙ্কা : প্রতি কিলো 120 টাকা
কুলেখাঁড়া : 5 টাকা আঁটি
পাতিলেবু : 3-5 টাকা পিস
নটে শাক : 5 টাকা আঁটি
কলমি শাক : 5 টাকা আঁটি
আরও পড়ুন : নিত্যদিনের স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে নিন মশলা চা
মাছ -
রুই : প্রতি কিলো 180-200 টাকা (গোটা ডিম ছাড়া)
রুই : প্রতি কিলো 190-220 টাকা (গোটা)
রুই : প্রতি কিলো 250-280 টাকা (কাটা)

কাতলা : প্রতি কিলো 230-250 টাকা (গোটা ডিম ছাড়া)
কাতলা : প্রতি কিলো 250-300 টাকা (গোটা)
কাতলা : প্রতি কিলো 325-400 টাকা (কাটা)
ভেটকি : প্রতি কিলো 600-650 টাকা
ইলিশ : (500-750 গ্রাম) 900-1000 টাকা কিলো
ইলিশ : (2 কেজি বা তার বেশি) 1700-1800 টাকা কিলো
ইলিশ : (2 কেজি বা তার বেশি) 2000-2100 টাকা কিলো
আরও পড়ুন : বৃষ্টি কাঁটা নয়, ঈদে হালকা ভিজবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

তেলাপিয়া : প্রতি কিলো 100-120 টাকা
দেশি তেলাপিয়া : 150 টাকা কিলো
বাটা : প্রতি কিলো 120 টাকা
ভোলা : প্রতি কিলো 170-200 টাকা
ট্যাংরা : 400-420 টাকা কিলো
মৌরলা : 250-280 টাকা
পাবদা ছোট : 350-420 টাকা
পাবদা : 650-720 টাকা কিলো প্রতি
পার্শে : 350-400 টাকা কিলো প্রতি
পমফ্রেট : 600 টাকা কিলো প্রতি
বোয়াল : 200 টাকা প্রতি কিলো
গলদা চিংড়ি : প্রতি কিলো 500 টাকা
বাগদা চিংড়ি : প্রতি কিলো 600 টাকা
চামড়া চিংড়ি : প্রতি কিলো 300 টাকা

ডিম -
পোল্ট্রি : 12 টাকা জোড়া
দেশি মুরগি : 20 টাকা জোড়া
হাঁস : 18 টাকা জোড়া

মাংস -
মুরগি : প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি : প্রতি কিলো 200 টাকা (কাটা)
বয়লার : প্রতি কিলো 125 টাকা (গোটা)
বয়লার : প্রতি কিলো 165 টাকা (কাটা)
কক : প্রতি কিলো 280 টাকা
দেশি : প্রতি কিলো 390 টাকা
পাঁঠা বা খাসি : প্রতি কিলো 760 টাকা

আরও পড়ুন : গায়ে লেখা আল্লার নাম, ছাগলের দাম 'মাত্র' 70 লক্ষ টাকা ! কিনবেন নাকি ?

কলকাতা, 10 জুলাই: রবিবার মানেই ছুটির দিন আর তার সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া ৷ খাবার টেবিলে রকমারি সব পদ ৷ তবে বাজারে বেরোনোর আগে একবার ঝট করে দেখে নিন কেমন রয়েছে আজকের বাজারদর ৷ তারপর না হয় পকেট বুঝে আজকের মেনুটা ঠিক করা যাবে(Market Price of Egg Fish Vegetable Meat in Kolkata)৷

রবিবাসরীয় বাজার বলছে মাছ, মাংসের দামে বিশেষ কোনও পরিবর্তন হয়নি । সবজিতে দু'এক টাকা বদল হলেও আলু, পেঁয়াজের দাম একই রয়েছে । তবে বাজারভেদে দামের কিছুটা তারতম্য রয়েছে । আজ ঈদের কারণে শশার দাম বেড়েছে ৷

কাঁচা সবজি -

জ্যোতি আলু : 28 টাকা কিলো
চন্দ্রমুখী আলু : 35 টাকা কিলো
আদা : কিলো 80 টাকা
পেঁয়াজ : কিলো 25 টাকা
উচ্ছে : প্রতি কিলো 25-30 টাকা
কলা : 5 টাকা পিস
বেগুন : 55-60 টাকা কিলো
পটল : প্রতি কিলো 30 টাকা
পাকা পটল : 50-60 টাকা কিলো
কুঁদরি : প্রতি কিলো 20-25 টাকা
গাঁটি কচু : 40 টাকা কিলো
লাল বিট : 50-60 টাকা কিলো
কাঁকরোল : 40 টাকা কিলো
ঝিঙে : 30 টাকা কিলো
ঢ্যাঁড়স : প্রতি কিলো 20 টাকা
কুমড়ো : প্রতি কিলো 20 টাকা
লাউ : প্রতি পিস 30 টাকা
টমেটো : প্রতি কিলো 35-40 টাকা
পেঁপে : 50 টাকা কিলো
চিচিঙ্গা : 30 টাকা প্রতি কিলো
ওল : 40 টাকা
শসা : 80-100 টাকা প্রতি কিলো
মটরশুঁটি : 30 টাকা কিলো
বাঁধাকপি : 50 টাকা কিলো
ফুলকপি : 40 টাকা পিস
বরবটি : 55-60 টাকা কিলো
বিনস : 120 টাকা কিলো
গাজর : 60 টাকা কিলো
মুলো : 30 টাকা কেজি
ক্যাপসিকাম : 100-120 টাকা কিলো
সজনে ডাটা : 100 টাকা কিলো
ধনেপাতা : 10 টাকা আঁটি (100 গ্রাম)
পুঁই শাক : 20 টাকা কেজি
লাল শাক : 10 টাকা আঁটি
পাট শাক : 10 টাকা আঁটি
কাঁচালঙ্কা : প্রতি কিলো 120 টাকা
কুলেখাঁড়া : 5 টাকা আঁটি
পাতিলেবু : 3-5 টাকা পিস
নটে শাক : 5 টাকা আঁটি
কলমি শাক : 5 টাকা আঁটি
আরও পড়ুন : নিত্যদিনের স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে নিন মশলা চা
মাছ -
রুই : প্রতি কিলো 180-200 টাকা (গোটা ডিম ছাড়া)
রুই : প্রতি কিলো 190-220 টাকা (গোটা)
রুই : প্রতি কিলো 250-280 টাকা (কাটা)

কাতলা : প্রতি কিলো 230-250 টাকা (গোটা ডিম ছাড়া)
কাতলা : প্রতি কিলো 250-300 টাকা (গোটা)
কাতলা : প্রতি কিলো 325-400 টাকা (কাটা)
ভেটকি : প্রতি কিলো 600-650 টাকা
ইলিশ : (500-750 গ্রাম) 900-1000 টাকা কিলো
ইলিশ : (2 কেজি বা তার বেশি) 1700-1800 টাকা কিলো
ইলিশ : (2 কেজি বা তার বেশি) 2000-2100 টাকা কিলো
আরও পড়ুন : বৃষ্টি কাঁটা নয়, ঈদে হালকা ভিজবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

তেলাপিয়া : প্রতি কিলো 100-120 টাকা
দেশি তেলাপিয়া : 150 টাকা কিলো
বাটা : প্রতি কিলো 120 টাকা
ভোলা : প্রতি কিলো 170-200 টাকা
ট্যাংরা : 400-420 টাকা কিলো
মৌরলা : 250-280 টাকা
পাবদা ছোট : 350-420 টাকা
পাবদা : 650-720 টাকা কিলো প্রতি
পার্শে : 350-400 টাকা কিলো প্রতি
পমফ্রেট : 600 টাকা কিলো প্রতি
বোয়াল : 200 টাকা প্রতি কিলো
গলদা চিংড়ি : প্রতি কিলো 500 টাকা
বাগদা চিংড়ি : প্রতি কিলো 600 টাকা
চামড়া চিংড়ি : প্রতি কিলো 300 টাকা

ডিম -
পোল্ট্রি : 12 টাকা জোড়া
দেশি মুরগি : 20 টাকা জোড়া
হাঁস : 18 টাকা জোড়া

মাংস -
মুরগি : প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি : প্রতি কিলো 200 টাকা (কাটা)
বয়লার : প্রতি কিলো 125 টাকা (গোটা)
বয়লার : প্রতি কিলো 165 টাকা (কাটা)
কক : প্রতি কিলো 280 টাকা
দেশি : প্রতি কিলো 390 টাকা
পাঁঠা বা খাসি : প্রতি কিলো 760 টাকা

আরও পড়ুন : গায়ে লেখা আল্লার নাম, ছাগলের দাম 'মাত্র' 70 লক্ষ টাকা ! কিনবেন নাকি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.