কলকাতা, 21 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া আফিস । পূর্বাভাস মতোই গত দু-দিন একটানা রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে ৷ যার প্রভাব পড়েছে সর্বত্র ৷ কলকাতার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন ৷ কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল ৷ এর ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত ৷ বাদ নেই হাওড়া জেলাও ৷ এখানে বিস্তীর্ণ এলাকায় জল জমেছে । এমনকি, জলমগ্ন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লাইনও ।
গতকাল পূর্ব রেলের তরফে একটি ট্রেন দেরিতে ছাড়ার কথা জানালেও মোটের উপর দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে পরিস্থিতির উপরে নজরদারি রাখার কথা জানানো হয় । এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেনের সময় বদল করেছে রেল কর্তৃপক্ষ ৷
সময়সূচি বদল হয়েছে যে সব ট্রেনের-
- 08645 হাওড়া-হায়দরাবাদ স্পেশ্যাল ট্রেন (08645 - Howrah Hyderabad Deccan East Coast Special), যা হাওড়া স্টেশন থেকে সকাল 11.30 মিনিটে ছাড়ে । সেই ট্রেন এখন হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে বেলা 12.30 মিনিটে ছাড়বে ৷
- 02087 হাওড়া-পুরী স্পেশ্যাল ট্রেন (02087 Howrah Puri Dhauli Sf Special Train) সকাল 9.20 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 10.20 মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল ।
আরও পড়ুন : Weather Forecast : আজও রাজ্যজুড়ে বৃষ্টি, পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা
- পাশাপাশি 02245 হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন (02245 Howrah-Yesvantpur Duronto Special) সকাল 10.30 মিনিটে হাওড়া স্টেশনের বদলে সাঁতরাগাছি স্টেশন থেকে বেলা 11.50 মিনিটে ছাড়বে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
- একইভাবে 08627 হাওড়া-রাঁচি স্পেশ্যাল ট্রেন (08627 Howrah Ranchi Int Express) দুপুর 12.50 মিনিটে হাওড়া স্টেশনের বদলে খড়গপুর স্টেশন থেকে বেলা 2:30 টে ছাড়বে, জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ।
- 06598 হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন (02245 Howrah-Yesvantpur Duronto Special) বেলা 12.40 মিনিটে হাওড়া স্টেশনের পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে বেলা 01.40 মিনিটে ছাড়বে বলে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল ।
যদিও পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে এখন ট্রেনের সময়সূচি পরিবর্তনের কোনও ঘোষণা করা হয়নি । ট্রেনের ট্র্যাকে জল জমা ও সিগন্যাল ব্যবস্থার উপরে নজরদারি রাখা হচ্ছে বলে দুই রেল শাখার তরফ থেকে জানা গিয়েছে ।