কলকাতা, 23 জুলাই: নেতাজী নগর এলাকায় এক পরিত্যক্ত দোকান থেকে বয়স্ক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ৷ রবিবার নেতাজী নগর থানার পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ৷ বাড়ির পাশের পরিত্যক্ত দোকানে কীভাবে ওই ব্যক্তি এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে ৷
দক্ষিণ কলকাতার নেতাজী নগর এলাকায় বিপ্লব কুমার পাল নামে ওই ব্যক্তি গত 10 দিন ধরে নিখোঁজ ছিলেন। শ্রী কলোনিতে তাঁর বাড়ি ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশেই এক পরিত্যক্ত দোকান থেকে ওই ব্যক্তির দেহ এদিন উদ্ধার করা হয় ৷ কিন্তু কী কারণে বিপ্লব বাবু ওই দোকানে এসেছিলেন, এবং কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের উপরই ভরসা করতে হচ্ছে পুলিশকে ৷
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পরিত্যক্ত ওই দোকান থেকে দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই নেতাজী নগর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানটি খুলে তল্লাশি চালানোর সময় দোকানের শেষ প্রান্তে অন্ধকার জায়গায় পচা গলা দেহ দেখতে পায় ৷ পুলিশ অবশ্য মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি ৷ তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ ৷
আরও পড়ুন: মধ্যপ্রদেশে দলিতের মুখে মল-মূত্র মাখানোর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি ৷ পুলিশে অভিযোগও দায়ের করা হয় ৷ পুলিশ বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত খোঁজ মেলেনি ওই ব্যক্তির ৷ অবশেষে এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবার অবশ্য খুনের অভিযোগ করলেও পুলিশ এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলতে রাজি নয় ৷ মৃত বিপ্লব কুমারের সঙ্গে কারোর শত্রুতা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে ।