ETV Bharat / state

ভূত চতুদর্শীর রাতে তারাপীঠে হোম-যজ্ঞ, চলে পূর্বপুরুষদের স্বর্গযাত্রার প্রার্থনা

কালীপুজোর আগের রাতে জাগ্রত তারাপীঠ শ্মশান ৷ ভূত চতুর্দশীতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চলে অশরীরী আত্মাদের স্বর্গে ফেরানোর প্রার্থনা ৷

Tarapith on Bhoot Chaturdashi
ভূত চতুর্দশীর রাতে আলোকজ্জ্বল সিদ্ধপীঠ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

তারাপীঠ, 30 অক্টোবর: দীপান্বিতা অমাবস্যার আগের রাতে পালিত হয় ভূত চতুর্দশী ৷ কথিত আছে, মহালয়ার দিন মর্তে আসা পিতৃপুরুষরা এদিন বিদায় নেন ৷ সেই কারণেই চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তাঁদের ফের স্বর্গে যাওয়ার পথ দেখানো হয় ৷ এই উপলক্ষে তারাপীঠ মন্দির চত্বরে অনুষ্ঠিত হল বিশেষ হোম-যজ্ঞ ৷ কালীপুজোর আগে সেজে উঠেছে মন্দির চত্বর ৷ গর্ভগৃহ থেকে মন্দির প্রাঙ্গণ, সবই সাজানো হয়েছে রঙিন আলোয় ৷ এককথায় আলো ঝলমলে তারাপীঠ মন্দির ৷

ভূত চতুর্দশী হল দীপাবলির পাঁচ দিনের দ্বিতীয় দিন । যা হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে । পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত । অনেক জায়গায় এটিকে কালী চৌদসও বলা হয় । কালী মানে অন্ধকার ও চৌদস মানে চোদ্দ তারিখ । অর্থাৎ, যা কার্তিক কৃষ্ণপক্ষের চান্দ্রমাসের 14তম দিনে পালন করা হয় ।

ভূত চতুর্দশীর রাতে তারাপীঠ মন্দির চত্বর ঘুরে দেখল ইটিভি ভারত (ইটিভি ভারত)

ভারতের কিছু অঞ্চলে, কালী চৌদস হল মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন । যা অলসতা ও মন্দতা দূর করে মানুষের জীবনে আলো প্রদান করে । মৃত্যুর দেবতা যমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় ৷ যা নরক যন্ত্রণা থেকে রক্ষা করে বলে বিশ্বাস । এই তিথিতে চোদ্দ বাতি বা চোদ্দ প্রদীপ জ্বালানো হয় ৷ খাওয়া হয় চোদ্দ শাক ৷

Bhoot Chaturdashi Night in Tarapith Temple
ভূত চতুর্দশীর রাতে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর (ইটিভি ভারত)
মানুষের বিশ্বাস এই তিথিতে চতুর্দশ পূর্বপুরুষের উদ্দেশে এই প্রদীপ প্রজ্বলন করা হয় ৷ যারা তন্ত্র সাধনায় ব্রতী তাঁরা এই দিন মন্ত্র শিক্ষা করেন । অশুভ আত্মাকে তাড়ানোর জন্য এই দিনটিকে পালন করা হয়ে থাকে । এদিন তারাপীঠ শ্মশানে জ্বালানো হয় চোদ্দ প্রদীপ ৷ মায়ের কাছে চলে পূর্বপুরুষদের স্বর্গযাত্রার প্রার্থনা ৷ চতুর্দশী থাকাকালীন তারাপীঠে চলবে হোম-যজ্ঞ ৷ তারপর হবে মায়ের বিশেষ আরতি ৷ এছাড়াও দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই শুরু হবে পুজো ৷ রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে মা তারাকে ৷ দিনভর চলবে পুজোপাঠ ও ভোগ নিবেদন ৷ এরপর গভীর রাতে ষোড়শ উপাচারে কালীরূপে পূজিত হবেন মা তারা ৷
Tarapith Mandir at Bhoot Chaturdashi 2024
ভূত চতুর্দশীতে বিশেষ হোম-যজ্ঞ তারাপীঠ মন্দিরে (ইটিভি ভারত)

তারাপীঠ, 30 অক্টোবর: দীপান্বিতা অমাবস্যার আগের রাতে পালিত হয় ভূত চতুর্দশী ৷ কথিত আছে, মহালয়ার দিন মর্তে আসা পিতৃপুরুষরা এদিন বিদায় নেন ৷ সেই কারণেই চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তাঁদের ফের স্বর্গে যাওয়ার পথ দেখানো হয় ৷ এই উপলক্ষে তারাপীঠ মন্দির চত্বরে অনুষ্ঠিত হল বিশেষ হোম-যজ্ঞ ৷ কালীপুজোর আগে সেজে উঠেছে মন্দির চত্বর ৷ গর্ভগৃহ থেকে মন্দির প্রাঙ্গণ, সবই সাজানো হয়েছে রঙিন আলোয় ৷ এককথায় আলো ঝলমলে তারাপীঠ মন্দির ৷

ভূত চতুর্দশী হল দীপাবলির পাঁচ দিনের দ্বিতীয় দিন । যা হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে । পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত । অনেক জায়গায় এটিকে কালী চৌদসও বলা হয় । কালী মানে অন্ধকার ও চৌদস মানে চোদ্দ তারিখ । অর্থাৎ, যা কার্তিক কৃষ্ণপক্ষের চান্দ্রমাসের 14তম দিনে পালন করা হয় ।

ভূত চতুর্দশীর রাতে তারাপীঠ মন্দির চত্বর ঘুরে দেখল ইটিভি ভারত (ইটিভি ভারত)

ভারতের কিছু অঞ্চলে, কালী চৌদস হল মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন । যা অলসতা ও মন্দতা দূর করে মানুষের জীবনে আলো প্রদান করে । মৃত্যুর দেবতা যমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় ৷ যা নরক যন্ত্রণা থেকে রক্ষা করে বলে বিশ্বাস । এই তিথিতে চোদ্দ বাতি বা চোদ্দ প্রদীপ জ্বালানো হয় ৷ খাওয়া হয় চোদ্দ শাক ৷

Bhoot Chaturdashi Night in Tarapith Temple
ভূত চতুর্দশীর রাতে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর (ইটিভি ভারত)
মানুষের বিশ্বাস এই তিথিতে চতুর্দশ পূর্বপুরুষের উদ্দেশে এই প্রদীপ প্রজ্বলন করা হয় ৷ যারা তন্ত্র সাধনায় ব্রতী তাঁরা এই দিন মন্ত্র শিক্ষা করেন । অশুভ আত্মাকে তাড়ানোর জন্য এই দিনটিকে পালন করা হয়ে থাকে । এদিন তারাপীঠ শ্মশানে জ্বালানো হয় চোদ্দ প্রদীপ ৷ মায়ের কাছে চলে পূর্বপুরুষদের স্বর্গযাত্রার প্রার্থনা ৷ চতুর্দশী থাকাকালীন তারাপীঠে চলবে হোম-যজ্ঞ ৷ তারপর হবে মায়ের বিশেষ আরতি ৷ এছাড়াও দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই শুরু হবে পুজো ৷ রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে মা তারাকে ৷ দিনভর চলবে পুজোপাঠ ও ভোগ নিবেদন ৷ এরপর গভীর রাতে ষোড়শ উপাচারে কালীরূপে পূজিত হবেন মা তারা ৷
Tarapith Mandir at Bhoot Chaturdashi 2024
ভূত চতুর্দশীতে বিশেষ হোম-যজ্ঞ তারাপীঠ মন্দিরে (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.