কলকাতা, 12 মে: নির্মীয়মাণ একটি বহুতল থেকে পরে মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ শহরতলীর পশ্চিম পুটিয়ার দক্ষিণপাড়ায় ৷ এলাকাটি রিজেন্ট পার্ক থানার অন্তর্গত ৷ স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় আচমকা তাঁরা এলাকার নির্মীয়মাণ ও চারতলা বাড়ি থেকে ভারি কিছু পড়ার শব্দ পান । ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন ওই চারতলা বাড়ির ছাদ থেকে নীচে পড়ে আছেন দুই যুবক । খবর দেওয়া হয় পুলিশে ৷
পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে প্রলয় বিশ্বাস বলে একজনকে মৃত ঘোষণা করা হয় ৷ তাঁর বয়স 23 বছর ৷ গুরুতর আহত অবস্থায় বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অমিত নায়েক ওরফে বাইচুং নামে আরেক যুবক ৷ এই ঘটনায় থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত প্রলয় বিশ্বাসের মা বুলা বিশ্বাস ৷ তাঁর অভিযোগ, ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, ওই বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে ৷
প্রলয় কবরডাঙ্গা এলাকায় একটি সবজি আরতে কাজ করতেন ৷ তাঁর মা বুলা বিশ্বাসের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে তাঁর ছেলেকে বাড়ি থেকে ঢাকতে আসে ৷ বলে খাওয়া দাওয়া আছে ৷ প্রথমে যেতে রাজি হননি প্রলয় ৷ পরে বন্ধুদের আবদারে সে ওই পিকনিকে যায় ৷ নির্মীয়মান ওই বহুতলের ছাদে বসেছিল মদ ও বিরিয়ানির আসর ৷ বুলাদেবীর অভিযোগ, তাঁর ছেলেকে জোর করে ওই আসরে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ৷ তবে কী কারণে এই খুন, আর খুন প্রলয়কে খুন করার উদ্দেশ্য থাকলে অমিতও বা কীভাবে ছাদ থেকে পড়ে গেল, এই প্রশ্নগুলির উত্তর মেলেনি ৷
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাস্থলে পুলিশ মদের বোতল এবং বিরিয়ানির প্যাকেট পেয়েছে ৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ প্রলয় বিশ্বাসের মা বুলা বিশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ৷ তাঁর কথায়, "আমি যতদিন বেঁচে থাকব এদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব ৷ এদের আমি শাস্তি চাই ৷"
আরও পড়ুন: পুত্রসন্তানের জন্ম দিতে অপারগ স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা স্বামীর