ETV Bharat / state

কলকাতায় ৪০ লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ - heroin

মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল দমদম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে STF(স্পেশাল টার্স ফোর্স)।

আদত শেখ
author img

By

Published : Mar 15, 2019, 12:59 PM IST

কলকাতা, ১৫ মার্চ : ৪০ লাখ টাকার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল দমদম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে STF(স্পেশাল টার্স ফোর্স)। ধৃতের নাম আদত শেখ। উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম হেরোইন।

মুর্শিদাবাদ থেকে আসত হেরোইন। এরপর কলকাতায় তৈরি হত পুরিয়া। সেই মাদক ছড়িয়ে পড়ত গোটা শহরের। সোর্স মারফত খবর পেয়েছিল পুলিশ। নজর রাখা হচ্ছিল পুরো বিষয়টি। মুর্শিদাবাদের সাগরদিঘির আদত শেখ এই হেরোইন চক্রের অন্যতম ক্যারিয়ার। সে মাদক নিয়ে আসত কলকাতায়। তারপর তা তুলে দিত কলকাতার কারবারিদের হাতে। গতরাতে আদত নির্দিষ্ট ব্যক্তির হাতে হেরোইন তুলে দিতে দমদম রোডে পৌঁছায়। তখনই STF-র গোয়েন্দারা তাকে পাকড়াও করে। উদ্ধার হয় ৭০০ গ্রাম হেরোইন।

গোয়েন্দা সূত্রে খবর, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এ রাজ্যে ঢোকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনের মত মাদক। নারকোটিক কন্ট্রোল বিওরো সূত্রে খবর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে লুকিয়ে চলে আফিমের চাষ। সেই আফিম থেকে তৈরি করা হয় হেরোইন। তবে আদত কোথা থেকে এই মাদক পেয়েছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে STF।

কলকাতা, ১৫ মার্চ : ৪০ লাখ টাকার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল দমদম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে STF(স্পেশাল টার্স ফোর্স)। ধৃতের নাম আদত শেখ। উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম হেরোইন।

মুর্শিদাবাদ থেকে আসত হেরোইন। এরপর কলকাতায় তৈরি হত পুরিয়া। সেই মাদক ছড়িয়ে পড়ত গোটা শহরের। সোর্স মারফত খবর পেয়েছিল পুলিশ। নজর রাখা হচ্ছিল পুরো বিষয়টি। মুর্শিদাবাদের সাগরদিঘির আদত শেখ এই হেরোইন চক্রের অন্যতম ক্যারিয়ার। সে মাদক নিয়ে আসত কলকাতায়। তারপর তা তুলে দিত কলকাতার কারবারিদের হাতে। গতরাতে আদত নির্দিষ্ট ব্যক্তির হাতে হেরোইন তুলে দিতে দমদম রোডে পৌঁছায়। তখনই STF-র গোয়েন্দারা তাকে পাকড়াও করে। উদ্ধার হয় ৭০০ গ্রাম হেরোইন।

গোয়েন্দা সূত্রে খবর, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এ রাজ্যে ঢোকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনের মত মাদক। নারকোটিক কন্ট্রোল বিওরো সূত্রে খবর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে লুকিয়ে চলে আফিমের চাষ। সেই আফিম থেকে তৈরি করা হয় হেরোইন। তবে আদত কোথা থেকে এই মাদক পেয়েছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে STF।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.