ETV Bharat / state

শিক্ষককে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, শিয়ালদা থেকে গ্রেপ্তার যুবক - প্রতারণা

প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়া নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার অভিযুক্ত ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 11, 2019, 7:49 PM IST

Updated : Jul 11, 2019, 8:02 PM IST

কলকাতা, 11 জুলাই : চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা । প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । গতকাল শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আমিরুল হোসেন খানকে ।

অভিযোগ, মাস চারেক আগে নলহাটির বাসিন্দা আবদুস সালাম নামে এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় গোসাবার আমিরুল হোসেন । তার বদলে আড়াই লাখ টাকা দাবি করে সে । আমিরুলের হাতে আড়াই লাখ টাকাও তুলে দেন আবদুস । সময় পেরিয়ে গেলেও চাকরি পাননি নলহাটির ওই যুবক । বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । টাকা ফেরত চান । কিন্তু, ততদিনে গা ঢাকা দেয় অভিযুক্ত ।

গতকাল শিয়ালদায় আচমকাই আমিরুলকে দেখতে পান আবদুস । ধরে ফেলেন । খবর দেওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তদন্তে নেমেছে পুলিশ ।

কলকাতা, 11 জুলাই : চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা । প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । গতকাল শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আমিরুল হোসেন খানকে ।

অভিযোগ, মাস চারেক আগে নলহাটির বাসিন্দা আবদুস সালাম নামে এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় গোসাবার আমিরুল হোসেন । তার বদলে আড়াই লাখ টাকা দাবি করে সে । আমিরুলের হাতে আড়াই লাখ টাকাও তুলে দেন আবদুস । সময় পেরিয়ে গেলেও চাকরি পাননি নলহাটির ওই যুবক । বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । টাকা ফেরত চান । কিন্তু, ততদিনে গা ঢাকা দেয় অভিযুক্ত ।

গতকাল শিয়ালদায় আচমকাই আমিরুলকে দেখতে পান আবদুস । ধরে ফেলেন । খবর দেওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:কলকাতা, ১১ জুলাই: আবারো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা। এবার প্রাথমিকে শিক্ষকতার চাকরি দেওয়ার নামে এক ব্যক্তি হাতিয়ে নিল আড়াই লাখ টাকা। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতারককে। ধৃতকে আজ শিয়ালদা আদালতে তোলা হয়েছে।
Body:কাটমানি ইস্যুতে উত্তাল রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাথমিকে চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি কোচবিহারের এক তৃণমূল নেতা স্বীকার করে নেন, দলের এক মন্ত্রীর কথায় তিনি নাকি প্রাথমিকে চাকরি দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন। সেই সূত্রে প্রাথমিকে চাকরি দেওয়ার নামে শাসক দলের নেতাদের একাংশের বিরুদ্ধে টাকা নেওয়া যে অভিযোগ উঠেছিল, তা অনেকটাই সত্যি বলে মনে করা করা হচ্ছে। তবে শুধু নেতারাই নয়, প্রাথমিকে চাকরি দেওয়ার নামে সক্রিয় রয়েছে প্রতারণা চক্র। পুলিশ সূত্রে খবর, মাস চারেক আগে বীরভূমের নলহাটির আব্দুস সালাম নামে এক যুবককে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় দক্ষিণ 24 পরগনার গোসাবার আমিরুল হোসেন খান। তবে তার জন্য দিতে হবে টাকা। রাজি হয়ে যান আব্দুস। একটু একটু করে আড়াই লাখ টাকা তুলে দেন আমিরুলের হাতে। অন্তত আব্দুসের দাবি তেমনটাই।Conclusion:সম্প্রতি আব্দুস বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। তখন টাকা ফেরত চান আবদুস। অভিযোগ, টাকা চাইতে গা ঢাকা দেয় সে। কিন্তু গতকাল রাতে শিয়ালদা চত্বরে হঠাৎই আমিরুলকে দেখতে পান আব্দুস। সেই অবস্থায় তিনি তাকে পাকড়াও করেন। পরে আমাস্ট্রিট রথানার হাতে তুলে দেওয়া হয় তাকে। আমাস্ট্রিট থানাতেই অভিযোগ দায়ের করেন আবদুস। গ্রেপ্তার করা হয় আমিরুলকে। আজ তাকে শিয়ালদা আদালতে পাঠানো হয়েছে বলে খবর।



Last Updated : Jul 11, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.